ETV Bharat / state

Cross Border Gold Smuggling: মাছবোঝাই লরিতে মিলল 2 কোটি 78 লক্ষের সোনা ! - সোনা পাচার

পেট্রাপোল সীমান্তে (Petrapole Border) 2 কোটি 78 লক্ষ টাকার সোনা উদ্ধার (Gold Seized worth Rs 2 Crore 78 Lakh) করল বিএসএফ ৷ ঘটনায় সোনা পাচারের (Cross Border Gold Smuggling) অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ৷

BSF arrest one Bangladeshi National at Petrapole for Cross Border Gold Smuggling
গ্রেফতার বাংলাদেশের নাগরিক
author img

By

Published : Mar 19, 2023, 2:23 PM IST

মাছের ট্রাকে মিলল সোনা

কলকাতা ও পেট্রাপোল, 19 মার্চ: মাছের ট্রাকে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা (Cross Border Gold Smuggling) ! বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সেই ছক ৷ মাছবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 40টি সোনার বিস্কুট ৷ যার আনুমানিক বাজারদর 2 কোটি 78 লক্ষ টাকা (Gold Seized worth Rs 2 Crore 78 Lakh) ! শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে (Petrapole Border) ৷ এই ঘটনায় ধৃত ট্রাকচালক বাংলাদেশের নাগরিক ৷ যে ট্রাকে সোনা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে সোনা পাচারের আগাম খবর ছিল ৷ জানা গিয়েছিল, বাংলাদেশ থেকে ভারতে মোটা টাকার সোনা পাচার করা হবে ৷ খুব সম্ভবত, পণ্যবাহী কোনও গাড়িতে সেই সোনা পাচার করা হবে ৷ এই তথ্য হাতে পেয়েই সতর্ক হয়ে যান পেট্রাপোল সীমান্তে নিযুক্ত বিএসএফ জওয়ান ও শুল্ক দফতরের আধিকারিকরা ৷ বাংলাদেশ থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় তাঁদের ৷ ট্রাকটি থামিয়ে ভালো করে তল্লাশি করা হয় ৷ মাছের কার্টনের আড়াল থেকে উদ্ধার করা হয় 'প্য়াকিং' করা সোনার বিস্কুট ৷

BSF arrest one Bangladeshi National at Petrapole for Cross Border Gold Smuggling
উদ্ধার হওয়া সোনা ও বাজেয়াপ্ত ট্রাক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট 40টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷ সব মিলিয়ে যার ওজন 4 কেজি 667 গ্রাম ৷ বাজারদর প্রায় 2 কোটি 78 লক্ষ টাকা ৷ বিএসএফের 145 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই সোনা বাজেয়াপ্ত করেন ৷ সোনা উদ্ধারের পরই ওই ট্রাকচালককে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত হওয়া ট্রাকটিকেও ৷ প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন, তাঁর নাম সুশংকর দাস ৷ তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ৷ তবে, এই ট্রাকের মালিক তিনি নন ৷ মালিকের নাম সফিকুল ইসলাম ৷ সুশংকর জানিয়েছেন, তিনি 15 বছর ধরে ট্রাক চালাচ্ছেন ৷

আরও পড়ুন: পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

বিএসএফকে সুশংকর আরও জানিয়েছেন, বাংলাদেশের সাতক্ষীরায় এই ট্রাকটিতে মাছ বোঝাই করা হয় ৷ এই মাছ কলকাতার একটি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ছিল ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি মাছ ব্যবসার আড়ালে আন্তর্জাতিক সোনা পাচার চক্র চালানো হচ্ছে ? এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে বিএসএফ ৷ ধৃত ব্যক্তিকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও ট্রাক-সহ শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

মাছের ট্রাকে মিলল সোনা

কলকাতা ও পেট্রাপোল, 19 মার্চ: মাছের ট্রাকে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা (Cross Border Gold Smuggling) ! বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সেই ছক ৷ মাছবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 40টি সোনার বিস্কুট ৷ যার আনুমানিক বাজারদর 2 কোটি 78 লক্ষ টাকা (Gold Seized worth Rs 2 Crore 78 Lakh) ! শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে (Petrapole Border) ৷ এই ঘটনায় ধৃত ট্রাকচালক বাংলাদেশের নাগরিক ৷ যে ট্রাকে সোনা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে সোনা পাচারের আগাম খবর ছিল ৷ জানা গিয়েছিল, বাংলাদেশ থেকে ভারতে মোটা টাকার সোনা পাচার করা হবে ৷ খুব সম্ভবত, পণ্যবাহী কোনও গাড়িতে সেই সোনা পাচার করা হবে ৷ এই তথ্য হাতে পেয়েই সতর্ক হয়ে যান পেট্রাপোল সীমান্তে নিযুক্ত বিএসএফ জওয়ান ও শুল্ক দফতরের আধিকারিকরা ৷ বাংলাদেশ থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় তাঁদের ৷ ট্রাকটি থামিয়ে ভালো করে তল্লাশি করা হয় ৷ মাছের কার্টনের আড়াল থেকে উদ্ধার করা হয় 'প্য়াকিং' করা সোনার বিস্কুট ৷

BSF arrest one Bangladeshi National at Petrapole for Cross Border Gold Smuggling
উদ্ধার হওয়া সোনা ও বাজেয়াপ্ত ট্রাক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট 40টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷ সব মিলিয়ে যার ওজন 4 কেজি 667 গ্রাম ৷ বাজারদর প্রায় 2 কোটি 78 লক্ষ টাকা ৷ বিএসএফের 145 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই সোনা বাজেয়াপ্ত করেন ৷ সোনা উদ্ধারের পরই ওই ট্রাকচালককে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত হওয়া ট্রাকটিকেও ৷ প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন, তাঁর নাম সুশংকর দাস ৷ তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ৷ তবে, এই ট্রাকের মালিক তিনি নন ৷ মালিকের নাম সফিকুল ইসলাম ৷ সুশংকর জানিয়েছেন, তিনি 15 বছর ধরে ট্রাক চালাচ্ছেন ৷

আরও পড়ুন: পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

বিএসএফকে সুশংকর আরও জানিয়েছেন, বাংলাদেশের সাতক্ষীরায় এই ট্রাকটিতে মাছ বোঝাই করা হয় ৷ এই মাছ কলকাতার একটি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ছিল ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি মাছ ব্যবসার আড়ালে আন্তর্জাতিক সোনা পাচার চক্র চালানো হচ্ছে ? এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে বিএসএফ ৷ ধৃত ব্যক্তিকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও ট্রাক-সহ শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.