আমডাঙা, 4 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে শাসক-বিরোধীর সংঘর্ষ এবং কাজিয়ায় রাজনীতির উত্তাপ তত বাড়ছে (ISF Leader House Bombed)। তারই মধ্যে এ বার আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতা জুলফিকার মণ্ডলের বাড়িতে বোমাবাজির (Bombing in ISF Leader House) অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, আমডাঙার আড়খালি পূর্বপাড়ায় (Amdanga Bombing)। বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । সেখান থেকে তারা একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় (North 24 Parganas)। যদিও এর পিছনে আব্বাস সিদ্দিকীর দলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে দাবি শাসক শিবিরের ।
জানা গিয়েছে, জুলফিকার আইএসএফের আড়খালি বুথের সভাপতির দায়িত্বে রয়েছেন । এছাড়াও দলের আমডাঙা পঞ্চায়েত কমিটির সদস্য তিনি ।সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি গণ আন্দোলনের সঙ্গেও যুক্ত এই আইএসএফ নেতা । এর জেরে একাধিকবার তাঁকে শাসকদলের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ । তা নিয়ে বিবাদমান দুই রাজনৈতিক দলের কাজিয়ায় আগে থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকায় ।
এসবের মধ্যেই আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা আরও চরমে উঠেছে । সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আড়খালি পূর্বপাড়ার বাড়িতে ঘুমিয়ে ছিলেন জুলফিকার । তখনই রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে পালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একটি ফাটলেও অন্য বোমাটি না ফাটায় সেটি পড়ে ছিল ঘরের জানলার ঠিক নিচে । বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । আতঙ্ক ছড়ায় এলাকায় । ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন জুলফিকার ও তাঁর পরিবারের সদস্যরা । যদিও বাইরে এসে তাঁরা কাউকেই দেখতে পাননি ।
আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা
এই বিষয়ে আইএসএফ নেতা জুলফিকার মণ্ডল বলেন, "গত বিধানসভা নির্বাচনে আড়খালির 93 নম্বর বুথে পিছিয়ে ছিল শাসকদল । এখানে সংগঠন গোছাতে না পেরে ওরা বারবার আমাকে টার্গেট করছে । আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে । এটা নতুন কিছু নয় । আমি নিশ্চিত এ দিনের ঘটনার পিছনেও শাসকদলের হাত রয়েছে । নইলে আমাকে কেন হুমকি দেবে ওরা ! পুলিশকে বলেছি, এর একটা ব্যবস্থা গ্রহণ করতে ৷"
যদিও বোমাবাজির ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিতে চাননি তৃণমূলের আমডাঙা ব্লকের সাধারণ সম্পাদক শেখ নুরুল মইন । তাঁর কথায়, "গত বিধানসভা নির্বাচনে আমডাঙা অঞ্চলে আইএসএফ নেতৃত্বের কী ভূমিকা ছিল তা সকলেই জানে । ওদের নিজেদের মধ্যেই রেষারেষি রয়েছে । তা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে । তারপরও বলছি, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । আমাদের কোনও অসুবিধা নেই ।আমরা বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নই ৷"
এ দিকে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা তাজা বোমাটি উদ্ধার করে । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাবাজি করল, তা খতিয়ে দেখছে পুলিশ ।