বারাসত, 17 এপ্রিল : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ভোট শুরু হয়েছে রাজ্যে ৷ পঞ্চম দফায় ভোট চলছে উত্তর 24 পরগনার বারাসত বিধানসভাতেও ৷ এদিন সকালে নিজের কেন্দ্রে পরিদর্শনে এলেন বারাসতের তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী ৷
শনিবার বারাসত গার্লস হাইস্কুলের 88 ও 89 নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । বললেন, "ভোট শান্তিপূর্ণ হচ্ছে ৷ সব জায়গায় ইভিএম ঠিক আছে ৷ আমি আত্মবিশ্বাসী ৷"
পঞ্চম দফায় 45টি আসনে ভোট শুরু হয়েছে ৷ ভোট হচ্ছে ছয় জেলায় ৷ উত্তরের তিন জেলা জলপাইগুড়ি (7টি আসন), কালিম্পং (1টি আসন) ও দার্জিলিংয়ে (5টি আসন) ভোট হচ্ছে ৷ দক্ষিণবঙ্গের তিনটি জেলায় প্রথম ধাপে ভোট হচ্ছে আজ ৷ উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 16টি, পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্য 8টি এবং নদিয়ার 17টি আসনের মধ্যে 8টিতে ভোট হচ্ছে ৷