ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : ভোট শুরুর আগেই বাদুড়িয়ায় তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি

author img

By

Published : Feb 27, 2022, 10:19 AM IST

ভোট শুরুর আগেই তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজিতে (Bombing at Baduria before election) উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় (Bengal civic polls 2022) ৷

Bombing at Baduria
ভোট শুরুর আগেই বাদুড়িয়ায় তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি

বাদুড়িয়া, 27 ফেব্রুয়ারি: ভোট (Bengal civic polls 2022) শুরুর কয়েক ঘণ্টা আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বাদুড়িয়া (North 24 parganas news)। তৃণমূল প্রার্থী এনামুল ইসলামের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির 10 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই দুষ্কৃতীরা বোমাবাজি (Bombing at Baduria before election) করে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর পরিবারের ।

অভিযোগ, শনিবার রাতে ওই তৃণমূল প্রার্থীর বাড়ির সামনের ও পিছনের দিকে দুটি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা । বোমাবাজির জেরে তৃণমূল প্রার্থীর বাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় । আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন পরিবারের লোকজন । ঘটনার সময় তৃণমূল প্রার্থী ভোটের কাজে বাড়ির বাইরে ছিলেন ।

আরও পড়ুন: Bengal Municipal Election 2022 Live : বারাসতে ইভিএম ভাঙচুর বিজেপি প্রার্থীর !

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ । তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । এই ঘটনার জেরে ভোটের উত্তাপ আরও বাড়তে শুরু করেছে বাদুড়িয়া পৌর এলাকায় ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : ভোটের আগের রাতে তমলুকে আটক বিজেপি নেতা

বাদুড়িয়া, 27 ফেব্রুয়ারি: ভোট (Bengal civic polls 2022) শুরুর কয়েক ঘণ্টা আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বাদুড়িয়া (North 24 parganas news)। তৃণমূল প্রার্থী এনামুল ইসলামের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির 10 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই দুষ্কৃতীরা বোমাবাজি (Bombing at Baduria before election) করে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর পরিবারের ।

অভিযোগ, শনিবার রাতে ওই তৃণমূল প্রার্থীর বাড়ির সামনের ও পিছনের দিকে দুটি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা । বোমাবাজির জেরে তৃণমূল প্রার্থীর বাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় । আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন পরিবারের লোকজন । ঘটনার সময় তৃণমূল প্রার্থী ভোটের কাজে বাড়ির বাইরে ছিলেন ।

আরও পড়ুন: Bengal Municipal Election 2022 Live : বারাসতে ইভিএম ভাঙচুর বিজেপি প্রার্থীর !

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ । তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । এই ঘটনার জেরে ভোটের উত্তাপ আরও বাড়তে শুরু করেছে বাদুড়িয়া পৌর এলাকায় ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : ভোটের আগের রাতে তমলুকে আটক বিজেপি নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.