বনগাঁ, 1 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন বনগাঁ মহকুমার বিজেপি প্রার্থীরা ৷ বনগাঁ উত্তর-দক্ষিণ, গাইঘাটা ও বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দিলেন । বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার মতুয়া ভক্তকে সঙ্গে নিয়ে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা শাসকের দফতরে শোভাযাত্রা করে আসেন বাগদা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের অশোক কীর্তনীয়া ও গাইঘাটা কেন্দ্রের প্রার্থী সুব্রত ঠাকুর । প্রার্থীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও সাংসদ শান্তনু ঠাকুর ।
এদিন বনগাঁ রেল গেট থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক ও মতুয়া ভক্তকে নিয়ে বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনীয়া ও গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর বর্ণাঢ্য শোভাযাত্রা করে নমিনেশন জমা দেন । তাঁদের সঙ্গে হুডখোলা গাড়িতে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও বনগাঁ লোকসভার সাংসদ কথা সুব্রত ঠাকুরের দাদা শান্তনু ঠাকুর । শোভাযাত্রায় রঙিন ছিল মতুয়াদের দল । মিছিলের সিংহভাগের তারা ডঙ্কা-বাঁশি বাজিয়ে ধ্বনি দিতে দিতে মহকুমা শাসকের দফতরে আসেন । অন্যদিকে বনগাঁর কালিবাড়ি মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । পাশাপাশি বনগাঁ মতিগঞ্জ থেকে বিজেপি কর্মী সমর্থক ও মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বাগদার প্রার্থী বিশ্বজিৎ দাস । শহরের তিন দিক থেকে মিছিল ঢোকায় কার্যত বনগাঁ শহর অবরুদ্ধ হয়ে যায় ।
আরও পড়ুন: বিষ্ণপুরে রোড শো মিঠুনের
মন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত বলেন, "বিজেপি প্রার্থীদের মনোনয়নে বনগাঁয় মানুষের উচ্ছ্বাস বলছে, বনগাঁ জেলার প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । নন্দীগ্রামে দিদি হারবেন । বিজেপি ঐতিহাসিক সরকার গঠন করবে । নন্দীগ্রামের মানুষ আগেই ঠিক করে রেখেছে এবার বিজেপির সরকার ।"
বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর বলেন, "আজকে মানুষের ঢল প্রমাণ করে দিল বনগাঁর প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । সংখ্যা তত্ত্বের ভিত্তিতে একটি নিদর্শন তৈরি হবে । শুধু বনগাঁ মহকুমার 4টি আসনে নয়, বনগাঁ লোকসভার সাতটা কেন্দ্রেই আমরা জিতব । প্রতিটি কেন্দ্রে 50 হাজারের বেশি ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা ।"