ETV Bharat / state

ISF Leader House Bombed: আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

আনিশ খান কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতা (Bombing in ISF Leader House) জুলফিকার মণ্ডলের বাড়িতে বোমাবাজির (ISF Leader House Bombed) ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমডাঙায় (Amdanga Bombing)। কাঠগড়ায় শাসকদল ।

Bombing in ISF leader house at Amdanga
আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতার আমডাঙার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Nov 4, 2022, 4:16 PM IST

আমডাঙা, 4 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে শাসক-বিরোধীর সংঘর্ষ এবং কাজিয়ায় রাজনীতির উত্তাপ তত বাড়ছে (ISF Leader House Bombed)। তারই মধ্যে এ বার আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতা জুলফিকার মণ্ডলের বাড়িতে বোমাবাজির (Bombing in ISF Leader House) অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, আমডাঙার আড়খালি পূর্বপাড়ায় (Amdanga Bombing)। বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । সেখান থেকে তারা একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় (North 24 Parganas)। যদিও এর পিছনে আব্বাস সিদ্দিকীর দলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে দাবি শাসক শিবিরের ।

জানা গিয়েছে, জুলফিকার আইএসএফের আড়খালি বুথের সভাপতির দায়িত্বে রয়েছেন । এছাড়াও দলের আমডাঙা পঞ্চায়েত কমিটির সদস‍্য তিনি ।সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি গণ আন্দোলনের সঙ্গেও যুক্ত এই আইএসএফ নেতা । এর জেরে একাধিকবার তাঁকে শাসকদলের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ । তা নিয়ে বিবাদমান দুই রাজনৈতিক দলের কাজিয়ায় আগে থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকায় ।

এসবের মধ্যেই আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা আরও চরমে উঠেছে । সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আড়খালি পূর্বপাড়ার বাড়িতে ঘুমিয়ে ছিলেন জুলফিকার । তখনই রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে পালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একটি ফাটলেও অন‍্য বোমাটি না ফাটায় সেটি পড়ে ছিল ঘরের জানলার ঠিক নিচে । বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । আতঙ্ক ছড়ায় এলাকায় । ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন জুলফিকার ও তাঁর পরিবারের সদস্যরা । যদিও বাইরে এসে তাঁরা কাউকেই দেখতে পাননি ।

আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা

এই বিষয়ে আইএসএফ নেতা জুলফিকার মণ্ডল বলেন, "গত বিধানসভা নির্বাচনে আড়খালির 93 নম্বর বুথে পিছিয়ে ছিল শাসকদল । এখানে সংগঠন গোছাতে না পেরে ওরা বারবার আমাকে টার্গেট করছে । আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে । এটা নতুন কিছু নয় । আমি নিশ্চিত এ দিনের ঘটনার পিছনেও শাসকদলের হাত রয়েছে । নইলে আমাকে কেন হুমকি দেবে ওরা ! পুলিশকে বলেছি, এর একটা ব্যবস্থা গ্রহণ করতে ৷"

যদিও বোমাবাজির ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিতে চাননি তৃণমূলের আমডাঙা ব্লকের সাধারণ সম্পাদক শেখ নুরুল মইন । তাঁর কথায়, "গত বিধানসভা নির্বাচনে আমডাঙা অঞ্চলে আইএসএফ নেতৃত্বের কী ভূমিকা ছিল তা সকলেই জানে । ওদের নিজেদের মধ্যেই রেষারেষি রয়েছে । তা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে । তারপরও বলছি, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । আমাদের কোনও অসুবিধা নেই ।আমরা বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নই ৷"

আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

এ দিকে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা তাজা বোমাটি উদ্ধার করে । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাবাজি করল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

আমডাঙা, 4 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে শাসক-বিরোধীর সংঘর্ষ এবং কাজিয়ায় রাজনীতির উত্তাপ তত বাড়ছে (ISF Leader House Bombed)। তারই মধ্যে এ বার আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতা জুলফিকার মণ্ডলের বাড়িতে বোমাবাজির (Bombing in ISF Leader House) অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, আমডাঙার আড়খালি পূর্বপাড়ায় (Amdanga Bombing)। বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । সেখান থেকে তারা একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় (North 24 Parganas)। যদিও এর পিছনে আব্বাস সিদ্দিকীর দলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে দাবি শাসক শিবিরের ।

জানা গিয়েছে, জুলফিকার আইএসএফের আড়খালি বুথের সভাপতির দায়িত্বে রয়েছেন । এছাড়াও দলের আমডাঙা পঞ্চায়েত কমিটির সদস‍্য তিনি ।সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি গণ আন্দোলনের সঙ্গেও যুক্ত এই আইএসএফ নেতা । এর জেরে একাধিকবার তাঁকে শাসকদলের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ । তা নিয়ে বিবাদমান দুই রাজনৈতিক দলের কাজিয়ায় আগে থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকায় ।

এসবের মধ্যেই আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা আরও চরমে উঠেছে । সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আড়খালি পূর্বপাড়ার বাড়িতে ঘুমিয়ে ছিলেন জুলফিকার । তখনই রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে পালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একটি ফাটলেও অন‍্য বোমাটি না ফাটায় সেটি পড়ে ছিল ঘরের জানলার ঠিক নিচে । বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । আতঙ্ক ছড়ায় এলাকায় । ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন জুলফিকার ও তাঁর পরিবারের সদস্যরা । যদিও বাইরে এসে তাঁরা কাউকেই দেখতে পাননি ।

আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা

এই বিষয়ে আইএসএফ নেতা জুলফিকার মণ্ডল বলেন, "গত বিধানসভা নির্বাচনে আড়খালির 93 নম্বর বুথে পিছিয়ে ছিল শাসকদল । এখানে সংগঠন গোছাতে না পেরে ওরা বারবার আমাকে টার্গেট করছে । আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে । এটা নতুন কিছু নয় । আমি নিশ্চিত এ দিনের ঘটনার পিছনেও শাসকদলের হাত রয়েছে । নইলে আমাকে কেন হুমকি দেবে ওরা ! পুলিশকে বলেছি, এর একটা ব্যবস্থা গ্রহণ করতে ৷"

যদিও বোমাবাজির ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিতে চাননি তৃণমূলের আমডাঙা ব্লকের সাধারণ সম্পাদক শেখ নুরুল মইন । তাঁর কথায়, "গত বিধানসভা নির্বাচনে আমডাঙা অঞ্চলে আইএসএফ নেতৃত্বের কী ভূমিকা ছিল তা সকলেই জানে । ওদের নিজেদের মধ্যেই রেষারেষি রয়েছে । তা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে । তারপরও বলছি, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । আমাদের কোনও অসুবিধা নেই ।আমরা বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নই ৷"

আনিশ কাণ্ডের প্রতিবাদী মুখ আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

এ দিকে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা তাজা বোমাটি উদ্ধার করে । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাবাজি করল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.