জগদ্দল, 7 জুন : দুপুরে ভাটপাড়ার পর রাতে জগদ্দল ৷ দিনভর বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুর ও অশান্তিতে উত্তপ্ত ছিল উত্তর 24 পরগনা ৷ গতকাল দুপুরে বোমার আঘাতে মাথার খুলি উড়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর ৷ এরপর রাতে জগদ্দলে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে বোমা ছোড়া হয় ৷ যা নিয়ে দুটো দলের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে একাধিক বাড়ি দোকান ভেঙে দেওয়া হয় ৷ পরপর এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ৷
ঘটনাটি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ঘটেছে ৷ ভোটের পর থেকে উত্তর 24 পরগনার ভাটপাড়া সহ বিভিন্ন এলাকায় অশান্তি চলছে ৷ স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে । ঘটনায় 1 জন জখম হয়েছেন ৷ ইট ছুড়ে দোকান ভাঙচুর করে । এমনকী বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় । দুটি বাইকে ভাঙচুর চালিয়েছে । ভেঙে দেয় সিসিটিভি । পাশাপাশি 20 হাজার টাকা তোলা দাবি করে । দিনের পর দিন এমন ঘটনায় বাড়ি থেকে বেরােতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা ৷
আরও পড়ুন : Jagdeep Dhankhar : ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় ফের রাজ্যকে বিঁধে টুইট রাজ্যপালের
দুষ্কৃতীরা চেনা হলেও ভয় নাম পর্যন্ত বলতে পারছেন না তাঁরা ৷ রাতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ ভার্মা । তিনি বলেন, "একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বোমাবাজি কেন্দ্র করে এলাকার দুটি দলের মধ্য়ে ঝামেলা বাঁধে । সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে বোমাবাজি করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ তদন্ত শুরু হয়েছে ।" এর আগে রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাথাড়ি বোমা ছোড়ে একদল দুষ্কৃতী ।
মৃত্যু হয় জয়প্রকাশ যাদব নামে এক যুবকের ৷ বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় তাঁর ৷ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তাঁর দাবি, জয়প্রকাশ বিজেপি কর্মী ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ৷ ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷