ETV Bharat / state

দত্তপুকুরে বিজেপি এজেন্টের বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল - amdanga assembly constituency

নির্বাচনের আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার দত্তপুকুর এলাকা ৷ আমডাঙা বিধানসভার বিজেপি প্রার্থীর এজেন্টের বাড়িতে বোমাবাজি ৷ ঘটনার জেরে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ যদিও ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল ৷

বিজেপি এজেন্ট
বিজেপি এজেন্ট
author img

By

Published : Apr 20, 2021, 3:47 PM IST

দত্তপুকুর, 20 এপ্রিল : নির্বাচনের আগে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার আমডাঙা বিধানসভা কেন্দ্র ৷ বিজেপি প্রার্থীর এজেন্টের বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল দত্তপুকুর এলাকা ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ ৷

রাত তখন আড়াইটে ৷ ঝনঝনিয়ে ভেঙে পড়ে জানলার কাঁচ ৷ কেঁপে ওঠে গোটা বাড়ি ৷ ঘটনার জেরে আঁতকে ওঠেন আমডাঙার বিজেপি প্রার্থীর এজেন্ট অনন্তদেব চট্টোপাধ্যায় ৷ সামনে গিয়ে দেখেন, ঘরের ভিতর পড়ে রয়েছে বোমার স্পিলন্টার ৷ জানলা দিয়ে উঁকি মেরে দেখেন৷ রাস্তা ফাঁকা ৷ ততক্ষণে বোমা মেরে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন এলাকার বিজেপি কর্মীদের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ অনন্তদেবের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ নেওয়ার পাশপাশি তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ ৷

ঘটনা নিয়ে কী বললেন বিজেপি এজেন্ট ?

ঘটনার জন্য অনন্তবাবু দায়ী করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ৷ বললেন, "রাত আড়াইটে নাগাদ বোমা মারার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই ৷ পুলিশ ধৃতদের ধাওয়াও করে ৷ কিন্তু পাকড়াও করতে পারেনি ৷ আজ সকালে থানা থেকে একটি কনস্টেবল দেওয়া হয় আমার গার্ডের জন্য ৷ কিন্তু আমি আমার সুরক্ষার জন্য চিন্তিত নই ৷ বিক্ষিপ্ত এই ঘটনার জেরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন ৷ যা কোনওভাবেই কাম্য নয় ৷ "

ঘটনার পরিপ্রেক্ষিতে আমডাঙার তৃণমূল প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার দায় অস্বীকার করেছে ৷

আরও পড়ুন : বীরভূমে বোমা বিস্ফোরণে মৃত এক, আহত তিন

দত্তপুকুর, 20 এপ্রিল : নির্বাচনের আগে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার আমডাঙা বিধানসভা কেন্দ্র ৷ বিজেপি প্রার্থীর এজেন্টের বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল দত্তপুকুর এলাকা ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ ৷

রাত তখন আড়াইটে ৷ ঝনঝনিয়ে ভেঙে পড়ে জানলার কাঁচ ৷ কেঁপে ওঠে গোটা বাড়ি ৷ ঘটনার জেরে আঁতকে ওঠেন আমডাঙার বিজেপি প্রার্থীর এজেন্ট অনন্তদেব চট্টোপাধ্যায় ৷ সামনে গিয়ে দেখেন, ঘরের ভিতর পড়ে রয়েছে বোমার স্পিলন্টার ৷ জানলা দিয়ে উঁকি মেরে দেখেন৷ রাস্তা ফাঁকা ৷ ততক্ষণে বোমা মেরে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন এলাকার বিজেপি কর্মীদের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ অনন্তদেবের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ নেওয়ার পাশপাশি তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ ৷

ঘটনা নিয়ে কী বললেন বিজেপি এজেন্ট ?

ঘটনার জন্য অনন্তবাবু দায়ী করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ৷ বললেন, "রাত আড়াইটে নাগাদ বোমা মারার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই ৷ পুলিশ ধৃতদের ধাওয়াও করে ৷ কিন্তু পাকড়াও করতে পারেনি ৷ আজ সকালে থানা থেকে একটি কনস্টেবল দেওয়া হয় আমার গার্ডের জন্য ৷ কিন্তু আমি আমার সুরক্ষার জন্য চিন্তিত নই ৷ বিক্ষিপ্ত এই ঘটনার জেরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন ৷ যা কোনওভাবেই কাম্য নয় ৷ "

ঘটনার পরিপ্রেক্ষিতে আমডাঙার তৃণমূল প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার দায় অস্বীকার করেছে ৷

আরও পড়ুন : বীরভূমে বোমা বিস্ফোরণে মৃত এক, আহত তিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.