ETV Bharat / state

অশোকনগরে তৃণমূলের প্রচার গাড়িতে হামলায় অভিযুক্ত আইএসএফ

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এগারোটা নাগাদ হাবরা বাণীপুর এলাকায় জনসভা করতে আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দীর্গা মানিক বেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি আটো গাড়িতে করে যার প্রচার করছিল চার-পাঁচ জন তৃণমূল কর্মী । সলেমনপুর এলাকায় প্রচার গাড়ি যেতেই তাদের উপর হামলা করে আইএসএফ কর্মীরা ।

Allegedly attack on Trinamool campaign vehicle in Ashoknagar
তৃণমূলের প্রচার গাড়িতে হামলার অভিযোগ
author img

By

Published : Apr 15, 2021, 11:03 PM IST

অশোকনগর, 15 এপ্রিল : তৃণমূলের প্রচার গাড়িতে হামলা করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার সকালে উত্তর 24 পরগনার দীর্গা মানিক বেড়িয়া পঞ্চায়েতের সলেমনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । এর জেরে চারজন তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এগারোটা নাগাদ হাবরা বাণীপুর এলাকায় জনসভা করতে আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দীর্গা মানিক বেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি আটো গাড়িতে করে যার প্রচার করছিল চার-পাঁচ জন তৃণমূল কর্মী । সলেমনপুর এলাকায় প্রচার গাড়ি যেতেই তাদের উপর হামলা করে আইএসএফ কর্মীরা । প্রচার করতে বাধা দেয় তারা । গলা টিপে মেরে ফেলার পরিকল্পনাও করেছিল আইএসএফ কর্মীরা এমনটাই অভিযোগ তৃণমূলের ।

আক্রান্তরা জানিয়েছেন, সঠিক সময় গ্রামবাসীরা না এলে হয়ত তাদের প্রাণে মেরে ফেলা হত । এই ঘটনায় গাড়ির চালকসহ চার জন তৃণমূল কর্মী আহত হয়েছে । ভেঙে ফেলা হয়েছে প্রচারের গাড়িতে লাগানো মাইক । অভিযুক্তদের উপযুক্ত বিচার চেয়ে অশোকনগর থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : জলঙ্গীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

সংযুক্ত মোর্চার সমর্থিত অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অন্য এলাকায় প্রচারে ছিলাম । বিষয়টি আমার জানা নেই । যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে ।"

অশোকনগর, 15 এপ্রিল : তৃণমূলের প্রচার গাড়িতে হামলা করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার সকালে উত্তর 24 পরগনার দীর্গা মানিক বেড়িয়া পঞ্চায়েতের সলেমনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । এর জেরে চারজন তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এগারোটা নাগাদ হাবরা বাণীপুর এলাকায় জনসভা করতে আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দীর্গা মানিক বেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি আটো গাড়িতে করে যার প্রচার করছিল চার-পাঁচ জন তৃণমূল কর্মী । সলেমনপুর এলাকায় প্রচার গাড়ি যেতেই তাদের উপর হামলা করে আইএসএফ কর্মীরা । প্রচার করতে বাধা দেয় তারা । গলা টিপে মেরে ফেলার পরিকল্পনাও করেছিল আইএসএফ কর্মীরা এমনটাই অভিযোগ তৃণমূলের ।

আক্রান্তরা জানিয়েছেন, সঠিক সময় গ্রামবাসীরা না এলে হয়ত তাদের প্রাণে মেরে ফেলা হত । এই ঘটনায় গাড়ির চালকসহ চার জন তৃণমূল কর্মী আহত হয়েছে । ভেঙে ফেলা হয়েছে প্রচারের গাড়িতে লাগানো মাইক । অভিযুক্তদের উপযুক্ত বিচার চেয়ে অশোকনগর থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : জলঙ্গীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

সংযুক্ত মোর্চার সমর্থিত অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অন্য এলাকায় প্রচারে ছিলাম । বিষয়টি আমার জানা নেই । যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.