ETV Bharat / state

Destination Delhi on Bicycle: দেশের নাম পরিবর্তনের দাবিতে সাইকেলে দিল্লি যাত্রা কিশোরীর, সঙ্গী বাবা

দেশের নাম পরিবর্তনের দাবিতে সাইকেলে চড়ে দিল্লি যাত্রা করল বারাসতের কিশোরী ৷ এই সফরে তার সঙ্গী হয়েছে তার বাবা ৷

Destination Delhi on BicycleETV Bharat
সাইকেলে দিল্লি যাত্রা
author img

By

Published : Apr 9, 2023, 7:34 PM IST

Updated : Apr 9, 2023, 8:10 PM IST

দেশের নাম পরিবর্তনের দাবিতে সাইকেলে দিল্লি যাত্রা কিশোরীর

বারাসত, 9 এপ্রিল: দাবি সমূহে আন্দোলন কিংবা নিজস্ব ঢঙে পথে নেমে লড়াই, এ রাজ্যে নতুন কিছু নয় । তা পৃথক গোর্খাল্যান্ড হোক । অথবা কামতাপুরি রাজ্যের দাবি । তবে এ বার দেশের নাম পরিবর্তন করার দাবিতে এক অভিনব পন্থা বেছে নিলেন বারাসতের 14 বছরের বেদবন্ধিতা বসু ।

'ইন্ডিয়ার' পরিবর্তে ভারতবর্ষের নাম 'হিন্দুস্তান' করার শপথ নিয়ে রবিবার এই কিশোরী সাইকেল নিয়ে শুরু করলেন একেবারে দিল্লি যাত্রা । ভারতবাসীর কাছে এই দাবি তুলে ধরতেই এমন ভাবনা ছোট্ট বেদবন্ধিতার । সফর শুরু করার আগে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে নেয় সে। তার এই সফরে কিশোরী পাশে পেয়েছে তার বাবা বিশ্বরূপ বসুকে । তিনিও মেয়ের সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দিল্লি অভিমুখে ।

ছোট্ট মেয়েটির এই দাবির সমর্থনে এগিয়ে এসেছে গেরুয়া শিবিরও । তাদেরও পূর্ণ সমর্থন রয়েছে দেশের নাম পরিবর্তনের দাবিতে । দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছেও এই দাবি তুলে ধরতে চান বাবা-মেয়ে ।

উত্তর 24 পরগনার বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশে একটি আবাসনে পরিবার নিয়ে বসবাস করেন ব‍্যবসায়ী বিশ্বরূপ বসু । পরিবার বলতে স্ত্রী, এক ছেলে ও মেয়ে । মেয়ে বেদবন্ধিতা বারাসতেরই একটি ইংরেজি মাধ্যমিক স্কুলের ক্লাস নাইনের ছাত্রী । 'পরীক্ষা পে চর্চা'-র একটি অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর মুখে 'হিন্দুস্তান'-শব্দটি শুনে একদিন কৌতূহল জাগে ছোট্ট মেয়েটির । তখন সে তার মায়ের কাছে জানতে চায় হিন্দুস্তান কোথায় ? মা বাণী বসু (চক্রবর্তী) সাবলীলভাবে উত্তর দেন, ইন্ডিয়াকেই সম্বোধন করা হয় হিন্দুস্তান বলে ।

তখন থেকেই ছোট্ট মেয়েটির কৌতূহল আরও বেড়ে যায় ৷ ইন্ডিয়া শব্দের সম্পর্কে তথ্য খুঁজে করতে শুরু করে সে । পড়া শুরু করে ইতিহাস । সর্বত্র ঘেঁটে কোথায়ও সেভাবে কোনও তথ্য মেলেনি বলে দাবি বেদবন্ধিতার । একই দাবি তার বাবা বিশ্বরূপেরও । এরপরই বাবা-মেয়ে স্থির করেন, দেশের নাম পরিবর্তন করে হিন্দুস্তান করার দাবিতে পথে নামবেন । জনমত গড়ে তুলবেন দেশবাসীর সামনে । যেমন ভাবনা, ঠিক তেমনই কাজ । রবিবার সকালে বাবা-মেয়ে দু'জনেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন জনমত গড়ে তোলার কাজে । দেশের প্রায় চারটি রাজ‍্য পেরিয়ে দাবির স্বপক্ষে বার্তা দেবেন বিশ্বরূপ-বেদবন্ধিতা । 22 দিনের এই সফর শেষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবির সমর্থনে দরবার করবেন তাঁরা ।

এই বিষয়ে ছোট্ট বেদবন্ধিতা বলেন, "ইন্ডিয়া শব্দটি কোনও হিন্দুস্তানি শব্দ নয় । স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে দেখেছি, ইন্ডিয়ার পরিবর্তে উনি দেশকে সম্বোধন করেন হিন্দুস্তান বলে । তাই আমিও চাই মোদিজি দেশের নাম পরিবর্তন করে হিন্দুস্তান করুন । সেই দাবিতেই সাইকেল নিয়ে রওনা হয়েছি দিল্লির উদ্দেশে ৷"

একই সুর শোনা গিয়েছে বেদবন্ধিতার বাবা বিশ্বরূপ বসুর গলাতেও । তাঁর কথায়, "ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল হোক কিংবা ইংল্যান্ডের রানি এলিজাবেথের সময়কাল । তখন থেকেই কিন্তু দেশের নাম বিবেচিত হয়ে আসছে হিন্দুস্তান বলে । ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনও মানে হয় না ইন্ডিয়া শব্দের । আশা করছি, দেশের প্রধানমন্ত্রীও সহমত হবেন এই বিষয়ে । তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের ৷"

এ দিকে, ছোট্ট বেদবন্ধিতার এই দাবিকে কুর্নিশ জানিয়েছে গেরুয়া শিবিরও । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "দেশের বাইরেও সকলে ইন্ডিয়াকে চেনে হিন্দুস্তান বলে । তাই, আমরাও চাই দেশের অখণ্ডতা বজায় রাখতে ৷ দেশের নাম পরিবর্তন করা হোক । তাতে আনন্দিতই হবে দেশবাসী । এতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ৷"

আরও পড়ুন: ঘাটালে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট ! 'গাফিলতি' খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি

দেশের নাম পরিবর্তনের দাবিতে সাইকেলে দিল্লি যাত্রা কিশোরীর

বারাসত, 9 এপ্রিল: দাবি সমূহে আন্দোলন কিংবা নিজস্ব ঢঙে পথে নেমে লড়াই, এ রাজ্যে নতুন কিছু নয় । তা পৃথক গোর্খাল্যান্ড হোক । অথবা কামতাপুরি রাজ্যের দাবি । তবে এ বার দেশের নাম পরিবর্তন করার দাবিতে এক অভিনব পন্থা বেছে নিলেন বারাসতের 14 বছরের বেদবন্ধিতা বসু ।

'ইন্ডিয়ার' পরিবর্তে ভারতবর্ষের নাম 'হিন্দুস্তান' করার শপথ নিয়ে রবিবার এই কিশোরী সাইকেল নিয়ে শুরু করলেন একেবারে দিল্লি যাত্রা । ভারতবাসীর কাছে এই দাবি তুলে ধরতেই এমন ভাবনা ছোট্ট বেদবন্ধিতার । সফর শুরু করার আগে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে নেয় সে। তার এই সফরে কিশোরী পাশে পেয়েছে তার বাবা বিশ্বরূপ বসুকে । তিনিও মেয়ের সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দিল্লি অভিমুখে ।

ছোট্ট মেয়েটির এই দাবির সমর্থনে এগিয়ে এসেছে গেরুয়া শিবিরও । তাদেরও পূর্ণ সমর্থন রয়েছে দেশের নাম পরিবর্তনের দাবিতে । দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছেও এই দাবি তুলে ধরতে চান বাবা-মেয়ে ।

উত্তর 24 পরগনার বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশে একটি আবাসনে পরিবার নিয়ে বসবাস করেন ব‍্যবসায়ী বিশ্বরূপ বসু । পরিবার বলতে স্ত্রী, এক ছেলে ও মেয়ে । মেয়ে বেদবন্ধিতা বারাসতেরই একটি ইংরেজি মাধ্যমিক স্কুলের ক্লাস নাইনের ছাত্রী । 'পরীক্ষা পে চর্চা'-র একটি অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর মুখে 'হিন্দুস্তান'-শব্দটি শুনে একদিন কৌতূহল জাগে ছোট্ট মেয়েটির । তখন সে তার মায়ের কাছে জানতে চায় হিন্দুস্তান কোথায় ? মা বাণী বসু (চক্রবর্তী) সাবলীলভাবে উত্তর দেন, ইন্ডিয়াকেই সম্বোধন করা হয় হিন্দুস্তান বলে ।

তখন থেকেই ছোট্ট মেয়েটির কৌতূহল আরও বেড়ে যায় ৷ ইন্ডিয়া শব্দের সম্পর্কে তথ্য খুঁজে করতে শুরু করে সে । পড়া শুরু করে ইতিহাস । সর্বত্র ঘেঁটে কোথায়ও সেভাবে কোনও তথ্য মেলেনি বলে দাবি বেদবন্ধিতার । একই দাবি তার বাবা বিশ্বরূপেরও । এরপরই বাবা-মেয়ে স্থির করেন, দেশের নাম পরিবর্তন করে হিন্দুস্তান করার দাবিতে পথে নামবেন । জনমত গড়ে তুলবেন দেশবাসীর সামনে । যেমন ভাবনা, ঠিক তেমনই কাজ । রবিবার সকালে বাবা-মেয়ে দু'জনেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন জনমত গড়ে তোলার কাজে । দেশের প্রায় চারটি রাজ‍্য পেরিয়ে দাবির স্বপক্ষে বার্তা দেবেন বিশ্বরূপ-বেদবন্ধিতা । 22 দিনের এই সফর শেষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবির সমর্থনে দরবার করবেন তাঁরা ।

এই বিষয়ে ছোট্ট বেদবন্ধিতা বলেন, "ইন্ডিয়া শব্দটি কোনও হিন্দুস্তানি শব্দ নয় । স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে দেখেছি, ইন্ডিয়ার পরিবর্তে উনি দেশকে সম্বোধন করেন হিন্দুস্তান বলে । তাই আমিও চাই মোদিজি দেশের নাম পরিবর্তন করে হিন্দুস্তান করুন । সেই দাবিতেই সাইকেল নিয়ে রওনা হয়েছি দিল্লির উদ্দেশে ৷"

একই সুর শোনা গিয়েছে বেদবন্ধিতার বাবা বিশ্বরূপ বসুর গলাতেও । তাঁর কথায়, "ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল হোক কিংবা ইংল্যান্ডের রানি এলিজাবেথের সময়কাল । তখন থেকেই কিন্তু দেশের নাম বিবেচিত হয়ে আসছে হিন্দুস্তান বলে । ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনও মানে হয় না ইন্ডিয়া শব্দের । আশা করছি, দেশের প্রধানমন্ত্রীও সহমত হবেন এই বিষয়ে । তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের ৷"

এ দিকে, ছোট্ট বেদবন্ধিতার এই দাবিকে কুর্নিশ জানিয়েছে গেরুয়া শিবিরও । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "দেশের বাইরেও সকলে ইন্ডিয়াকে চেনে হিন্দুস্তান বলে । তাই, আমরাও চাই দেশের অখণ্ডতা বজায় রাখতে ৷ দেশের নাম পরিবর্তন করা হোক । তাতে আনন্দিতই হবে দেশবাসী । এতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ৷"

আরও পড়ুন: ঘাটালে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট ! 'গাফিলতি' খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি

Last Updated : Apr 9, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.