ETV Bharat / state

বৃদ্ধার মৃত্যুর প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির - নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

অভিযোগ ছিল, গত 26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । এদিন তাঁর মৃত্যু হয় ৷

নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
author img

By

Published : Mar 29, 2021, 3:16 PM IST

নিমতা, 29 মার্চ : উত্তর দমদমের নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর মা শোভারানী মজুমদার দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন । 20-25 দিন পর তাঁদের বাড়িতে নিয়ে আসা হয় ৷ বাড়িতেই তাঁদের চিকিৎসা চলছিল ৷ কিন্তু আজ সকালে শোভারানীদেবীর মৃত্যু হয় ৷ তারপরই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা ৷ ঘটনায় প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করা হয় ৷ রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ৷

অভিযোগ ছিল, গত 26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তি করা হয় গোপালবাবুকেও ৷ প্রায় 20-25 দিন হাসপাতালে ভর্তি ছিলেন শোভাদেবী ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় আজ সকালে বৃদ্ধার মৃত্যু হয় ।

নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, সোচ্চার বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ সাংবাদিক বৈঠক করে দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘এই ঘটনা চূড়ান্ত অমানবিক । বিগত 27 দিন হাসপাতালে ভর্তি ছিলেন শোভা মজুমদার । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । আজ পশ্চিমবঙ্গের মা অসুরক্ষিত । একজন মাকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে ৷ বাংলায় মা, মাটি, মানুষ রক্তাক্ত ৷’’ এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধেয় উত্তর দমদমের প্রত্যেক ওয়ার্ডে মোমবাতি মিছিল করার ডাক দিয়েছে বিজেপি ৷

নিমতা, 29 মার্চ : উত্তর দমদমের নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর মা শোভারানী মজুমদার দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন । 20-25 দিন পর তাঁদের বাড়িতে নিয়ে আসা হয় ৷ বাড়িতেই তাঁদের চিকিৎসা চলছিল ৷ কিন্তু আজ সকালে শোভারানীদেবীর মৃত্যু হয় ৷ তারপরই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা ৷ ঘটনায় প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করা হয় ৷ রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ৷

অভিযোগ ছিল, গত 26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তি করা হয় গোপালবাবুকেও ৷ প্রায় 20-25 দিন হাসপাতালে ভর্তি ছিলেন শোভাদেবী ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় আজ সকালে বৃদ্ধার মৃত্যু হয় ।

নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, সোচ্চার বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ সাংবাদিক বৈঠক করে দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘এই ঘটনা চূড়ান্ত অমানবিক । বিগত 27 দিন হাসপাতালে ভর্তি ছিলেন শোভা মজুমদার । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । আজ পশ্চিমবঙ্গের মা অসুরক্ষিত । একজন মাকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে ৷ বাংলায় মা, মাটি, মানুষ রক্তাক্ত ৷’’ এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধেয় উত্তর দমদমের প্রত্যেক ওয়ার্ডে মোমবাতি মিছিল করার ডাক দিয়েছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.