ETV Bharat / state

জ্যোতিপ্রিয়র ডেরায় সুকান্ত, ব্যবসায়ীদের থেকে 'তোলা' নিলে নেতাদের গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান! - সুকান্তের সভা

Sukanta Majumdar: "ব্যবসায়ীদের থেকে তোলা নিলে নেতাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আমায় খবর দেবেন ৷" হাবড়ার প্রতিবাদ সভায় এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
হাবড়ার এক প্রতিবাদ সভায় সুকান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:04 AM IST

Updated : Nov 25, 2023, 10:35 AM IST

হাবড়ার এক প্রতিবাদ সভায় সুকান্ত

হাবড়া, 25 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কিন্তু তার সাগরেদরা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলছে ৷ এমন অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার । সেই সমস্ত নেতাদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁকে খবর দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য বিজেপির সভাপতি । শুক্রবার উত্তর 24 পরগনার হাবড়ায় দুর্নীতির প্রতিবাদ এবং 29 নভেম্বর কলকাতায় চলো ডাক দিয়ে প্রতিবাদ সভার করে বারাসত সাংগঠনিক জেলা বিজেপি । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ দেশপ্রিয় পার্ক থেকে হাবড়া সুপারমার্কেট পর্যন্ত মিছিল করেন তাঁরা ।

হাবড়ার সুপারমার্কেট এলাকার সভা মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিককেও আক্রমণ করেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ কটাক্ষের সুরে বলেন, "বালুদা জেলে গেলেন আর তাঁর দুই সাগরেদ কাউন্সিলর জেলের মধ্যে থাকাকালীন তাঁর জন্মদিন পালন করল ।" পাশাপাশি এই দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তোলেন ৷ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, "আপনারা ভয় পাবেন না, টাকার জন্য যদি কেউ জুলুম করে বিজেপির নেতাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। বিজেপি নেতাদের খবর দেন । এই চোরদের জেলে কীভাবে ঢোকাতে হয় আমাদের জানা আছে ।" একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেন, " তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ব্যবসায়ীরা অত্যাচার করে বা তোলা তুলতে আসে তাহলে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখুন। আমাকে খবর দিন। আমি আসব এখানে দেখতে কোনও নেতা দাদা গিরি করে ।"
এদিনের প্রতিবাদ সভা থেকে সদ্য় শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সন্মেলন নিয়েও কটাক্ষ করেন ৷ তিনি বলেন, " প্রায় 61 কোটি টাকা খরচ করে কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী বাণিজ্য সন্মেলন করেছেন ৷ প্রত্যেকবার শিল্পপতিদের পুজোর পরের ডেকে বিরিয়ানি খাওয়ানো হয় ।" মুর্শিদাবাদের বোমা ফেটে তিন শিশু আহতর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম পরিবর্তন করে বোমা, গুলি, বারুদ সামিট নাম রাখুন ।
প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর এই প্রথম হাবড়ায় বড় কোনও কর্মসূচি নিয়েছে বিজেপি । লোকসভা ভোটের আগে সেই কর্মসূচি থেকে ফের একবার মতুয়াদের মন পেতে সিএএ- এর কথাও উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. কেন্দ্রের টাকা বন্ধ কেন ? বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত !
  2. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত
  3. 29 নভেম্বর সভা হবেই, ডিভিশন বেঞ্চে রাজ্যকে পালটা চ্যালেঞ্জ জানাবে বিজেপি: সুকান্ত

হাবড়ার এক প্রতিবাদ সভায় সুকান্ত

হাবড়া, 25 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কিন্তু তার সাগরেদরা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলছে ৷ এমন অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার । সেই সমস্ত নেতাদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁকে খবর দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য বিজেপির সভাপতি । শুক্রবার উত্তর 24 পরগনার হাবড়ায় দুর্নীতির প্রতিবাদ এবং 29 নভেম্বর কলকাতায় চলো ডাক দিয়ে প্রতিবাদ সভার করে বারাসত সাংগঠনিক জেলা বিজেপি । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ দেশপ্রিয় পার্ক থেকে হাবড়া সুপারমার্কেট পর্যন্ত মিছিল করেন তাঁরা ।

হাবড়ার সুপারমার্কেট এলাকার সভা মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিককেও আক্রমণ করেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ কটাক্ষের সুরে বলেন, "বালুদা জেলে গেলেন আর তাঁর দুই সাগরেদ কাউন্সিলর জেলের মধ্যে থাকাকালীন তাঁর জন্মদিন পালন করল ।" পাশাপাশি এই দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তোলেন ৷ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, "আপনারা ভয় পাবেন না, টাকার জন্য যদি কেউ জুলুম করে বিজেপির নেতাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। বিজেপি নেতাদের খবর দেন । এই চোরদের জেলে কীভাবে ঢোকাতে হয় আমাদের জানা আছে ।" একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেন, " তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ব্যবসায়ীরা অত্যাচার করে বা তোলা তুলতে আসে তাহলে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখুন। আমাকে খবর দিন। আমি আসব এখানে দেখতে কোনও নেতা দাদা গিরি করে ।"
এদিনের প্রতিবাদ সভা থেকে সদ্য় শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সন্মেলন নিয়েও কটাক্ষ করেন ৷ তিনি বলেন, " প্রায় 61 কোটি টাকা খরচ করে কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী বাণিজ্য সন্মেলন করেছেন ৷ প্রত্যেকবার শিল্পপতিদের পুজোর পরের ডেকে বিরিয়ানি খাওয়ানো হয় ।" মুর্শিদাবাদের বোমা ফেটে তিন শিশু আহতর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম পরিবর্তন করে বোমা, গুলি, বারুদ সামিট নাম রাখুন ।
প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর এই প্রথম হাবড়ায় বড় কোনও কর্মসূচি নিয়েছে বিজেপি । লোকসভা ভোটের আগে সেই কর্মসূচি থেকে ফের একবার মতুয়াদের মন পেতে সিএএ- এর কথাও উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. কেন্দ্রের টাকা বন্ধ কেন ? বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত !
  2. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত
  3. 29 নভেম্বর সভা হবেই, ডিভিশন বেঞ্চে রাজ্যকে পালটা চ্যালেঞ্জ জানাবে বিজেপি: সুকান্ত
Last Updated : Nov 25, 2023, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.