বিধাননগর, 6 জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর দলবিরোধী অবস্থানের জেরে বিধাননগরের কাউন্সিলরদের আগামীকাল দুপুরে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে ।
সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বৈঠক ডেকেছেন । এই বৈঠকে মেয়র সব্যসাচী দত্তকে ব্রাত্য রাখা হয়েছে বলে খবর । আগামীকাল, সব্যসাচী সম্পর্কে কাউন্সিলরদের বক্তব্য শোনা হবে । তারপরই সব্যসাচীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা ঠিক হওয়ার কথা । লুচি-আলুরদম কাণ্ডে আগেই তাঁকে সতর্ক করেছিল দল ।
দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধাননগর ও রাজারহাটের অনেক কাউন্সিলর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ব্যবহার এবং তাঁর দল বিরোধী অবস্থানের জেরে ক্ষুব্ধ । এরই মাঝে গতকাল করুণাময়ীতে অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযানের নেতৃত্ব দেন সব্যসাচী । INTTUC-র শ্রমিক সংগঠনের একাংশকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যুৎ ভবন ঘেরাও করেন। তার উপস্থিতিতে ভাঙচুর চলে বিদ্যুৎ ভবনে । এমনকী মঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষ করেন এবং তাঁর কাজের সমালোচনা করেন । বিদ্যুৎমন্ত্রীকে ক্ষমতাহীন বলে কটাক্ষ করেন । ওই মঞ্চ থেকে রাজ্য পুলিশের দিকে ও তীর্যক মন্তব্য ছুড়ে দেন এবং হুঁশিয়ারি দেন। পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, এমনটাও নাকি বলেন সব্যসাচী।
সূত্রের খবর, গতকাল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন । এরপর সিদ্ধান্ত হয় তৃণমূল ভবনে বিধাননগর পৌরনিগমের কাউন্সিলরদের বক্তব্য শুনে সম্মিলিতভাবে সব্যসাচীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে ।
চলতি বছরের 9 মার্চ মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে যান। সব্যসাচী দত্তর বাড়িতে মুকুল রায়ের যাওয়াকে নিয়ে তৈরি হয় বিতর্ক । অভিযোগ ওঠে মুকুল রায় তাঁকে BJP-তে যোগ দেওয়ার প্রস্তাব দেন । তাঁর অবস্থান জানতে চেয়ে সুজিত বোসের খাস তালুক শ্রীভূমি ক্লাবে ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসেন বিধাননগরের কাউন্সিলররা । সেই সময় বিতর্ক থেকে রেহাই পেয়ে যান সব্যসাচী দত্ত ।
ফিরহাদ হাকিম ও সুজিত বোসের পাশে দাঁড়িয়ে সব্যসাচী ঘোষণা করেছিলেন দলের কথা মেনে চলবেন । কিন্তু তারপরও একাধিকবার সীমারেখা অতিক্রম করে সব্যসাচী দত্তকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ।
লোকসভা নির্বাচনের সময় তিনি দলের হয়ে কোনও কাজ করেননি বলে অভিযোগ । দলের গুরুত্বপূর্ণ সভায় তিনি গরহাজির থেকেছেন । এমনকী লোকসভা নির্বাচনের পর অমিতাভ মজুমদার, কুণাল ঘোষদের মত দলের বিক্ষুব্ধদের নিয়ে নবজাগরণ মঞ্চর নামে সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । বারবার সতর্ক করার পরও সব্যসাচীর বিতর্কিত মন্তব্য অব্যাহত । এমনকী প্রকাশ্যে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোষের বিরুদ্ধে তিনি কাটমানি নেওয়ার অভিযোগ উসকে দেন ।
সব্যসাচী দত্তর বিতর্কিত অবস্থান ভালোভাবে মেনে নেয়নি দল । তাই সব্যসাচীর বিরুদ্ধে একবার ফের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস ।
মনে করা হচ্ছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পারেন ফিরহাদ হাকিম । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিদ্ধান্ত নেওয়া হবে । তৃণমূল সূত্রের খবর, মেয়র পদ থেকে সব্যসাচীর বিকল্প ভাবার চিন্তা শুরু হয়েছে দলের অন্দরে । তাই মেয়রের অনুপস্থিতিতেই ডাকা হচ্ছে কাউন্সিলরদের ।