ETV Bharat / state

রক্ত চুষে খায়, বিপক্ষ বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব রথীনের - Madhyamgram tmc candidate Rathin ghosh

এবার মধ্যমগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু'বারের জয়ী বিধায়ক ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ । তাঁর বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী ও সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি । নির্বাচনী প্রচারে বেরিয়ে একে অপরকে আক্রমণ, পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না কেউ ৷

রক্ত চুষে খায় বিজেপি, বিপক্ষ বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব রথীন ঘোষের
রক্ত চুষে খায় বিজেপি, বিপক্ষ বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব রথীন ঘোষের
author img

By

Published : Mar 23, 2021, 10:14 PM IST

মধ্যমগ্রাম, 23 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে মঙ্গলবার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীর অভিযোগের পাল্টা জবাব দিলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে এদিন তিনি বলেন,"উনি তো সবে মধ্যমগ্রামে এসেছেন । কোথায় ওঁর বাড়ি তা-ও জানি না । ফলে,উনি জানবেন কীভাবে,দশ বছরে এখানে উন্নয়ন হয়েছে,না হয়নি ! উনি আগে মাটির সঙ্গে যোগ রাখুন ৷ মানুষের কথা শুনুন । তাহলেই বুঝতে পারবেন এখানে উন্নয়ন হয়েছে কি না ৷" দু'দিন আগে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী অভিযোগ করেছিলেন,"10 বছরে কোনও উন্নয়ন হয়নি মধ্যমগ্রামে । শুধু পকেট ভরেছে শাসকদলের নেতাদের । তৃণমূলের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ । মধ্যমগ্রামের মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে ৷" এরই পাল্টা জবাব দিয়ে এদিন বিজেপি প্রার্থীকে খোঁচা দেন বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী রথীন ঘোষ ।

এবার মধ্যমগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু'বারের জয়ী বিধায়ক ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ । তাঁর বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী ও সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি । সেদিক থেকে তৃণমূল প্রার্থী রথীন ঘোষের এগিয়ে থাকার সম্ভবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । তবে,এই কেন্দ্রে প্রায় 74 হাজার সংখ্যালঘু ভোট ভাগ্য নির্ধারণ করবে শাসক ও বিরোধী প্রার্থীর । সেই ভোটের দিকেই এখন নজর সকলের । এসবের মধ্যেই এদিন নিজের বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রামে ভোট প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের খালপাড় নতুন ব্রিজ থেকে শুরু হয় তাঁর নির্বাচনী প্রচার । প্রচারে একদিকে যেমন ছিল সুসজ্জিত রঙ-বেরঙের বেলুন, অন্যদিকে ছিল তেমনই সরকারি বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ডও । পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়েও করজোড়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে । ভোট প্রচারের মাঝে স্থানীয় একটি মন্দিরে গিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদও চান রথীন ঘোষ ।

পাল্টা জবাব রথীন ঘোষের

আরও পড়ুন, ‘ননসেন্স’ উপাচার্যকে শিক্ষা দেওয়ার হুমকি অনুব্রতর


এদিকে,ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," আমি দু-দুবার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছি । 25 বছর ধরে প্রশাসক পদে রয়েছি । তাই এখানকার ভূমিপুত্র আমি । যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে আশা করছি মানুষ আবারও আমাকে সমর্থন জানাবে ৷" উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,"রাস্তাঘাট,পানীয়জল থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন হয়েছে এখানে । সরকারি বিভিন্ন প্রকল্পও বাস্তবায়িত হয়েছে ৷" বিজেপি প্রার্থীর আক্রমণ প্রসঙ্গে রথীন ঘোষ বলেন,"আমরা মানুষের রক্ত চুষে খাচ্ছি না । মানুষের রক্ত চুষে খাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ই । যেভাবে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মানুষ বিজেপির উপর বিরক্ত । আমরা মানুষের কষ্ট লাঘব করতে পেট্রল ডিজেলের উপর 1 টাকা করে কমিয়েছি ৷ তাহলে রক্ত চুষে খাচ্ছে কারা ?"

মধ্যমগ্রাম, 23 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে মঙ্গলবার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীর অভিযোগের পাল্টা জবাব দিলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে এদিন তিনি বলেন,"উনি তো সবে মধ্যমগ্রামে এসেছেন । কোথায় ওঁর বাড়ি তা-ও জানি না । ফলে,উনি জানবেন কীভাবে,দশ বছরে এখানে উন্নয়ন হয়েছে,না হয়নি ! উনি আগে মাটির সঙ্গে যোগ রাখুন ৷ মানুষের কথা শুনুন । তাহলেই বুঝতে পারবেন এখানে উন্নয়ন হয়েছে কি না ৷" দু'দিন আগে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী অভিযোগ করেছিলেন,"10 বছরে কোনও উন্নয়ন হয়নি মধ্যমগ্রামে । শুধু পকেট ভরেছে শাসকদলের নেতাদের । তৃণমূলের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ । মধ্যমগ্রামের মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে ৷" এরই পাল্টা জবাব দিয়ে এদিন বিজেপি প্রার্থীকে খোঁচা দেন বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী রথীন ঘোষ ।

এবার মধ্যমগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু'বারের জয়ী বিধায়ক ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ । তাঁর বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রাজশ্রী রাজবংশী ও সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি । সেদিক থেকে তৃণমূল প্রার্থী রথীন ঘোষের এগিয়ে থাকার সম্ভবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । তবে,এই কেন্দ্রে প্রায় 74 হাজার সংখ্যালঘু ভোট ভাগ্য নির্ধারণ করবে শাসক ও বিরোধী প্রার্থীর । সেই ভোটের দিকেই এখন নজর সকলের । এসবের মধ্যেই এদিন নিজের বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রামে ভোট প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের খালপাড় নতুন ব্রিজ থেকে শুরু হয় তাঁর নির্বাচনী প্রচার । প্রচারে একদিকে যেমন ছিল সুসজ্জিত রঙ-বেরঙের বেলুন, অন্যদিকে ছিল তেমনই সরকারি বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ডও । পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়েও করজোড়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে । ভোট প্রচারের মাঝে স্থানীয় একটি মন্দিরে গিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদও চান রথীন ঘোষ ।

পাল্টা জবাব রথীন ঘোষের

আরও পড়ুন, ‘ননসেন্স’ উপাচার্যকে শিক্ষা দেওয়ার হুমকি অনুব্রতর


এদিকে,ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," আমি দু-দুবার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছি । 25 বছর ধরে প্রশাসক পদে রয়েছি । তাই এখানকার ভূমিপুত্র আমি । যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে আশা করছি মানুষ আবারও আমাকে সমর্থন জানাবে ৷" উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,"রাস্তাঘাট,পানীয়জল থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন হয়েছে এখানে । সরকারি বিভিন্ন প্রকল্পও বাস্তবায়িত হয়েছে ৷" বিজেপি প্রার্থীর আক্রমণ প্রসঙ্গে রথীন ঘোষ বলেন,"আমরা মানুষের রক্ত চুষে খাচ্ছি না । মানুষের রক্ত চুষে খাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ই । যেভাবে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মানুষ বিজেপির উপর বিরক্ত । আমরা মানুষের কষ্ট লাঘব করতে পেট্রল ডিজেলের উপর 1 টাকা করে কমিয়েছি ৷ তাহলে রক্ত চুষে খাচ্ছে কারা ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.