ETV Bharat / state

ভোট গণনা চলাকালীন বারাসতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ - tmc bjp clash

ভোট গণনা চলাকালীন অশান্তি বারাসতের হাটখোলায় ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা ৷ ঘটনায় আটক তিন ৷

bengal election 2021_wb_n24_02_bjp tmc clash on barasat_vis_byte_raju_10009
ভোট গণনা চলাকালীন বারাসতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
author img

By

Published : May 2, 2021, 5:29 PM IST

বারাসত, 2 মে : বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীনই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বারাসতের হাটখোলা এলাকা ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে ছড়াল উত্তেজনা ৷ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা শুরু বিজেপি ও তৃণমূল শিবিরের ৷

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, গণনা চলাকালীন বিজেপি সমর্থকরা তাঁদের উপর হঠাৎই হামলা চালান ৷ মারধর করা হয় তৃণমূলের একাধিক কর্মী ও সদস্যকে ৷

পাল্টা বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের ফল ভালো হচ্ছে দেখেই এলাকায় অশান্তি ছড়াতে শুরু করেছেন তৃণমূলের স্থানীয় কর্মীরা ৷ তাঁরাই বিজেপির সদস্য ও সমর্থকদের উপর চড়াও হয়ে মারধর করেন ৷

ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ ৷ তারা এসে দু’পক্ষকে শান্ত করে ৷ আটক করা হয় তিনজনকে ৷ যাঁদের মধ্যে এক বিজেপি কর্মী জানিয়েছেন, তাঁরা বিজেপি করেন বলেই প্রথমে তাঁদের মারধর করা হয় ৷ আর পরে পুলিশ এসে আবার তাঁদেরই আটক করে ৷

পরস্পরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ তৃণমূল ও বিজেপির ৷

আরও পড়ুন : নির্বাচনী ফল ঘোষণা আগেই শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তবে পুলিশের তরফে এদিনের এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷ নতুন করে অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানা ৷

বারাসত, 2 মে : বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীনই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বারাসতের হাটখোলা এলাকা ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে ছড়াল উত্তেজনা ৷ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা শুরু বিজেপি ও তৃণমূল শিবিরের ৷

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, গণনা চলাকালীন বিজেপি সমর্থকরা তাঁদের উপর হঠাৎই হামলা চালান ৷ মারধর করা হয় তৃণমূলের একাধিক কর্মী ও সদস্যকে ৷

পাল্টা বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের ফল ভালো হচ্ছে দেখেই এলাকায় অশান্তি ছড়াতে শুরু করেছেন তৃণমূলের স্থানীয় কর্মীরা ৷ তাঁরাই বিজেপির সদস্য ও সমর্থকদের উপর চড়াও হয়ে মারধর করেন ৷

ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ ৷ তারা এসে দু’পক্ষকে শান্ত করে ৷ আটক করা হয় তিনজনকে ৷ যাঁদের মধ্যে এক বিজেপি কর্মী জানিয়েছেন, তাঁরা বিজেপি করেন বলেই প্রথমে তাঁদের মারধর করা হয় ৷ আর পরে পুলিশ এসে আবার তাঁদেরই আটক করে ৷

পরস্পরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ তৃণমূল ও বিজেপির ৷

আরও পড়ুন : নির্বাচনী ফল ঘোষণা আগেই শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তবে পুলিশের তরফে এদিনের এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷ নতুন করে অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.