ETV Bharat / state

Pawan Singh : পুলিশি সক্রিয়তাকে লোকদেখানো বলে অভিযোগ পবন সিংয়ের

গতকাল ফের বোমাবাজি হয় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে ৷ এর আগে 8 সেপ্টেম্বরের বোমা বিস্ফোরণের তদন্তে আসার কথা ছিল এনআইএ দলের ৷ তার আগে তড়িঘড়ি পুলিশ প্রশাসন পৌঁছায় বোমা বিস্ফোরণের জায়গায় ৷ তবে এসবই এনআইএ আসার নাম শুনে করছে বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক পবন সিং ৷

ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের কর্মী
ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের কর্মী
author img

By

Published : Sep 15, 2021, 5:31 PM IST

ভাটপাড়া, 15 সেপ্টেম্বর : "পুলিশি তদন্ত লোক দেখানো ছিল", মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন সিং । গতকাল সকালে তাঁর বাড়ির পিছনে বোমাবাজির ঘটনার পর পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি এই বিধায়ক ।

এর আগে 8 সেপ্টেম্বর সকালে অর্জুন সিংয়ের বাড়ির গেটের কাছে বোমাবাজি হয় ৷ গতকাল তাঁর বাড়ির পিছন দিকে দু'টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বারে বারে এমন ঘটনা ঘটায় তাঁর বাড়িতে এনআইএ-র (NIA) দলের তদন্তে আসার কথা ছিল ৷ 8 সেপ্টেম্বর হওয়া বোমা বিস্ফোরণের তদন্ত করার কথা ছিল এনআইএ-র ৷

গতকাল বোমাবাজির পর বিধায়ক পবন সিং পুলিশের কাছে অভিযোগ জানান । কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত (Suo Moto) ভাবে মামলা করে তদন্ত নামে । ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা । আসেন সিআইডির (CID) বোম্বস্কোয়ার্ড (Bomb Squad) ও ফরেনসিকের (Forensic) দল । কিন্তু ঘটনাস্থলে পৌঁছোনোর জন্য পুলিশ সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির মধ্যের রাস্তা ব্যবহার করে । সেই রাস্তায় পুলিশি প্রহরা বসিয়ে বসবাসকারী আত্মীয় পরিজন ও ভাড়াটেদের ঘরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তল্লাশি চালায় বলে অভিযোগ জানিয়েছেন পবন সিং ।

আরও পড়ুন : BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

পবন সিং বলেন, "কী করে তদন্ত হচ্ছে আমি বুঝতে পারছি না ৷" তাঁর অভিযোগ, স্থানীয় 18 নং গলিতে গিয়ে কোনও তল্লাশি চালানো হচ্ছে না ৷ তাঁর দাবি এই ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াডের উচিত ওখানে গিয়ে তদন্ত করা, তাহলে জানা যাবে ওই গলিতে কত বোম রয়েছে ৷ তাঁর অভিযোগ ওখানে না গিয়ে তাঁর বাড়িতে বোমা হামলা হওয়ায়, সেখানে তদন্ত হচ্ছে ৷ তার কারণ, "আমি বিজেপি করি ৷ এখানে আমার সমর্থক রয়েছে ৷ এই ভাবে আমাকে সমস্যায় ফেলার একটা চক্রান্ত চলছে ৷"

বোমা বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বোম্ব স্কোয়াড

তিনি জানিয়েছেন তাঁর বাড়িতে তদন্ত না করে ভিডিয়ো ফুটেজে যা পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী অভিযুক্তের বাড়ি গিয়ে তদন্ত করা হোক ৷ তিনি বলেন, "আজ ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড নিয়ে পুলিশ যে তদন্ত করেছে, সেটা দুষ্কৃতীদের বাড়ি গিয়ে করা হোক ৷" তিনি অভিযোগ জানালেও পুলিশ তাঁকে ভিডিয়ো ফুটেজ দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ৷ সেই অনুযায়ী তিনি ফুটেজ পাঠিয়ে দিয়েছেন ৷

তাঁর মনে হয় এনআইএ-র আসার কথা শুনে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে ৷ তিনি বলেন, "এটা হতে পারে যে, পুলিশ প্রশাসন প্রমাণ করতে চায় যে তারা এনআইএ-র থেকে ভালো কাজ করতে পারে ৷" তবে তাঁর বাড়ির আশেপাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদে তিনি অসন্তুষ্ট ৷ এতে চারপাশের লোকজন ভয় পেয়ে যাচ্ছে ৷ এটা দরকার নেই বলে মনে করেন বিধায়ক ৷

তিনি বলেন, "7 ঘণ্টার এই তদন্তের সময় মিডিয়াকে আসতে দেওয়া হয়নি ৷ হয়তো যে বোম ফাটানোর জন্য ছোড়া হয়েছিল, সেটা ফাটেনি ৷ হতে পারে সেই বোমটাই পেয়েছেন ওঁরা ৷" তাঁর অভিযোগ দুষ্কৃতীদের ধরার বদলে তাঁর বাড়ি এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে ৷ তাদের মধ্যে অনেকে ভাড়াটেও রয়েছেন ৷ এতে মানুষ আতঙ্কিত হচ্ছেন ৷

আরও পড়ুন : Arjun Singh : অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির সিসিটিভি ফুটেজ

তিনি বলেন, "যেই শুনেছে যে এনআইএ আসবে, তখন পুলিশ প্রশাসন নিজের কাজ দেখাচ্ছে ৷ কিন্তু আমি এখনও মনে করি পুলিশ কোনও ভাল কাজ করছে না ৷" তাঁর দাবি গতকাল তাঁর বাড়িতে নয়, পাশে অন্যত্র বোমা বিস্ফোরণ হয় ৷ তাই এসব লোক দেখানো বলে জানিয়েছেন অর্জুন সিংয়ের পুত্র পবন ৷

সূত্রের খবর এনআইএ আসার আগে তড়িঘড়ি বারাকপুর মহকুমা আদালতে অর্জুন সিংয়ের বাড়ি 'মজদুর ভবন'-এ তল্লাশি চালানোর আবেদন জানায় পুলিশ প্রশাসন । যদিও সেই আদালত আবেদন খারিজ করে দেয় ।

ভাটপাড়া, 15 সেপ্টেম্বর : "পুলিশি তদন্ত লোক দেখানো ছিল", মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন সিং । গতকাল সকালে তাঁর বাড়ির পিছনে বোমাবাজির ঘটনার পর পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি এই বিধায়ক ।

এর আগে 8 সেপ্টেম্বর সকালে অর্জুন সিংয়ের বাড়ির গেটের কাছে বোমাবাজি হয় ৷ গতকাল তাঁর বাড়ির পিছন দিকে দু'টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বারে বারে এমন ঘটনা ঘটায় তাঁর বাড়িতে এনআইএ-র (NIA) দলের তদন্তে আসার কথা ছিল ৷ 8 সেপ্টেম্বর হওয়া বোমা বিস্ফোরণের তদন্ত করার কথা ছিল এনআইএ-র ৷

গতকাল বোমাবাজির পর বিধায়ক পবন সিং পুলিশের কাছে অভিযোগ জানান । কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত (Suo Moto) ভাবে মামলা করে তদন্ত নামে । ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা । আসেন সিআইডির (CID) বোম্বস্কোয়ার্ড (Bomb Squad) ও ফরেনসিকের (Forensic) দল । কিন্তু ঘটনাস্থলে পৌঁছোনোর জন্য পুলিশ সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির মধ্যের রাস্তা ব্যবহার করে । সেই রাস্তায় পুলিশি প্রহরা বসিয়ে বসবাসকারী আত্মীয় পরিজন ও ভাড়াটেদের ঘরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তল্লাশি চালায় বলে অভিযোগ জানিয়েছেন পবন সিং ।

আরও পড়ুন : BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

পবন সিং বলেন, "কী করে তদন্ত হচ্ছে আমি বুঝতে পারছি না ৷" তাঁর অভিযোগ, স্থানীয় 18 নং গলিতে গিয়ে কোনও তল্লাশি চালানো হচ্ছে না ৷ তাঁর দাবি এই ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াডের উচিত ওখানে গিয়ে তদন্ত করা, তাহলে জানা যাবে ওই গলিতে কত বোম রয়েছে ৷ তাঁর অভিযোগ ওখানে না গিয়ে তাঁর বাড়িতে বোমা হামলা হওয়ায়, সেখানে তদন্ত হচ্ছে ৷ তার কারণ, "আমি বিজেপি করি ৷ এখানে আমার সমর্থক রয়েছে ৷ এই ভাবে আমাকে সমস্যায় ফেলার একটা চক্রান্ত চলছে ৷"

বোমা বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বোম্ব স্কোয়াড

তিনি জানিয়েছেন তাঁর বাড়িতে তদন্ত না করে ভিডিয়ো ফুটেজে যা পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী অভিযুক্তের বাড়ি গিয়ে তদন্ত করা হোক ৷ তিনি বলেন, "আজ ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড নিয়ে পুলিশ যে তদন্ত করেছে, সেটা দুষ্কৃতীদের বাড়ি গিয়ে করা হোক ৷" তিনি অভিযোগ জানালেও পুলিশ তাঁকে ভিডিয়ো ফুটেজ দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ৷ সেই অনুযায়ী তিনি ফুটেজ পাঠিয়ে দিয়েছেন ৷

তাঁর মনে হয় এনআইএ-র আসার কথা শুনে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে ৷ তিনি বলেন, "এটা হতে পারে যে, পুলিশ প্রশাসন প্রমাণ করতে চায় যে তারা এনআইএ-র থেকে ভালো কাজ করতে পারে ৷" তবে তাঁর বাড়ির আশেপাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদে তিনি অসন্তুষ্ট ৷ এতে চারপাশের লোকজন ভয় পেয়ে যাচ্ছে ৷ এটা দরকার নেই বলে মনে করেন বিধায়ক ৷

তিনি বলেন, "7 ঘণ্টার এই তদন্তের সময় মিডিয়াকে আসতে দেওয়া হয়নি ৷ হয়তো যে বোম ফাটানোর জন্য ছোড়া হয়েছিল, সেটা ফাটেনি ৷ হতে পারে সেই বোমটাই পেয়েছেন ওঁরা ৷" তাঁর অভিযোগ দুষ্কৃতীদের ধরার বদলে তাঁর বাড়ি এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে ৷ তাদের মধ্যে অনেকে ভাড়াটেও রয়েছেন ৷ এতে মানুষ আতঙ্কিত হচ্ছেন ৷

আরও পড়ুন : Arjun Singh : অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির সিসিটিভি ফুটেজ

তিনি বলেন, "যেই শুনেছে যে এনআইএ আসবে, তখন পুলিশ প্রশাসন নিজের কাজ দেখাচ্ছে ৷ কিন্তু আমি এখনও মনে করি পুলিশ কোনও ভাল কাজ করছে না ৷" তাঁর দাবি গতকাল তাঁর বাড়িতে নয়, পাশে অন্যত্র বোমা বিস্ফোরণ হয় ৷ তাই এসব লোক দেখানো বলে জানিয়েছেন অর্জুন সিংয়ের পুত্র পবন ৷

সূত্রের খবর এনআইএ আসার আগে তড়িঘড়ি বারাকপুর মহকুমা আদালতে অর্জুন সিংয়ের বাড়ি 'মজদুর ভবন'-এ তল্লাশি চালানোর আবেদন জানায় পুলিশ প্রশাসন । যদিও সেই আদালত আবেদন খারিজ করে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.