ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বিজেপির বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়া ব্যহত করার অভিযোগ জ্যোতিপ্রিয়র - Jyotipriya Mallick slams BJP

বিজেপি ভোট প্রক্রিয়া বিঘ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Criticizes BJP) ৷ তবে, বিজেপির পরিকল্পনা সফল হবে না বলে জানালেন তিনি ৷ পাশাপাশি, রাজ্যে সবক’টি পৌরসভায় তৃণমূল বোর্ড গঠন করবে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় ৷

Barasat Municipal Election
Bengal Civic Polls 2022 BJP Trying to Disrupt The Election Process says Jy0tipriya Mallick
author img

By

Published : Feb 20, 2022, 2:34 PM IST

বারাসত, 20 ফেরব্রুয়ারি : বিজেপি পৌরসভা নির্বাচন বন্ধ করার খেলায় নেমেছে বলে অভিযোগ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams BJP) ৷ কিন্তু, বিজেপির সেই পরিকল্পনা সফল হবে না বলেও জানালেন তিনি ৷ তাঁর মতে, একটি পৌরসভাও দখল করতে পারবে না গেরুয়া শিবির ৷ শনিবার রাতে তৃণমূল প্রার্থী পম্পি মুখোপাধ্যায়ের সমর্থনে বারাসতে একটি মিছিল থেকে এমনটাই জানিয়েছেন তৃণমূলের এই নেতা ৷

জ্যোতিপ্রিয় দাবি করেন, ‘‘108 টি পৌরসভার সবকটিতেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে খালি হাতে ফিরবে বিজেপি ৷ বারাসতেও সবকটি ওয়ার্ডে জয়ী হবে তৃণমূল প্রার্থীরা ৷’’ পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন জ্যোতিপ্রিয় ৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কোথাও নেই ৷ একটি ওয়ার্ডেও দেখাতে পারবে ?’’ তিনি অভিযোগ করেছেন বিজেপি নির্বাচন প্রক্রিয়া ব্যহত করার চেষ্টা করছে ৷ তবে, তাঁর বিশ্বাস সাধারণ মানুষ বিজেপির ফাঁদে পা দেবে না ৷

বারাসতে ভোটে প্রচারে গিয়ে বিজেপিকে তুলোধনা জ্যোতিপ্রিয়র

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নির্দলদের বহিষ্কারের হুঁশিয়ারি শীর্ষনেতৃত্বের

বারাসত থানা সংলগ্ন এলাকা থেকে এদিন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পম্পি মুখোপাধ্যায়ের সমর্থনে একটি বড় মিছিল বের করে তৃণমূল ৷ তৃণমূলের পতাকার পাশাপাশি রঙিন বেলুন নিয়ে তাতে অংশ নেয় তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক ৷ এ দিনের রোড শোয়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

শনিবার বারাসতে 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ নাগ চৌধুরীর সমর্থনেও মিছিল করেন জ্যোতিপ্রিয় মল্লিক । পাশাপাশি 9নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপক দাশগুপ্তের হয়ে সভা করেন তিনি ৷ 27 ফেব্রুয়ারি রাজ্যে পৌরসভা নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷

বারাসত, 20 ফেরব্রুয়ারি : বিজেপি পৌরসভা নির্বাচন বন্ধ করার খেলায় নেমেছে বলে অভিযোগ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams BJP) ৷ কিন্তু, বিজেপির সেই পরিকল্পনা সফল হবে না বলেও জানালেন তিনি ৷ তাঁর মতে, একটি পৌরসভাও দখল করতে পারবে না গেরুয়া শিবির ৷ শনিবার রাতে তৃণমূল প্রার্থী পম্পি মুখোপাধ্যায়ের সমর্থনে বারাসতে একটি মিছিল থেকে এমনটাই জানিয়েছেন তৃণমূলের এই নেতা ৷

জ্যোতিপ্রিয় দাবি করেন, ‘‘108 টি পৌরসভার সবকটিতেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে খালি হাতে ফিরবে বিজেপি ৷ বারাসতেও সবকটি ওয়ার্ডে জয়ী হবে তৃণমূল প্রার্থীরা ৷’’ পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন জ্যোতিপ্রিয় ৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কোথাও নেই ৷ একটি ওয়ার্ডেও দেখাতে পারবে ?’’ তিনি অভিযোগ করেছেন বিজেপি নির্বাচন প্রক্রিয়া ব্যহত করার চেষ্টা করছে ৷ তবে, তাঁর বিশ্বাস সাধারণ মানুষ বিজেপির ফাঁদে পা দেবে না ৷

বারাসতে ভোটে প্রচারে গিয়ে বিজেপিকে তুলোধনা জ্যোতিপ্রিয়র

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নির্দলদের বহিষ্কারের হুঁশিয়ারি শীর্ষনেতৃত্বের

বারাসত থানা সংলগ্ন এলাকা থেকে এদিন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পম্পি মুখোপাধ্যায়ের সমর্থনে একটি বড় মিছিল বের করে তৃণমূল ৷ তৃণমূলের পতাকার পাশাপাশি রঙিন বেলুন নিয়ে তাতে অংশ নেয় তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক ৷ এ দিনের রোড শোয়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

শনিবার বারাসতে 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ নাগ চৌধুরীর সমর্থনেও মিছিল করেন জ্যোতিপ্রিয় মল্লিক । পাশাপাশি 9নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপক দাশগুপ্তের হয়ে সভা করেন তিনি ৷ 27 ফেব্রুয়ারি রাজ্যে পৌরসভা নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.