ETV Bharat / state

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় দলীয় পতাকা দিয়ে বুথ সাজাচ্ছিলেন তৃণমূল কর্মীরা । তখনই কেন্দ্রীয় বাহিনী এসে তাঁদের উপর লাঠি চার্জ করে বলে অভিযোগ ৷

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
author img

By

Published : Apr 22, 2021, 9:18 AM IST

বনগাঁ, 22 এপ্রিল : এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷

বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় দলীয় পতাকা দিয়ে বুথ সাজাচ্ছিলেন তৃণমূল কর্মীরা । তখনই কেন্দ্রীয় বাহিনী এসে তাঁদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ বাড়িতে ঢুকেও মারধরের অভিযোগ ওঠে জওয়ানদের বিরুদ্ধে ৷ স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন । হাতে গুরুতর আঘাত নিয়ে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ

আরও পড়ুন : প্রার্থীর উপর হামলা হলে বসে দেখা যাবে না, বললেন অর্জুন

এবিষয়ে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন, "প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই । এবারও সাজাচ্ছিলাম । হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে লাঠিচার্জ করে ৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে ৷ লাঠির আঘাত রাজু দাস এর হাতে লেগে হাত ভেঙে গিয়েছে ।"

বনগাঁ, 22 এপ্রিল : এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷

বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় দলীয় পতাকা দিয়ে বুথ সাজাচ্ছিলেন তৃণমূল কর্মীরা । তখনই কেন্দ্রীয় বাহিনী এসে তাঁদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ বাড়িতে ঢুকেও মারধরের অভিযোগ ওঠে জওয়ানদের বিরুদ্ধে ৷ স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন । হাতে গুরুতর আঘাত নিয়ে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ

আরও পড়ুন : প্রার্থীর উপর হামলা হলে বসে দেখা যাবে না, বললেন অর্জুন

এবিষয়ে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন, "প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই । এবারও সাজাচ্ছিলাম । হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে লাঠিচার্জ করে ৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে ৷ লাঠির আঘাত রাজু দাস এর হাতে লেগে হাত ভেঙে গিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.