ভাটপাড়া, 16 এপ্রিল : ভাটপাড়া বিধানসভা এলাকায় 221 জনের বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন । আগামী 22 তারিখ এই কেন্দ্রে নির্বাচন । তার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন ৷
এক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে ৷ 1) বয়স জনিত কারণ, 2) শারীরিক অক্ষমতা ও 3) করোনায় আক্রান্ত হলে তবেই বাড়ি গিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করবে নির্বাচন কমিশন ৷ সেন্ট্রাল ফোর্স ও ভিডিওগ্রাফির সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে ভোটদান হচ্ছে । আজ বাড়িতে বসে ভোট দিলেন ভাটপাড়ার বাসিন্দা অশীতিপর বৃদ্ধা গীতা রায়চৌধুরী ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন হাঁটাচলা করতে পারেন না ৷ তাই ইচ্ছে থাকলেও বুথে গিয়ে ভোট দিতে পারতেন না ৷ এবার ভোট দিতে পেরে অত্যন্ত খুশি তিনি ৷ খুশি নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহারেও ।
আরও পড়ুন : বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার
গীতাদেবীর মেয়ে মলি ভট্টাচার্য বলেন, "একটা ভাল অভিজ্ঞতা হল । মা ভোট দেওয়ার খুব ইচ্ছে ছিল । নির্বাচন কমিশনের তরফে যোগাযোগ করা হলে আমরা সম্মতি দিই ৷ গতকাল ফোন করে জানান আজ আসবেন ৷ সেইমতো আজ নির্বাচন কমিশনের তরফে লোক থেকে এসে পোস্টাল ব্যলটে ভোট নিয়ে যান ।"