ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর, জখম 10

অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে BJP কর্মীর বাড়িতে ব্যাপক বোমাবাজি । জখম 6 । একজনের অবস্থা আশঙ্কাজনক । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী ।

আবদুল রউফ মণ্ডল
author img

By

Published : Jul 22, 2019, 2:22 AM IST

Updated : Jul 22, 2019, 9:35 AM IST

অশোকনগর, 22 জুলাই : অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোলে BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । হামলায় জখম হয়েছেন এক মহিলা-সহ ছয় BJP কর্মী । তাঁদের অশোকনগর হাসপাতালে ভরতি করা হয়েছে । এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, BJP-র হামলায় তাঁদের চারকর্মী জখম হয়েছেন ।

গতকাল রাত সাড়ে আটটা নাগাদ স্থানীয় BJP কর্মী আবদুল রউফ মণ্ডল বাজার যাচ্ছিলেন । সেই সময় শহিদ দিবসের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তৃণমূল কর্মী মনায়ম তরফদার ও সইফুল আলি । হঠাৎই দু'জন তাঁকে কটূক্তি করেন । আবদুল কটূক্তির প্রতিবাদ করলে শুরু হয় বচসা । অভিযোগ, আবদুলকে চড় মারেন মনায়ম । তাঁকে ধাক্কা দিয়ে ফেলেও দেন । পরে স্থানীয়রা এসে দু'পক্ষকে থামান ।

এরপর রাত সাড়ে 10টা নাগাদ আবদুলের বাড়িতে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা । তাঁর আত্মীয় কোহিনুর বিবি জখম হন । বোমার শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন আবদুল । দেখেন, আশপাশের আরও চারটি বাড়িতে বোমাবাজি হয়েছে । জখম আরও পাঁচজন । তাঁদের ভরতি করা হয় অশোকনগর হাসপাতালে । আবদুলের দাবি, মনায়মের নেতৃত্বেই বোমাবাজি হয়েছে । ঘটনায় মনায়ম ও সইফুলের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । মনায়মের পালটা দাবি, আবদুল রউফ তৃণমূল কর্মীদের উপর হামলা করিয়েছে । জখম চারজন । আবদুলের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হয়েছে । অশোকনগর থানার পুলিশ দু'পক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।

অশোকনগর, 22 জুলাই : অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোলে BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । হামলায় জখম হয়েছেন এক মহিলা-সহ ছয় BJP কর্মী । তাঁদের অশোকনগর হাসপাতালে ভরতি করা হয়েছে । এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, BJP-র হামলায় তাঁদের চারকর্মী জখম হয়েছেন ।

গতকাল রাত সাড়ে আটটা নাগাদ স্থানীয় BJP কর্মী আবদুল রউফ মণ্ডল বাজার যাচ্ছিলেন । সেই সময় শহিদ দিবসের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তৃণমূল কর্মী মনায়ম তরফদার ও সইফুল আলি । হঠাৎই দু'জন তাঁকে কটূক্তি করেন । আবদুল কটূক্তির প্রতিবাদ করলে শুরু হয় বচসা । অভিযোগ, আবদুলকে চড় মারেন মনায়ম । তাঁকে ধাক্কা দিয়ে ফেলেও দেন । পরে স্থানীয়রা এসে দু'পক্ষকে থামান ।

এরপর রাত সাড়ে 10টা নাগাদ আবদুলের বাড়িতে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা । তাঁর আত্মীয় কোহিনুর বিবি জখম হন । বোমার শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন আবদুল । দেখেন, আশপাশের আরও চারটি বাড়িতে বোমাবাজি হয়েছে । জখম আরও পাঁচজন । তাঁদের ভরতি করা হয় অশোকনগর হাসপাতালে । আবদুলের দাবি, মনায়মের নেতৃত্বেই বোমাবাজি হয়েছে । ঘটনায় মনায়ম ও সইফুলের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । মনায়মের পালটা দাবি, আবদুল রউফ তৃণমূল কর্মীদের উপর হামলা করিয়েছে । জখম চারজন । আবদুলের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হয়েছে । অশোকনগর থানার পুলিশ দু'পক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর, জখম ১০ জন।

অশোকনগরঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকা। চারটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় বিজেপি কর্মী। তাঁদের অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের দাবি তাদেরও চার সমর্থক জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ শে জুলাইয়ের সভায় যাওয়া নিয়ে রবিবার রাতে আবদুল রউফ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মী মনায়ম তরফদার ও সইফুল আলির বচসা হয়। গোলমাল অবশ্য তখনকার মতো মিটেও যায়। তারপর রাত সাড়ে দশটা নাগাদ আবদুল রউফ ও তাঁর পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি বোমাবাজি করে। বোমার ঘায়ে এক মহিলা-সহ ছ'জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। Body:তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর, জখম ১০ জন।

অশোকনগরঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকা। চারটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় বিজেপি কর্মী। তাঁদের অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের দাবি তাদেরও চার সমর্থক জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ শে জুলাইয়ের সভায় যাওয়া নিয়ে রবিবার রাতে আবদুল রউফ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মী মনায়ম তরফদার ও সইফুল আলির বচসা হয়। গোলমাল অবশ্য তখনকার মতো মিটেও যায়। তারপর রাত সাড়ে দশটা নাগাদ আবদুল রউফ ও তাঁর পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি বোমাবাজি করে। বোমার ঘায়ে এক মহিলা-সহ ছ'জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। Conclusion:তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর, জখম ১০ জন।

অশোকনগরঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকা। চারটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় বিজেপি কর্মী। তাঁদের অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের দাবি তাদেরও চার সমর্থক জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ শে জুলাইয়ের সভায় যাওয়া নিয়ে রবিবার রাতে আবদুল রউফ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মী মনায়ম তরফদার ও সইফুল আলির বচসা হয়। গোলমাল অবশ্য তখনকার মতো মিটেও যায়। তারপর রাত সাড়ে দশটা নাগাদ আবদুল রউফ ও তাঁর পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি বোমাবাজি করে। বোমার ঘায়ে এক মহিলা-সহ ছ'জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Last Updated : Jul 22, 2019, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.