জগদ্দল, 21 এপ্রিল : ভোটের আগের দিন বোমাবাজি জগদ্দলে ৷ জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের 14 নম্বর গলিতে গতকাল রাতে বোমবাজি চলে । স্থানীয়দের অভিযোগ বিজেপি আশ্রিত দষ্কৃতীরা বোমাবাজি করেছে ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।
বৃহস্পতিবার রাজ্যের 43টি আসনে হবে ভোটগ্রহণ । যার মধ্যে রয়েছে জগদ্দল, ব্যারাকপুর এবং ভাটপাড়া । এই তিনটি কেন্দ্রেই বিজেপি সাংসদ অর্জুন সিং প্রভাবশালী নেতা বলে পরিচিত । তাঁর বাড়ির কাছেই বোমবাজি হল ফের ৷ গভীর রাতের বোমাবাজিতে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ।
স্থানীয় বাসিন্দা বেবি খাতুনের অভিযোগ, "গামছা দিয়ে মুখ ঢাকা চারজন দুষ্কৃতী রাত দেড়টা নাগাদ বোমা ছুড়ে পালিয়ে যায় ৷ ভোটের কারণেই বোমাবাজি হয়েছে ৷ আমরা বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাই এই এলাকাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে ৷ কিন্তু আমরা আমাদের পছন্দ মতোই ভোট দেব ৷"
এই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "সাধারণ মানুষকে ভয় দেখাতে বোমাবাজি করা হচ্ছে । আমার বাড়ির পাশেও বোমা ছোড়া হয়েছে ৷"
আরও পড়ুন: বাগনানে বোমাবাজি, বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা; চলল লুটপাটও
অর্জুন আরও অভিযোগ করেন, বোমাবাজির পর দুষ্কৃতীদের না ধরে অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের দুই নিরাপত্তারক্ষীকে হেনস্থা ও মারধর করে পুলিশ ৷ স্থানীয় মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানোয় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷