ETV Bharat / state

ব্রাত্য সব্যসাচী, তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের তলব ফিরহাদের - tmc

সব্যসাচী দত্তর বিতর্কিত অবস্থান ভালোভাবে মেনে নেয়নি দল । সব্যসাচীর বিরুদ্ধে একবার ফের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস । ফিরহাদ হাকিমের তলব বিধাননগরের কাউন্সিলরদের ।

সব্যসাচী দত্ত
author img

By

Published : Jul 6, 2019, 3:54 PM IST

Updated : Jul 6, 2019, 4:02 PM IST

বিধাননগর, 6 জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর দলবিরোধী অবস্থানের জেরে বিধাননগরের কাউন্সিলরদের আগামীকাল দুপুরে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে ।

সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বৈঠক ডেকেছেন । এই বৈঠকে মেয়র সব্যসাচী দত্তকে ব্রাত্য রাখা হয়েছে বলে খবর । আগামীকাল, সব্যসাচী সম্পর্কে কাউন্সিলরদের বক্তব্য শোনা হবে । তারপরই সব্যসাচীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা ঠিক হওয়ার কথা । লুচি-আলুরদম কাণ্ডে আগেই তাঁকে সতর্ক করেছিল দল ।

দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধাননগর ও রাজারহাটের অনেক কাউন্সিলর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ব্যবহার এবং তাঁর দল বিরোধী অবস্থানের জেরে ক্ষুব্ধ । এরই মাঝে গতকাল করুণাময়ীতে অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযানের নেতৃত্ব দেন সব্যসাচী । INTTUC-র শ্রমিক সংগঠনের একাংশকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যুৎ ভবন ঘেরাও করেন। তার উপস্থিতিতে ভাঙচুর চলে বিদ্যুৎ ভবনে । এমনকী মঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষ করেন এবং তাঁর কাজের সমালোচনা করেন । বিদ্যুৎমন্ত্রীকে ক্ষমতাহীন বলে কটাক্ষ করেন । ওই মঞ্চ থেকে রাজ্য পুলিশের দিকে ও তীর্যক মন্তব্য ছুড়ে দেন এবং হুঁশিয়ারি দেন। পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, এমনটাও নাকি বলেন সব্যসাচী।

সূত্রের খবর, গতকাল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন । এরপর সিদ্ধান্ত হয় তৃণমূল ভবনে বিধাননগর পৌরনিগমের কাউন্সিলরদের বক্তব্য শুনে সম্মিলিতভাবে সব্যসাচীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে ।

চলতি বছরের 9 মার্চ মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে যান। সব্যসাচী দত্তর বাড়িতে মুকুল রায়ের যাওয়াকে নিয়ে তৈরি হয় বিতর্ক । অভিযোগ ওঠে মুকুল রায় তাঁকে BJP-তে যোগ দেওয়ার প্রস্তাব দেন । তাঁর অবস্থান জানতে চেয়ে সুজিত বোসের খাস তালুক শ্রীভূমি ক্লাবে ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসেন বিধাননগরের কাউন্সিলররা । সেই সময় বিতর্ক থেকে রেহাই পেয়ে যান সব্যসাচী দত্ত ।

ফিরহাদ হাকিম ও সুজিত বোসের পাশে দাঁড়িয়ে সব্যসাচী ঘোষণা করেছিলেন দলের কথা মেনে চলবেন । কিন্তু তারপরও একাধিকবার সীমারেখা অতিক্রম করে সব্যসাচী দত্তকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ।

লোকসভা নির্বাচনের সময় তিনি দলের হয়ে কোনও কাজ করেননি বলে অভিযোগ । দলের গুরুত্বপূর্ণ সভায় তিনি গরহাজির থেকেছেন । এমনকী লোকসভা নির্বাচনের পর অমিতাভ মজুমদার, কুণাল ঘোষদের মত দলের বিক্ষুব্ধদের নিয়ে নবজাগরণ মঞ্চর নামে সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । বারবার সতর্ক করার পরও সব্যসাচীর বিতর্কিত মন্তব্য অব্যাহত । এমনকী প্রকাশ্যে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোষের বিরুদ্ধে তিনি কাটমানি নেওয়ার অভিযোগ উসকে দেন ।

সব্যসাচী দত্তর বিতর্কিত অবস্থান ভালোভাবে মেনে নেয়নি দল । তাই সব্যসাচীর বিরুদ্ধে একবার ফের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

মনে করা হচ্ছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পারেন ফিরহাদ হাকিম । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিদ্ধান্ত নেওয়া হবে । তৃণমূল সূত্রের খবর, মেয়র পদ থেকে সব্যসাচীর বিকল্প ভাবার চিন্তা শুরু হয়েছে দলের অন্দরে । তাই মেয়রের অনুপস্থিতিতেই ডাকা হচ্ছে কাউন্সিলরদের ।

বিধাননগর, 6 জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর দলবিরোধী অবস্থানের জেরে বিধাননগরের কাউন্সিলরদের আগামীকাল দুপুরে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে ।

সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বৈঠক ডেকেছেন । এই বৈঠকে মেয়র সব্যসাচী দত্তকে ব্রাত্য রাখা হয়েছে বলে খবর । আগামীকাল, সব্যসাচী সম্পর্কে কাউন্সিলরদের বক্তব্য শোনা হবে । তারপরই সব্যসাচীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা ঠিক হওয়ার কথা । লুচি-আলুরদম কাণ্ডে আগেই তাঁকে সতর্ক করেছিল দল ।

দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধাননগর ও রাজারহাটের অনেক কাউন্সিলর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ব্যবহার এবং তাঁর দল বিরোধী অবস্থানের জেরে ক্ষুব্ধ । এরই মাঝে গতকাল করুণাময়ীতে অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযানের নেতৃত্ব দেন সব্যসাচী । INTTUC-র শ্রমিক সংগঠনের একাংশকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যুৎ ভবন ঘেরাও করেন। তার উপস্থিতিতে ভাঙচুর চলে বিদ্যুৎ ভবনে । এমনকী মঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষ করেন এবং তাঁর কাজের সমালোচনা করেন । বিদ্যুৎমন্ত্রীকে ক্ষমতাহীন বলে কটাক্ষ করেন । ওই মঞ্চ থেকে রাজ্য পুলিশের দিকে ও তীর্যক মন্তব্য ছুড়ে দেন এবং হুঁশিয়ারি দেন। পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, এমনটাও নাকি বলেন সব্যসাচী।

সূত্রের খবর, গতকাল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন । এরপর সিদ্ধান্ত হয় তৃণমূল ভবনে বিধাননগর পৌরনিগমের কাউন্সিলরদের বক্তব্য শুনে সম্মিলিতভাবে সব্যসাচীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে ।

চলতি বছরের 9 মার্চ মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে যান। সব্যসাচী দত্তর বাড়িতে মুকুল রায়ের যাওয়াকে নিয়ে তৈরি হয় বিতর্ক । অভিযোগ ওঠে মুকুল রায় তাঁকে BJP-তে যোগ দেওয়ার প্রস্তাব দেন । তাঁর অবস্থান জানতে চেয়ে সুজিত বোসের খাস তালুক শ্রীভূমি ক্লাবে ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসেন বিধাননগরের কাউন্সিলররা । সেই সময় বিতর্ক থেকে রেহাই পেয়ে যান সব্যসাচী দত্ত ।

ফিরহাদ হাকিম ও সুজিত বোসের পাশে দাঁড়িয়ে সব্যসাচী ঘোষণা করেছিলেন দলের কথা মেনে চলবেন । কিন্তু তারপরও একাধিকবার সীমারেখা অতিক্রম করে সব্যসাচী দত্তকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ।

লোকসভা নির্বাচনের সময় তিনি দলের হয়ে কোনও কাজ করেননি বলে অভিযোগ । দলের গুরুত্বপূর্ণ সভায় তিনি গরহাজির থেকেছেন । এমনকী লোকসভা নির্বাচনের পর অমিতাভ মজুমদার, কুণাল ঘোষদের মত দলের বিক্ষুব্ধদের নিয়ে নবজাগরণ মঞ্চর নামে সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । বারবার সতর্ক করার পরও সব্যসাচীর বিতর্কিত মন্তব্য অব্যাহত । এমনকী প্রকাশ্যে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোষের বিরুদ্ধে তিনি কাটমানি নেওয়ার অভিযোগ উসকে দেন ।

সব্যসাচী দত্তর বিতর্কিত অবস্থান ভালোভাবে মেনে নেয়নি দল । তাই সব্যসাচীর বিরুদ্ধে একবার ফের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

মনে করা হচ্ছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পারেন ফিরহাদ হাকিম । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিদ্ধান্ত নেওয়া হবে । তৃণমূল সূত্রের খবর, মেয়র পদ থেকে সব্যসাচীর বিকল্প ভাবার চিন্তা শুরু হয়েছে দলের অন্দরে । তাই মেয়রের অনুপস্থিতিতেই ডাকা হচ্ছে কাউন্সিলরদের ।

Intro:

বিধাননগর, ৬ জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর দল বিরোধী অবস্থানের জেরে বিধাননগরের কাউন্সিলরদের আগামীকাল দুপুরে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হল। সূত্রের খবর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। তবে এই বৈঠকে মেয়রকে ব্রাত্য রাখা হয়েছে। আগামীকাল তাদের সব্যসাচী সম্পর্কে কাউন্সিলরদের বক্তব্য শুনবেন সব্যসাচী। তারপরেই সব্যসাচীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তা ঠিক হতে পারে এমনটাই সূত্রের খবর। লুচি আলুরদম কান্ডে আগেই তাকে সতর্ক করা হয়েছিল দল।



প্রসঙ্গত দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধাননগর ও রাজারহাটের অনেক কাউন্সিলর সব্যসাচী দত্তের ব্যবহার এবং তার দল বিরোধী অবস্থানের জেরে খুব্ধ। এরই মাঝে গতকাল করুণাময়ী তে অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযানের নেতৃত্ব দেন সব্যসাচী। আইএনটিটিইউসি'র শ্রমিক সংগঠনের একাংশ কে সঙ্গে নিয়ে তিনি বিদ্যুৎ ভবন ঘেরাও করেন। তার উপস্থিতিতে ভাঙচুর চলে বিদ্যুৎ ভবনে। এমনকি মঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বিদ্যুৎ মন্ত্রীকে কটাক্ষ করেন এবং তাঁর কাজের সমালোচনা করেন। বিদ্যুৎ মন্ত্রী কে ক্ষমতাহীন বলে কটাক্ষ করেন। ওই মঞ্চ থেকে রাজ্য পুলিশের দিকে ও তির্যক মন্তব্য ছুড়ে দেন এবং হুঁশিয়ারি সুরে দল পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিকবলেন তিনি। সূত্রের খবর গতকাল বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সব্যসাচীর বিরুদ্ধে নালিশ করেন। এরপর সিদ্ধান্ত হয় তৃণমূল ভবনে বিধাননগর পুরনীগমের কাউন্সিলরদের বক্তব্য শুনে সম্মিলিতভাবে সব্যসাচীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

Body:প্রসঙ্গত চলতি বছরের ৯ মার্চ মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে যান। সব্যসাচী দত্তর বাড়িতে মুকুল রায়ের যাওয়াকে নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে মুকুল রায় থাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তার অবস্থান জানতে চেয়ে সুজিত বোস এর খাস তালুক শ্রীভূমি ক্লাবে ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসেন বিধাননগরের কাউন্সিলররা। সেবার কোনক্রমে ক্ষমা চেয়ে পার পেয়ে যান সব্যসাচী দত্ত। সেবার ফিরহাদ হাকিম সুজিত বোসের পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি দলের কথা মেনে চলবেন। কিন্তু তারপরেও একাধিকবার দলের লাইন অতিক্রম করে সব্যসাচী দত্তকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। এমনকি লোকসভা নির্বাচনের সময় তিনি দলের হয়ে কোন কাজ করেননি বলে অভিযোগ। দলের গুরুত্বপূর্ণ সভায় তিনি গরহাজির থেকেছেন। এমনকি লোকসভা নির্বাচনের পর অমিতাভ মজুমদার, কুনাল ঘোষ দের মত দলের বিক্ষুব্ধদের নিয়ে নবজাগরণ মঞ্চর নামে প্যারালাল সংগঠন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বারবার সতর্ক করার পরেও সব্যসাচীর বিতর্কিত মন্তব্য অব্যাহত। এমনকি প্রকাশ্যে বিধান নগরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোষের বিরুদ্ধে তিনি কাটনানি খাবার অভিযোগ উস্কে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবেই সব্যসাচী দত্ত ক্রমাগত বিতর্কিত অবস্থান ভালোভাবে মেনে নেয়নি দল। কার্যত অতিষ্ঠ হয়ে সব্যসাচী বিরুদ্ধে একবার ফের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Conclusion:এখন দেখার দল বিরোধী কাজের অভিযোগে সব্যসাচী দত্তর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস। নির্মল সূত্রে ইঙ্গিত সব্যসাচী দত্তর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারে পারেন। ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর মেয়র পদ থেকে সব্যসাচীর বিকল্প ভাবার চিন্তা শুরু হয়েছে দলের অন্দরে।
Last Updated : Jul 6, 2019, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.