ETV Bharat / state

TMC Leader Slaps Man Incident: চড়কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির - গেরুয়া শিবির

'দিদির দূত'-এর হাতে চড়কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীর (TMC Worker Slaps Man) গ্রেফতারের দাবিতে এবার পথে নামল গেরুয়া শিবির । চলল অবরোধ এবং বিক্ষোভও । মন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে সরব হলেন আন্দোলনকারীরা । বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

BJP Protest
তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির
author img

By

Published : Jan 14, 2023, 7:20 PM IST

পথ অবরোধ করে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির

দত্তপুকুর, 14 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) চাইতে গিয়ে চড় খাওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে এবার পথে নামল গেরুয়া শিবির (BJP)। শনিবার ব্যস্ততম ব‍্যারাকপুর রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা । শুধু তাই নয়, ঘটনার জন্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সরাসরি দায়ী করে তাঁর বিরুদ্ধে সরবও হয়েছেন আন্দোলনকারীরা। যার জেরে পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে ওঠে। পরে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ নীলগঞ্জের সুভাষনগরে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । পুলিশি আশ্বাসে শেষে দীর্ঘক্ষণ পর অবরোধ মুক্ত হয় গুরুত্বপূর্ণ ব‍্যারাকপুর রোড ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ: "দিদির দূত নয়! দিদির ভূতেরা এখন সাধারণ মানুষের ওপর জুলুমবাজি চালাচ্ছে । সেরকমই একটি ঘটনার সাক্ষী এদিন থাকতে হয়েছে ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার বাসিন্দাদের । অনুন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন দলের মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস । তারই প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা ।"

মন্ত্রীর সামনেই যুবকের গালে থাপ্পড় মারলেন তৃণমূলকর্মী: শনিবার সকালে পূর্ব নির্ধারিত 'দিদির সুরক্ষা কবচ'-কর্মসূচি ছিল খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষের । সেই মতো প্রথমে তিনি নীলগঞ্জ সুভাষনগরের দলীয় পার্টি অফিসে এসে পৌঁছন । সেখানে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর খাদ্যমন্ত্রী সোজা চলে যান নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাইবনা এলাকায় । সেখানে প্রাচীন একটি মন্দিরে পুজোও দেন তিনি । এরপর মন্দিরের চাতালে বসেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শলা পরামর্শ করছিলেন মন্ত্রী রথীন ঘোষ । সেই সময় মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এলাকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় লোকজন ।

বিজেপি নেতা সাগর বিশ্বাসের অভিযোগ: অভাব অভিযোগের মাঝেই আচমকা স্থানীয় যুবক তথা বিজেপি নেতা সাগর বিশ্বাস মন্দিরের চাতালের দিকে এগিয়ে যান মন্ত্রীকে নিজের বক্তব্য জানাতে । তখনই মেজাজ হারান শিবম রায় নামে এক তৃণমূল কর্মী । মন্ত্রী রথীন ঘোষের সামনেই সপাটে ওই যুবককে তিনি চড় কষিয়ে দেন বলে অভিযোগ । শুধু তাই নয়, রীতিমতো তাঁকে ধাক্কা দিতে দিতে মন্দির চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে । এমনকী আক্রান্ত যুবক যাতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে না পারে তার জন্য তাঁর মুখ চেপে রাখার চেষ্টাও করেন তৃণমূলের কয়েকজন । যদিও তাতে সফল হননি তাঁরা । পরে এই নিয়ে কার্যত সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দেন আক্রান্ত যুবক ।

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভ: এই ঘটনা চাউর হতেই ক্ষোভ ছড়ায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে । ঘটনার পরপরই এদিন দুপুরের দিকে নীলগঞ্জের সুভাষনগরে ব‍্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা । অবরোধের জেরে ব‍্যস্ততম ব‍্যারাকপুর রোডে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস বলেন, "বিনা কারণে কেন আমাকে চড় মারা হল তার কৈফিয়ত দিতে হবে মন্ত্রী রথীন ঘোষকেই । ওঁনার সামনেই আমার ওপর চড়াও হন শিবম রায় নামে ওই তৃণমূল কর্মী । আমি এর সুষ্ঠু বিচার চাই । দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ।"

অভিযুক্ত তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের: একই সুর শোনা গিয়েছে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পিকলু শর্মার গলাতেও । তাঁর কথায়, "গ্রামের লোকজন মন্ত্রীর সামনে এলাকার অনুন্নয়ন ও বঞ্চনার অভিযোগ তুলে ধরবে এটাই স্বাভাবিক । সেটাও মেনে নিতে পারছে না শাসকদলের নেতা-কর্মীরা । ফলে সাধারণ মানুষের কপালে জুটছে মারধর এবং লাঞ্ছনা । সেটাই ঘটেছে দলীয় নেতা সাগর বিশ্বাসের ক্ষেত্রে ।" এদিকে, চড়কাণ্ডে (Slap incident) আন্দোলনে নামার পাশাপাশি এদিন স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবির । সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

পথ অবরোধ করে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির

দত্তপুকুর, 14 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) চাইতে গিয়ে চড় খাওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে এবার পথে নামল গেরুয়া শিবির (BJP)। শনিবার ব্যস্ততম ব‍্যারাকপুর রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা । শুধু তাই নয়, ঘটনার জন্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সরাসরি দায়ী করে তাঁর বিরুদ্ধে সরবও হয়েছেন আন্দোলনকারীরা। যার জেরে পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে ওঠে। পরে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ নীলগঞ্জের সুভাষনগরে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । পুলিশি আশ্বাসে শেষে দীর্ঘক্ষণ পর অবরোধ মুক্ত হয় গুরুত্বপূর্ণ ব‍্যারাকপুর রোড ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ: "দিদির দূত নয়! দিদির ভূতেরা এখন সাধারণ মানুষের ওপর জুলুমবাজি চালাচ্ছে । সেরকমই একটি ঘটনার সাক্ষী এদিন থাকতে হয়েছে ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার বাসিন্দাদের । অনুন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন দলের মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস । তারই প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা ।"

মন্ত্রীর সামনেই যুবকের গালে থাপ্পড় মারলেন তৃণমূলকর্মী: শনিবার সকালে পূর্ব নির্ধারিত 'দিদির সুরক্ষা কবচ'-কর্মসূচি ছিল খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষের । সেই মতো প্রথমে তিনি নীলগঞ্জ সুভাষনগরের দলীয় পার্টি অফিসে এসে পৌঁছন । সেখানে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর খাদ্যমন্ত্রী সোজা চলে যান নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাইবনা এলাকায় । সেখানে প্রাচীন একটি মন্দিরে পুজোও দেন তিনি । এরপর মন্দিরের চাতালে বসেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শলা পরামর্শ করছিলেন মন্ত্রী রথীন ঘোষ । সেই সময় মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এলাকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় লোকজন ।

বিজেপি নেতা সাগর বিশ্বাসের অভিযোগ: অভাব অভিযোগের মাঝেই আচমকা স্থানীয় যুবক তথা বিজেপি নেতা সাগর বিশ্বাস মন্দিরের চাতালের দিকে এগিয়ে যান মন্ত্রীকে নিজের বক্তব্য জানাতে । তখনই মেজাজ হারান শিবম রায় নামে এক তৃণমূল কর্মী । মন্ত্রী রথীন ঘোষের সামনেই সপাটে ওই যুবককে তিনি চড় কষিয়ে দেন বলে অভিযোগ । শুধু তাই নয়, রীতিমতো তাঁকে ধাক্কা দিতে দিতে মন্দির চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে । এমনকী আক্রান্ত যুবক যাতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে না পারে তার জন্য তাঁর মুখ চেপে রাখার চেষ্টাও করেন তৃণমূলের কয়েকজন । যদিও তাতে সফল হননি তাঁরা । পরে এই নিয়ে কার্যত সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দেন আক্রান্ত যুবক ।

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভ: এই ঘটনা চাউর হতেই ক্ষোভ ছড়ায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে । ঘটনার পরপরই এদিন দুপুরের দিকে নীলগঞ্জের সুভাষনগরে ব‍্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা । অবরোধের জেরে ব‍্যস্ততম ব‍্যারাকপুর রোডে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস বলেন, "বিনা কারণে কেন আমাকে চড় মারা হল তার কৈফিয়ত দিতে হবে মন্ত্রী রথীন ঘোষকেই । ওঁনার সামনেই আমার ওপর চড়াও হন শিবম রায় নামে ওই তৃণমূল কর্মী । আমি এর সুষ্ঠু বিচার চাই । দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ।"

অভিযুক্ত তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের: একই সুর শোনা গিয়েছে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পিকলু শর্মার গলাতেও । তাঁর কথায়, "গ্রামের লোকজন মন্ত্রীর সামনে এলাকার অনুন্নয়ন ও বঞ্চনার অভিযোগ তুলে ধরবে এটাই স্বাভাবিক । সেটাও মেনে নিতে পারছে না শাসকদলের নেতা-কর্মীরা । ফলে সাধারণ মানুষের কপালে জুটছে মারধর এবং লাঞ্ছনা । সেটাই ঘটেছে দলীয় নেতা সাগর বিশ্বাসের ক্ষেত্রে ।" এদিকে, চড়কাণ্ডে (Slap incident) আন্দোলনে নামার পাশাপাশি এদিন স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবির । সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.