ETV Bharat / state

সন্দেহের বশে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - বধূহত্যা

অকারণ সন্দেহ, পণ নিয়ে ঝামেলা, বিয়ের পাঁচ বছর পর কন্যা সন্তানের জন্ম দেওয়া প্রতিটি কারণেই 24 বছরের যুবতির জীবন অতিষ্ঠ করে তুলেছিল স্বামী লাল্টু

সন্দেহের বশে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
author img

By

Published : Aug 26, 2019, 1:21 AM IST

বসিরহাট, 26 অগস্ট : সন্দেহের বশে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বসিরহাটের এক যুবকের বিরুদ্ধে ৷ বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই পুড়িয়ে মেরে ফেলেছে 24 বছরের যুবতিকে ৷

পূর্ব কলকাতার সায়েন্স সিটি এলাকার ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুস্মিতা ৷ 5 বছর আগে বসিরহাটের লাল্টু ঘোষের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ সুস্মিতা মণ্ডল নামে ওই তরুণীকে প্রায়ই নানা কারণে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ আত্মীয়দের ৷

অকারণ সন্দেহ, পণ নিয়ে ঝামেলা , বিয়ের পাঁচ বছর পর কন্যা সন্তানের জন্ম দেওয়া প্রতিটি কারণেই 24 বছরের যুবতির জীবন অতিষ্ঠ করে তুলেছিল স্বামী লাল্টু ৷ বিশেষ করে বাড়ির পাশে থাকা কারখানার শ্রমিকদের সঙ্গে কোনওরকম কথা বললেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করত লাল্টু, মারধরও করত সুস্মিতাকে, জানান মৃতার আত্মীয় ৷

পুলিশ সূত্রের খবর, নিত্য অশান্তির কারণে সুস্মিতা কেরোসিন ঢেলে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিলেন ৷ এরপর শ্বশুরবাড়ির লোকরাই আগুন ধরিয়ে দেয় তাঁর শরীরে ৷ চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ দেহের প্রায় 80 শতাংশ পুড়ে যায় সুস্মিতার ৷ কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে ৷ কিন্তু ঘন্টাদুয়েক পরই মৃত্যু হয় তাঁর ৷

সুস্মিতার ভ্রাতৃবধূ বলেন, ''বাড়িতে সেলাই কারখানা থাকায় নানা কারিগরের যাওয়া আসা ছিল নিয়মিত ৷ কেউ জল চাইলে সুস্মিতা যদি জলও দিতেন, লাল্টু তা মানতে পারত না ৷ সারাক্ষণ সন্দেহ করত ৷ 50 হাজার টাকা পণও নিয়েছিল সে বিয়ের সময় ৷''

সুস্মিতার আত্মীয়দের অভিযোগ, স্বামী লাল্টু, সুস্মিতার শ্বশুর কালিপদ ঘোষ, দেবর ও এক আত্মীয় পুড়িয়ে খুন করেছে তাঁদের মেয়েকে ৷ এই চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা ৷

বসিরহাট, 26 অগস্ট : সন্দেহের বশে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বসিরহাটের এক যুবকের বিরুদ্ধে ৷ বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই পুড়িয়ে মেরে ফেলেছে 24 বছরের যুবতিকে ৷

পূর্ব কলকাতার সায়েন্স সিটি এলাকার ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুস্মিতা ৷ 5 বছর আগে বসিরহাটের লাল্টু ঘোষের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ সুস্মিতা মণ্ডল নামে ওই তরুণীকে প্রায়ই নানা কারণে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ আত্মীয়দের ৷

অকারণ সন্দেহ, পণ নিয়ে ঝামেলা , বিয়ের পাঁচ বছর পর কন্যা সন্তানের জন্ম দেওয়া প্রতিটি কারণেই 24 বছরের যুবতির জীবন অতিষ্ঠ করে তুলেছিল স্বামী লাল্টু ৷ বিশেষ করে বাড়ির পাশে থাকা কারখানার শ্রমিকদের সঙ্গে কোনওরকম কথা বললেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করত লাল্টু, মারধরও করত সুস্মিতাকে, জানান মৃতার আত্মীয় ৷

পুলিশ সূত্রের খবর, নিত্য অশান্তির কারণে সুস্মিতা কেরোসিন ঢেলে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিলেন ৷ এরপর শ্বশুরবাড়ির লোকরাই আগুন ধরিয়ে দেয় তাঁর শরীরে ৷ চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ দেহের প্রায় 80 শতাংশ পুড়ে যায় সুস্মিতার ৷ কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে ৷ কিন্তু ঘন্টাদুয়েক পরই মৃত্যু হয় তাঁর ৷

সুস্মিতার ভ্রাতৃবধূ বলেন, ''বাড়িতে সেলাই কারখানা থাকায় নানা কারিগরের যাওয়া আসা ছিল নিয়মিত ৷ কেউ জল চাইলে সুস্মিতা যদি জলও দিতেন, লাল্টু তা মানতে পারত না ৷ সারাক্ষণ সন্দেহ করত ৷ 50 হাজার টাকা পণও নিয়েছিল সে বিয়ের সময় ৷''

সুস্মিতার আত্মীয়দের অভিযোগ, স্বামী লাল্টু, সুস্মিতার শ্বশুর কালিপদ ঘোষ, দেবর ও এক আত্মীয় পুড়িয়ে খুন করেছে তাঁদের মেয়েকে ৷ এই চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা ৷

Intro:সন্দেহের বশে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ


বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের ঘটনা 24 বছরের সুসমিতা মণ্ডল ঘোষ কে পুড়িয়ে মারলো শ্বশুর বাড়ির লোকজন গতকাল সকালে সন্দেহ করে ঝামেলা করেন তারপর বধূ সহ‍্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ভয় দেখান ঠিক তখনই ইচ্ছে করে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা তারপর বধূর চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে আসেন তক্ষনে 80% পুড়ে গেছে তারপর তাকে কলকাতার নীল রতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তার ঘন্টা দুয়েক পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাড়িতে সেলাই কারখানা থাকায় কারিগরের যাওয়া আসা ছিল নিয়মিত আর সেখানেই সন্দেহর ডানা বাধে কারিগরেরা জল চাইতেন যেকোনো দরকার থাকলে বলতেন কিন্তু অভিযুক্ত স্বামী কোনোদিন সেটি ভালো ভাবে নেননি আর সেখান থেকেই শুরু অশান্তি তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম দেন 2 বছরের সায়নী ঘোষ 50 হাজার টাকা পনের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 5 বছর আগে বিয়ের এক মাস পর থেকেই শুরু অশান্তি কোনো কোনো দিন অশান্তি চরম জায়গায় পৌঁছে যেত অভিযুক্ত স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং দেয়র অভিযুক্ত স্বামী লাল্টু ঘোষ এবং শ্বশুর কালিপদ ঘোষ সহ চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা সায়েন্সসিটি ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুসমিতা মণ্ডল এবং হাড়োয়ার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের বাসিন্দা কালিপদ মণ্ডলের বড়ো পুত্র লাল্টু ঘোষের সঙ্গে পাঁচ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হনBody:সন্দেহের বশে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ


বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের ঘটনা 24 বছরের সুসমিতা মণ্ডল ঘোষ কে পুড়িয়ে মারলো শ্বশুর বাড়ির লোকজন গতকাল সকালে সন্দেহ করে ঝামেলা করেন তারপর বধূ সহ‍্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ভয় দেখান ঠিক তখনই ইচ্ছে করে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা তারপর বধূর চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে আসেন তক্ষনে 80% পুড়ে গেছে তারপর তাকে কলকাতার নীল রতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তার ঘন্টা দুয়েক পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাড়িতে সেলাই কারখানা থাকায় কারিগরের যাওয়া আসা ছিল নিয়মিত আর সেখানেই সন্দেহর ডানা বাধে কারিগরেরা জল চাইতেন যেকোনো দরকার থাকলে বলতেন কিন্তু অভিযুক্ত স্বামী কোনোদিন সেটি ভালো ভাবে নেননি আর সেখান থেকেই শুরু অশান্তি তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম দেন 2 বছরের সায়নী ঘোষ 50 হাজার টাকা পনের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 5 বছর আগে বিয়ের এক মাস পর থেকেই শুরু অশান্তি কোনো কোনো দিন অশান্তি চরম জায়গায় পৌঁছে যেত অভিযুক্ত স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং দেয়র অভিযুক্ত স্বামী লাল্টু ঘোষ এবং শ্বশুর কালিপদ ঘোষ সহ চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা সায়েন্সসিটি ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুসমিতা মণ্ডল এবং হাড়োয়ার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের বাসিন্দা কালিপদ মণ্ডলের বড়ো পুত্র লাল্টু ঘোষের সঙ্গে পাঁচ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হনConclusion:সন্দেহের বশে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ


বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের ঘটনা 24 বছরের সুসমিতা মণ্ডল ঘোষ কে পুড়িয়ে মারলো শ্বশুর বাড়ির লোকজন গতকাল সকালে সন্দেহ করে ঝামেলা করেন তারপর বধূ সহ‍্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ভয় দেখান ঠিক তখনই ইচ্ছে করে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা তারপর বধূর চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে আসেন তক্ষনে 80% পুড়ে গেছে তারপর তাকে কলকাতার নীল রতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তার ঘন্টা দুয়েক পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাড়িতে সেলাই কারখানা থাকায় কারিগরের যাওয়া আসা ছিল নিয়মিত আর সেখানেই সন্দেহর ডানা বাধে কারিগরেরা জল চাইতেন যেকোনো দরকার থাকলে বলতেন কিন্তু অভিযুক্ত স্বামী কোনোদিন সেটি ভালো ভাবে নেননি আর সেখান থেকেই শুরু অশান্তি তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম দেন 2 বছরের সায়নী ঘোষ 50 হাজার টাকা পনের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 5 বছর আগে বিয়ের এক মাস পর থেকেই শুরু অশান্তি কোনো কোনো দিন অশান্তি চরম জায়গায় পৌঁছে যেত অভিযুক্ত স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং দেয়র অভিযুক্ত স্বামী লাল্টু ঘোষ এবং শ্বশুর কালিপদ ঘোষ সহ চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর পরিবারের সদস্যরা সায়েন্সসিটি ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুসমিতা মণ্ডল এবং হাড়োয়ার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামের বাসিন্দা কালিপদ মণ্ডলের বড়ো পুত্র লাল্টু ঘোষের সঙ্গে পাঁচ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.