ETV Bharat / state

বনগাঁয় জনজোয়ার, কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা ৪ বিজেপি প্রার্থীর - Bengal Election 2021

শোভাযাত্রায় রঙিন ছিল মতুয়াদের দল । মিছিলের সিংহভাগের তারা ডঙ্কা-বাঁশি বাজিয়ে ধ্বনি দিতে দিতে মহকুমা শাসকের দফতরে আসেন ।

4 BJP candidates from Bangaon submitted their nominations along with Union Minister
4 BJP candidates from Bangaon submitted their nominations along with Union Minister
author img

By

Published : Apr 1, 2021, 6:27 PM IST

বনগাঁ, 1 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন বনগাঁ মহকুমার বিজেপি প্রার্থীরা ৷ বনগাঁ উত্তর-দক্ষিণ, গাইঘাটা ও বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দিলেন । বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার মতুয়া ভক্তকে সঙ্গে নিয়ে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা শাসকের দফতরে শোভাযাত্রা করে আসেন বাগদা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের অশোক কীর্তনীয়া ও গাইঘাটা কেন্দ্রের প্রার্থী সুব্রত ঠাকুর । প্রার্থীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও সাংসদ শান্তনু ঠাকুর ।

এদিন বনগাঁ রেল গেট থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক ও মতুয়া ভক্তকে নিয়ে বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনীয়া ও গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর বর্ণাঢ্য শোভাযাত্রা করে নমিনেশন জমা দেন । তাঁদের সঙ্গে হুডখোলা গাড়িতে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও বনগাঁ লোকসভার সাংসদ কথা সুব্রত ঠাকুরের দাদা শান্তনু ঠাকুর । শোভাযাত্রায় রঙিন ছিল মতুয়াদের দল । মিছিলের সিংহভাগের তারা ডঙ্কা-বাঁশি বাজিয়ে ধ্বনি দিতে দিতে মহকুমা শাসকের দফতরে আসেন । অন্যদিকে বনগাঁর কালিবাড়ি মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । পাশাপাশি বনগাঁ মতিগঞ্জ থেকে বিজেপি কর্মী সমর্থক ও মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বাগদার প্রার্থী বিশ্বজিৎ দাস । শহরের তিন দিক থেকে মিছিল ঢোকায় কার্যত বনগাঁ শহর অবরুদ্ধ হয়ে যায় ।

আরও পড়ুন: বিষ্ণপুরে রোড শো মিঠুনের

মন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত বলেন, "বিজেপি প্রার্থীদের মনোনয়নে বনগাঁয় মানুষের উচ্ছ্বাস বলছে, বনগাঁ জেলার প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । নন্দীগ্রামে দিদি হারবেন । বিজেপি ঐতিহাসিক সরকার গঠন করবে । নন্দীগ্রামের মানুষ আগেই ঠিক করে রেখেছে এবার বিজেপির সরকার ।"

বনগাঁয় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে জনজোয়ার

বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর বলেন, "আজকে মানুষের ঢল প্রমাণ করে দিল বনগাঁর প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । সংখ্যা তত্ত্বের ভিত্তিতে একটি নিদর্শন তৈরি হবে । শুধু বনগাঁ মহকুমার 4টি আসনে নয়, বনগাঁ লোকসভার সাতটা কেন্দ্রেই আমরা জিতব । প্রতিটি কেন্দ্রে 50 হাজারের বেশি ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা ।"

বনগাঁ, 1 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন বনগাঁ মহকুমার বিজেপি প্রার্থীরা ৷ বনগাঁ উত্তর-দক্ষিণ, গাইঘাটা ও বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দিলেন । বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার মতুয়া ভক্তকে সঙ্গে নিয়ে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা শাসকের দফতরে শোভাযাত্রা করে আসেন বাগদা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের অশোক কীর্তনীয়া ও গাইঘাটা কেন্দ্রের প্রার্থী সুব্রত ঠাকুর । প্রার্থীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও সাংসদ শান্তনু ঠাকুর ।

এদিন বনগাঁ রেল গেট থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক ও মতুয়া ভক্তকে নিয়ে বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনীয়া ও গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর বর্ণাঢ্য শোভাযাত্রা করে নমিনেশন জমা দেন । তাঁদের সঙ্গে হুডখোলা গাড়িতে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ও বনগাঁ লোকসভার সাংসদ কথা সুব্রত ঠাকুরের দাদা শান্তনু ঠাকুর । শোভাযাত্রায় রঙিন ছিল মতুয়াদের দল । মিছিলের সিংহভাগের তারা ডঙ্কা-বাঁশি বাজিয়ে ধ্বনি দিতে দিতে মহকুমা শাসকের দফতরে আসেন । অন্যদিকে বনগাঁর কালিবাড়ি মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । পাশাপাশি বনগাঁ মতিগঞ্জ থেকে বিজেপি কর্মী সমর্থক ও মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান বাগদার প্রার্থী বিশ্বজিৎ দাস । শহরের তিন দিক থেকে মিছিল ঢোকায় কার্যত বনগাঁ শহর অবরুদ্ধ হয়ে যায় ।

আরও পড়ুন: বিষ্ণপুরে রোড শো মিঠুনের

মন্ত্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত বলেন, "বিজেপি প্রার্থীদের মনোনয়নে বনগাঁয় মানুষের উচ্ছ্বাস বলছে, বনগাঁ জেলার প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । নন্দীগ্রামে দিদি হারবেন । বিজেপি ঐতিহাসিক সরকার গঠন করবে । নন্দীগ্রামের মানুষ আগেই ঠিক করে রেখেছে এবার বিজেপির সরকার ।"

বনগাঁয় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে জনজোয়ার

বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর বলেন, "আজকে মানুষের ঢল প্রমাণ করে দিল বনগাঁর প্রতিটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে । সংখ্যা তত্ত্বের ভিত্তিতে একটি নিদর্শন তৈরি হবে । শুধু বনগাঁ মহকুমার 4টি আসনে নয়, বনগাঁ লোকসভার সাতটা কেন্দ্রেই আমরা জিতব । প্রতিটি কেন্দ্রে 50 হাজারের বেশি ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.