হাবড়া,24 নভেম্বর : লোকসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকায় থাবা বসিয়েছে BJP ৷ লোকসভার ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, বারাসত লোকসভার অন্তর্গত হাবড়া বিধানসভায় প্রায় 20 হাজার ভোটে লিড পায় BJP ৷ তাই সভা সমিতিতে BJP-কে যতই ফুৎকারে উড়িয়ে দিন না কেন, নিজের বিধানসভায় কোনও রিস্ক নিতে রাজি নন রাজ্যের খাদ্যমন্ত্রী ৷ এমনিতেই আমফান পরবর্তী সময়ে ত্রাণের সাহায্য না পেয়ে নানা জায়গায় বিক্ষোভ হয়েছে ৷ সেই বিক্ষোভের আঁচ তাঁর দিকেও ধেয়ে এসেছে ৷ শোনা কথা, এজন্য দল আর দলনেত্রীর কাছেও তাঁর তিরস্কার জুটেছে ৷ তাই, নিজের গড় রক্ষা করতে মাথার ঘাম পায়ে ফেলছেন এই তৃণমূল নেতা ৷ যদিও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও জারি হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি কোনও দল। তবু উত্তর 24 পরগনার হাবড়ায় শুরু হয়ে গেল দেওয়াল লিখন। হাবড়ার বিভিন্ন জায়গায় BJP-র পক্ষ থেকে বিধানসভা ভোটের দেওয়াল লিখন চলছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকে দেওয়াল লিখন ঘিরে BJP-তৃণমূল রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
বাজেনি ভোটের ভেরি, তবু বালুগড়ে শুরু BJP-র দেওয়াল লিখন - BJP-র দেওয়াল লিখন
এখনও ভোটের ঢাকে কাঠি পরেনি ৷ কোনও দল-ই প্রার্থী তালিকা প্রকাশ করেনি ৷ কিন্তু হাবড়া বিধানসভায় দেওয়াল লিখন শুরু করে দিল BJP ৷
হাবড়া,24 নভেম্বর : লোকসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকায় থাবা বসিয়েছে BJP ৷ লোকসভার ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, বারাসত লোকসভার অন্তর্গত হাবড়া বিধানসভায় প্রায় 20 হাজার ভোটে লিড পায় BJP ৷ তাই সভা সমিতিতে BJP-কে যতই ফুৎকারে উড়িয়ে দিন না কেন, নিজের বিধানসভায় কোনও রিস্ক নিতে রাজি নন রাজ্যের খাদ্যমন্ত্রী ৷ এমনিতেই আমফান পরবর্তী সময়ে ত্রাণের সাহায্য না পেয়ে নানা জায়গায় বিক্ষোভ হয়েছে ৷ সেই বিক্ষোভের আঁচ তাঁর দিকেও ধেয়ে এসেছে ৷ শোনা কথা, এজন্য দল আর দলনেত্রীর কাছেও তাঁর তিরস্কার জুটেছে ৷ তাই, নিজের গড় রক্ষা করতে মাথার ঘাম পায়ে ফেলছেন এই তৃণমূল নেতা ৷ যদিও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও জারি হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি কোনও দল। তবু উত্তর 24 পরগনার হাবড়ায় শুরু হয়ে গেল দেওয়াল লিখন। হাবড়ার বিভিন্ন জায়গায় BJP-র পক্ষ থেকে বিধানসভা ভোটের দেওয়াল লিখন চলছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকে দেওয়াল লিখন ঘিরে BJP-তৃণমূল রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।