বরানগর, 14 এপ্রিল : পঞ্চম দফা নির্বাচনের আগে প্রচারের শেষদিন দফায় দফায় উত্তপ্ত হল বরানগর ৷ শেষদিনের প্রচারে বের হন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র ৷ এদিন বিজেপির তরফ থেকে শীতল সেন লেন থেকে একটি বাইক ব়্যালির আয়োজন করে বিজেপি ৷ সতীন সেন নগরে সেই বাইক মিছিল আসতেই কয়েকজন দুষ্কৃতী আচমকাই হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করেন পার্নো মিত্র ৷
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধ করে তারা ৷ ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, "গণতন্ত্র কোথায় ? আমাদের বলা হচ্ছে আমরা (বিজেপি) উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে আসছি । তাহলে তৃণমূল এটা কী করছে? লোকজনকে ধরে ধরে মারছে ৷ নিজেরা আসছে না, মহিলাদের এগিয়ে দিচ্ছে ৷"
এরপরই এই অবরোধের পাল্টা থানা ঘেরাও করে তৃণমূল ৷ নির্বাচনী প্রচার শেষ করে তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিয়ে বরানগর থানায় যান বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় ৷ তৃণমূল কর্মীদের নিয়ে মিছিল করে তাঁরা বরানগর থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানান । তৃণমূলের অভিযোগ, নির্বাচনী প্রচারের বিধিভঙ্গ করে বাইক ব়্যালি করেছে বিজেপি ৷ পুলিশ কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সেই অভিযোগই জানায় তাঁরা ৷ এছাড়াও, বাইরে থেকে লোক এনে এলাকায় গন্ডগোলের সৃষ্টি করছে বিজেপি । এমনও অভিযোগ করেন বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় ৷