ETV Bharat / state

BJP-র ডেপুটেশন ঘিরে উত্তপ্ত গোবরডাঙা, জখম 20

কাটমানি ফেরতের দাবি সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোবরডাঙা। BJP কর্মী-সমর্থকরা মিছিল করে গোবরডাঙা পৌরসভায় ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ । ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে  গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ।

author img

By

Published : Jul 6, 2019, 1:53 PM IST

Updated : Jul 6, 2019, 3:37 PM IST

পৌরসভার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

গোবরডাঙা, 6 জুলাই: কাটমানি ফেরতের দাবিসহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোবরডাঙা। পুলিশ ও BJP-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে জখম হন 20 জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ।

আজ দুপুরে কাটমানি ফেরতের দাবিসহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে BJP কর্মী-সমর্থকরা মিছিল করে গোবরডাঙা পৌরসভায় একটি ডেপুটেশন দিতে যায় । পুলিশ ব্যারিকেড দিয়ে BJP-কর্মী-সমর্থকদের ঠেকানোর চেষ্টা করে । কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পৌরসভায় ঢুকে পড়লে তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে । পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে BJP- কর্মী-সমর্থকরা । এই ঘটনায় এক পুলিশকর্মী জখম হন ।

police
জখম পুলিশকর্মী

কাটমানি ইশুতে গত 15 দিন ধরে উত্তপ্ত গোবরডাঙা । পৌরপ্রধান সুভাষ দত্তর ভাই তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকর দত্তর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে । এই কাটমানি ফেরতের দাবিতে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার পড়ে। সোশাল মিডিয়াতেও সেই পোস্টারের ছবি ভাইরাল হয়। তৃণমূলের পক্ষ থেকে পালটা চাপ বাড়াতে পুলিশ দিয়ে গভীর রাতে 10-12 জনকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। এরপরই BJP-র পক্ষ থেকে আজ গোবরডাঙা পৌরসভায় ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 12টা নাগাদ BJP-কর্মীরা মিছিল করে গোবরডাঙা পৌরসভায় ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাদের ঠেকাতে গেলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। BJP-কর্মীদের ছোড়া ইটের ঘায়ে এক পুলিশকর্মী জখম হন। পুলিশও পালটা লাঠিচার্জ করে।

ভিডিয়োয় দেখুন

BJP-র গোবরডাঙা পৌরমণ্ডলের সভাপতি কৌশিক ব্যাপারি বলেন, "আমরা পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলাম । পুলিশ আমাদের ঢুকতে বাধা দেয় । পুলিশের লাঠির ঘায়ে আমাদের 20 জন কর্মী জখম হয়েছেন। " এই ঘটনার প্রতিবাদে BJP-র পক্ষ থেকে গোবরডাঙার গড়পাড়ায় পথ অবরোধ করা হয় ।

গোবরডাঙা, 6 জুলাই: কাটমানি ফেরতের দাবিসহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোবরডাঙা। পুলিশ ও BJP-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে জখম হন 20 জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ।

আজ দুপুরে কাটমানি ফেরতের দাবিসহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে BJP কর্মী-সমর্থকরা মিছিল করে গোবরডাঙা পৌরসভায় একটি ডেপুটেশন দিতে যায় । পুলিশ ব্যারিকেড দিয়ে BJP-কর্মী-সমর্থকদের ঠেকানোর চেষ্টা করে । কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পৌরসভায় ঢুকে পড়লে তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে । পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে BJP- কর্মী-সমর্থকরা । এই ঘটনায় এক পুলিশকর্মী জখম হন ।

police
জখম পুলিশকর্মী

কাটমানি ইশুতে গত 15 দিন ধরে উত্তপ্ত গোবরডাঙা । পৌরপ্রধান সুভাষ দত্তর ভাই তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকর দত্তর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে । এই কাটমানি ফেরতের দাবিতে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার পড়ে। সোশাল মিডিয়াতেও সেই পোস্টারের ছবি ভাইরাল হয়। তৃণমূলের পক্ষ থেকে পালটা চাপ বাড়াতে পুলিশ দিয়ে গভীর রাতে 10-12 জনকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। এরপরই BJP-র পক্ষ থেকে আজ গোবরডাঙা পৌরসভায় ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 12টা নাগাদ BJP-কর্মীরা মিছিল করে গোবরডাঙা পৌরসভায় ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাদের ঠেকাতে গেলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। BJP-কর্মীদের ছোড়া ইটের ঘায়ে এক পুলিশকর্মী জখম হন। পুলিশও পালটা লাঠিচার্জ করে।

ভিডিয়োয় দেখুন

BJP-র গোবরডাঙা পৌরমণ্ডলের সভাপতি কৌশিক ব্যাপারি বলেন, "আমরা পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলাম । পুলিশ আমাদের ঢুকতে বাধা দেয় । পুলিশের লাঠির ঘায়ে আমাদের 20 জন কর্মী জখম হয়েছেন। " এই ঘটনার প্রতিবাদে BJP-র পক্ষ থেকে গোবরডাঙার গড়পাড়ায় পথ অবরোধ করা হয় ।

Last Updated : Jul 6, 2019, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.