ETV Bharat / state

বিহার ও ঝাড়খণ্ডের 225 জন শ্রমিককে ফেরালেন বাদুড়িয়ার BDO - বাদুড়িয়া

বাদুড়িয়ার ইটভাটায় কাজ করতে এসে আটকে পড়েছিলেন 225জন শ্রমিক । তাঁরা বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দা । বাড়ি ফিরতে মরিয়া হয়ে ওঠেন । তাঁদের বিনা খরচে বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন BDO ।

aa
বাদুড়িয়া
author img

By

Published : May 16, 2020, 9:14 AM IST

বাদুড়িয়া, 16 মে : লকডাউনের জেরে আটকে পড়েছিলেন ভিনরাজ্যের শ্রমিকরা । বাড়ি ফেরার জন্য তাঁরা মরিয়া হয়ে উঠেছিলেন । অবশেষে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার BDO-র উদ্যোগে 11টি সরকারি বাসে গতকাল তাঁদের বাড়ি ফেরানো হয় ।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে বাদুড়িয়ার যশাইকাটি ও তারাগুনিয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতে এসেছিলেন 225জন শ্রমিক । লকডাউনের জেরে বন্ধ ইটভাটা । হাতে টাকাও নেই । তাই, বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তাঁরা । BDO ত্রিভুবন নাথের সঙ্গে যোগাযোগ করেন । BDO রাজ্য সরকারের মধ্যস্থতায় বিহার ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেন । ওই দুই রাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর ব্যাপারে সম্মতি মেলে । এরপর BDO আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন । গতকাল তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে নিজ রাজ‍্যে পাঠানো হয় ।

BDO বলেন, "রাজ‍্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে লকডাউনে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের সুস্থভাবে বাড়ি ফেরানোর চেষ্টা করা হচ্ছে । সম্পূর্ণ বিনা খরচে তাঁদের বাড়ি ফেরানো হচ্ছে । বাড়ি পৌঁছে তাঁদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশও দেওয়া হয়েছে ।" স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিহার ও ঝাড়খণ্ড থেকে ওই শ্রমিকরা বাদুড়িয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতে এসেছিলেন । তাঁদের সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়েরাও ছিলেন । লকডাউনে সবাই আটকে পড়েন । গতকাল তারাগুনিয়া বারো মন্দির মাঠে মেডিকেল ক্যাম্প করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । তারপর 11টি সরকারি বাসে 225জন শ্রমিককে তুলে দেওয়া হয় ।

aa
প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে

বাড়ি ফেরার পথে লক্ষ্মী দলুই নামে এক শ্রমিক বলেন, "দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে শ্রমিকরা রাজ্যে ফিরছেন । সেখানে বাংলায় অন্যরকম ব্যবস্থা । বাংলার সরকার আমাদের জন্য বিনা খরচে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে । আমরা ভীষণ খুশি ।"

বাদুড়িয়া, 16 মে : লকডাউনের জেরে আটকে পড়েছিলেন ভিনরাজ্যের শ্রমিকরা । বাড়ি ফেরার জন্য তাঁরা মরিয়া হয়ে উঠেছিলেন । অবশেষে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার BDO-র উদ্যোগে 11টি সরকারি বাসে গতকাল তাঁদের বাড়ি ফেরানো হয় ।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে বাদুড়িয়ার যশাইকাটি ও তারাগুনিয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতে এসেছিলেন 225জন শ্রমিক । লকডাউনের জেরে বন্ধ ইটভাটা । হাতে টাকাও নেই । তাই, বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তাঁরা । BDO ত্রিভুবন নাথের সঙ্গে যোগাযোগ করেন । BDO রাজ্য সরকারের মধ্যস্থতায় বিহার ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেন । ওই দুই রাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর ব্যাপারে সম্মতি মেলে । এরপর BDO আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন । গতকাল তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে নিজ রাজ‍্যে পাঠানো হয় ।

BDO বলেন, "রাজ‍্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে লকডাউনে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের সুস্থভাবে বাড়ি ফেরানোর চেষ্টা করা হচ্ছে । সম্পূর্ণ বিনা খরচে তাঁদের বাড়ি ফেরানো হচ্ছে । বাড়ি পৌঁছে তাঁদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশও দেওয়া হয়েছে ।" স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিহার ও ঝাড়খণ্ড থেকে ওই শ্রমিকরা বাদুড়িয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতে এসেছিলেন । তাঁদের সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়েরাও ছিলেন । লকডাউনে সবাই আটকে পড়েন । গতকাল তারাগুনিয়া বারো মন্দির মাঠে মেডিকেল ক্যাম্প করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । তারপর 11টি সরকারি বাসে 225জন শ্রমিককে তুলে দেওয়া হয় ।

aa
প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে

বাড়ি ফেরার পথে লক্ষ্মী দলুই নামে এক শ্রমিক বলেন, "দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে শ্রমিকরা রাজ্যে ফিরছেন । সেখানে বাংলায় অন্যরকম ব্যবস্থা । বাংলার সরকার আমাদের জন্য বিনা খরচে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে । আমরা ভীষণ খুশি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.