বারাসত, 2 জুন : 69 দিনের লকডাউন কাটিয়ে চেনা ছন্দে ফিরতে শুরু করেছে বারাসত । গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির কোলাহল, যানজট যেন প্রমান দিচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরতে কতটা মরিয়া ছিল জেলা সদর বারাসত । শুধু যানবাহনের কথা বললেই ভুল হবে । রাস্তায় ও বিভিন্ন বাজারেও আগের সেই চেনা ছবি ৷ থিকথিকে ভিড় ৷ আর, সামাজিক দূরত্ব মানার কোনও বালাই নেই ৷ সুরক্ষা বিধি শিকেয় তুলে লোকজন জিনিসপত্র কিনতে ব্যস্ত । এমন ছবি দেখার পর অনেকেই লকডাউন ওঠার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ।
লকডাউন ওঠার দ্বিতীয় দিনই তীব্র যানজটের সম্মুখীন হল বারাসত শহর । সেই যানজট সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে । এই মুহূর্তে উত্তর 24পরগনায় কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চারশোর ওপর ৷ মৃত্যুও হয়েছে প্রায় 35 জনের ।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও যেভাবে অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে সুরক্ষা বিধি মানছেন না তাতে সংক্রমিতের সংখ্যা বাড়ার আশঙ্কাও করছেন এলাকার বাসিন্দারা ।