মধ্যমগ্রাম, 24 সেপ্টেম্বর: 21 দিন নিখোঁজ থাকার পর এক মহিলার পচাগলা মুণ্ডহীন দেহ মিলল ইটভাটার জঙ্গল থেকে । মৃতার নাম তপতী হালদার (45) । ঘটনার জেরে শনিবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে । পুলিশ মহিলার দেহ উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,মহিলাকে বাইরে কোথাও খুন করে, মাথা শরীর থেকে আলাদা করে দেহ ফেলে দেওয়া হয়েছে জঙ্গলের ভিতরে । তবে ছা-পোষা ওই মহিলাকে কী কারণে, কারা নৃশংসভাবে খুন করল তা নিয়ে ধন্দে পড়েছেন তদন্তকারীরা (beheaded body of a lady recovered in Madhyamgram) ।
জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি মধ্যমগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আয়িস বাগান এলাকায় । গত 21 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি । তাঁর পরিবারের দাবি, বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান না-মেলায় মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ৷ সেইমতো পুলিশও নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছিল । তারই মধ্যে শনিবার উদ্ধার হল ওই মহিলার মুণ্ডহীন দেহ (Madhyamgram Body Recovered Case) ।
আরও পড়ুন: কালিম্পং থেকে ধৃত 'আইএসআই চর', এসটিএফ-এর অভিযানে সাফল্য
পুলিশ সূত্রে খবর, যেহেতু বেশ কয়েকদিন আগে ওই মহিলাকে খুন করা হয়েছে, তাই দেহে পচন ধরেছে (woman body recovered) ৷ এদিন দুপুরে স্থানীয় কয়েকজনের প্রথম নজরে আসে বিষয়টি । তাঁরা লক্ষ্য করেন রিজিয়া ভাটার জঙ্গলে একটু মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে । পরে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে জঙ্গলের ভিতর থেকে মহিলার মাথা ও দেহ উদ্ধার করে তা পাঠায় ময়নাতদন্তের জন্য । ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় । স্থানীয় তৃণমূল কাউন্সিলর নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন,"কেন, কীভাবে খুন করা হল সেটা তদন্ত সাপেক্ষ বিষয় । পুলিশ নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে ।"