ETV Bharat / state

করোনা কিট নিয়ে রওনা দিলেন ভোট কর্মীরা উত্তর 24 পরগনায়

চলতি নির্বাচনে করোনা পরিস্থিতি সামলে ভোট গ্রহণই মূল লক্ষ্য ৷ সব দিক মাথায় রেখে আজ সকাল থেকে উত্তর 24 পরগনার বিভিন্ন ডিসস্ট্রিবিউশন কেন্দ্র থেকে করোনা কিট-সহ অন্যান্য ভোট সামগ্রীও সংগ্রহ করেন তাঁরা ৷

করোনা কিট নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা উত্তর 24 পরগনায়
করোনা কিট নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা উত্তর 24 পরগনায়
author img

By

Published : Apr 21, 2021, 8:53 PM IST

ব্যারাকপুর, 21 এপ্রিল : একদিকে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ তো অন্যদিকে আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ এই পরিস্থিতিতে নাজেহাল যেমন রাজ্যবাসী তেমনই কপালে চিন্তার ভাঁজ ভোটকর্মীদের কপালে ৷ নির্বাচন কমিশনের তরফে করোনা কিট মিললেও দুশ্চিন্তায় ভোটকর্মীরা ৷

উত্তর 24 পরগনায় বাকি 18 টি আসনে ভোটগ্রহণ আগামিকাল ৷ তার আগে সকাল থেকে ভোটকর্মীরা ব্যারাকপুর প্রশাসনিক ভবন, কাঁকিনাড়া মাখনলাল উচ্চ বিদ্যালয় থেকে ব্যালট, ভিভি প্যাট, মাস্ক, স্যানিটাইজার, পিপিকিট ও ভোটের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ভোটকেন্দ্রে ৷ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁরা ৷ আশিস বিশ্বাস নামে এক ভোটকর্মী বললেন, " এই সময় আমরা কমবেশী সবাই আতঙ্কিত ৷ দেশে যেহারে করোনা বাড়ছে তাতে ভয় হওয়াটাই স্বাভাবিক ৷ "

করোনা কিট নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা

পাশাপাশি এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তরফে মিলেছে করোনা কিট ৷ এনিয়ে শুভাশিস দাস নামে এক আরও এক ভোটকর্মী বললেন, " ব্যাগে একটিমাত্র পিপিইকিট আছে ৷ এটা কেবলমাত্র একটা ভরসা ৷ আর কিছুই না ৷ " রাজ্যে ভোট উৎসবের শুরু থেকেই ফুটে উঠেছে হিংসার ছবি ৷ যদিও সে নিয়ে চিন্তিত নন ভোটকর্মীরা বরং করোনা সংক্রামিত না হওয়াটাই তাঁদের কাছে এখন বড় চ্যালেঞ্জ ৷ কমিশনের নিয়ম অনুযায়ী, করোনা রোগীরাও ভোট দিতে পারবেন ৷ তবে একটি নির্দিষ্ট সময়ে ৷ বিকেল 5.30 টা থেকে 6 টার মধ্যে ৷ "তবে পরিস্থিতি যাই হোক না কেন, ডিউটি তো করতেই হবে ৷ " বেজার মুখে জানালেন এক ভোটকর্মী ৷

আরও পড়ুন : বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি মোদি মেড ডিজাস্টার : মমতা

উত্তর 24 পরগনায় রয়েছে একাধিক স্পর্শকাতর কেন্দ্র ৷ সব মিলিয়ে আগামীকাল লক্ষ্মীবারে কীভাবে সেখানে ভোটপর্ব মিটবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷

ব্যারাকপুর, 21 এপ্রিল : একদিকে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ তো অন্যদিকে আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ এই পরিস্থিতিতে নাজেহাল যেমন রাজ্যবাসী তেমনই কপালে চিন্তার ভাঁজ ভোটকর্মীদের কপালে ৷ নির্বাচন কমিশনের তরফে করোনা কিট মিললেও দুশ্চিন্তায় ভোটকর্মীরা ৷

উত্তর 24 পরগনায় বাকি 18 টি আসনে ভোটগ্রহণ আগামিকাল ৷ তার আগে সকাল থেকে ভোটকর্মীরা ব্যারাকপুর প্রশাসনিক ভবন, কাঁকিনাড়া মাখনলাল উচ্চ বিদ্যালয় থেকে ব্যালট, ভিভি প্যাট, মাস্ক, স্যানিটাইজার, পিপিকিট ও ভোটের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ভোটকেন্দ্রে ৷ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁরা ৷ আশিস বিশ্বাস নামে এক ভোটকর্মী বললেন, " এই সময় আমরা কমবেশী সবাই আতঙ্কিত ৷ দেশে যেহারে করোনা বাড়ছে তাতে ভয় হওয়াটাই স্বাভাবিক ৷ "

করোনা কিট নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা

পাশাপাশি এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তরফে মিলেছে করোনা কিট ৷ এনিয়ে শুভাশিস দাস নামে এক আরও এক ভোটকর্মী বললেন, " ব্যাগে একটিমাত্র পিপিইকিট আছে ৷ এটা কেবলমাত্র একটা ভরসা ৷ আর কিছুই না ৷ " রাজ্যে ভোট উৎসবের শুরু থেকেই ফুটে উঠেছে হিংসার ছবি ৷ যদিও সে নিয়ে চিন্তিত নন ভোটকর্মীরা বরং করোনা সংক্রামিত না হওয়াটাই তাঁদের কাছে এখন বড় চ্যালেঞ্জ ৷ কমিশনের নিয়ম অনুযায়ী, করোনা রোগীরাও ভোট দিতে পারবেন ৷ তবে একটি নির্দিষ্ট সময়ে ৷ বিকেল 5.30 টা থেকে 6 টার মধ্যে ৷ "তবে পরিস্থিতি যাই হোক না কেন, ডিউটি তো করতেই হবে ৷ " বেজার মুখে জানালেন এক ভোটকর্মী ৷

আরও পড়ুন : বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি মোদি মেড ডিজাস্টার : মমতা

উত্তর 24 পরগনায় রয়েছে একাধিক স্পর্শকাতর কেন্দ্র ৷ সব মিলিয়ে আগামীকাল লক্ষ্মীবারে কীভাবে সেখানে ভোটপর্ব মিটবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.