বারাসত, 8 মে: ট্যাবলো বের করে রবীন্দ্র জয়ন্তী পালন করল বারাসত জেলা পুলিশ । আজ সকালে জেলা পুলিশের উদ্যোগে বারাসতের চাঁপাডালি মোড়ে "কবি প্রণাম" অনুষ্ঠানের আয়োজন করা হয় । রাজ্য পুলিশের নির্দেশিকা মেনে একদিকে যেমন রবীন্দ্রসংগীত বেজেছে তেমনই বাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা কোরোনা নিয়ে গানও । এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে সকলের নজর কেড়েছেন বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তী ।
কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে এবার কোথাও সেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে না । তবে গতকালই রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা পুলিশ ও কমিশনারেটকে "কবি প্রণাম" অনুষ্ঠানের আয়োজন করার কথা বলা হয় । রাজ্যের সমস্ত জনবহুল ও আবাসন এলাকায় গিয়ে অনুষ্ঠান করতে বলা হয় । এমনকী ট্যাবলোয় রবীন্দ্রসংগীতের পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা কোরোনা নিয়ে গানও বাজানোর কথা বলা হয় । সকাল 9টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠান করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল ওই নির্দেশিকায় ।
সেইমতো আজ বারাসতের জনবহুল এলাকা চাঁপাডালি মোড়ে ভ্রাম্যমাণ ট্যাবলোয় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় জেলা পুলিশে তরফে । ট্যাবলোর সামনে ও দু'পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাট আউট ও ফুল দিয়ে সাজানো হয়েছিল । অনুষ্ঠানের নাম দেওয়া হয় "কবি প্রণাম" । পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মী প্রত্যেকের গলায় ছিল কবি প্রণামের উত্তরীয় । অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তী, বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য ।
অনুষ্ঠানের একেবারে শেষের দিকে রবীন্দ্র সংগীত গাইতে দেখা যায় বারাসতের SDPO-কে । যদিও তাঁর মুখে মাস্ক না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন । যদিও গান গাওয়ার সময়ই তিনি মাস্ক খুলে রেখেছিলেন বলে জানা গেছে । প্রায় আড়াই ঘণ্টা কবি প্রণামের ওই ট্যাবলো চাঁপাডালি মোড়ে থাকার পর সেখান থেকে রওনা হয়ে যায় মধ্যমগ্রামের দিকে । যশোর রোডের চৌমাথাতেও একইভাবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান পালন করেন পুলিশকর্মীরা ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "বারাসত পুলিশ জেলার প্রায় সমস্ত জায়গায় নির্দিষ্ট সময়ে এরকম ভ্রাম্যমাণ ট্যাবলোয় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে । একইভাবে বারাসতেও আয়োজিত হয় কবি প্রণাম অনুষ্ঠান । সেখান থেকে ট্যাবলো যায় মধ্যমগ্রামে ।"
অপরদিকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও আজ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় । দপ্তরে কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান জেলা তথ্য ও সস্কৃতি দপ্তরের আধিকারিক দেবাশিস দত্ত ।