ETV Bharat / state

Baguiati Double Murder: সত্যেন্দ্রকে আদালতে পেশ, হেফাজতে নিয়ে বাগুইআটি জোড়া খুনের কিনারা করতে চায় পুলিশ

বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে (Baguiati Double Murder) ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ৷ শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

Baguiati Double Murder Main Accused Satyandra Chowdhury Produced Before Court
Baguiati Double Murder: সত্যেন্দ্রকে আদালতে পেশ, হেফাজতে নিয়ে বাগুইআটি জোড়া খুনের কিনারা করতে চায় পুলিশ
author img

By

Published : Sep 9, 2022, 2:45 PM IST

Updated : Sep 9, 2022, 3:43 PM IST

বিধাননগর, 9 সেপ্টেম্বর : বাগুইআটি জোড়া খুনে (Baguiati Double Murder) মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ৷ শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhannagar Police Commissionerate) ৷ এদিন হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে ৷ পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত আদালতে (Barasat Court) ৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷

গত মঙ্গলবার বাগুইআটির দুই ছাত্রকে খুনের বিষয়টি সামনে আসে ৷ ওইদিন নিহত দুই ছাত্রের পরিবার ও এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ৷ পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তোলা হয় ৷ পরিবারের দাবি, অগস্টের মাঝামাঝি নিখোঁজ হয়ে যায় অতনু দে ও অভিষেক নস্কর নামে ওই দুই ছাত্র ৷ বাগুইআটি থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ৷

সত্যেন্দ্রকে আদালতে পেশ, হেফাজতে নিয়ে বাগুইআটি জোড়া খুনের কিনারা করতে চায় পুলিশ

প্রায় 15 দিন পর জানা যায় যে বসিরহাট হাসপাতালের মর্গে রয়েছে অতনু ও অভিষেকের দেহ ৷ দশদিন আগেই দেহ উদ্ধার হয়েছিল ৷ কিন্তু পুলিশি সমন্বয়তার অভাবে পরিবারের কাছে খবর আসেনি ৷ তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায় এলাকায় ৷

এই নিয়ে তোলপাড় শুরু হতেই কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার ৷ সাসপেন্ড করা হয় বাগুইআটি থানার আইসিকে ৷ তদন্তভার দেওয়া হয় সিআইডির (CID) হাতে ৷ প্রাথমিক তদন্তে সত্যেন্দ্র চৌধুরীর নাম উঠে আসে ৷ অভিযোগ, অপহরণ করে খুন করা হয় ওই ছাত্রকে ৷ যে গাড়িতে খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ, সেটিও উদ্ধার হয়েছে ৷

কিন্তু সত্যেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে ধরে পুলিশ ৷ এবার তাঁকে হেফাজতে নিয়ে খুনের কিনারা করতে চান তদন্তকারীরা ৷ তাঁরা জানতে চান, কীভাবে খুন ? কী কারণে খুন করা হল ওই দুই ছাত্রকে ৷

আরও পড়ুন : বাগুইআটি কাণ্ডে ব্য়বহৃত গাড়ি থেকে নমুনা সংগ্রহে ফরেনসিক দল

বিধাননগর, 9 সেপ্টেম্বর : বাগুইআটি জোড়া খুনে (Baguiati Double Murder) মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ৷ শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhannagar Police Commissionerate) ৷ এদিন হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে ৷ পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত আদালতে (Barasat Court) ৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷

গত মঙ্গলবার বাগুইআটির দুই ছাত্রকে খুনের বিষয়টি সামনে আসে ৷ ওইদিন নিহত দুই ছাত্রের পরিবার ও এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ৷ পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তোলা হয় ৷ পরিবারের দাবি, অগস্টের মাঝামাঝি নিখোঁজ হয়ে যায় অতনু দে ও অভিষেক নস্কর নামে ওই দুই ছাত্র ৷ বাগুইআটি থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ৷

সত্যেন্দ্রকে আদালতে পেশ, হেফাজতে নিয়ে বাগুইআটি জোড়া খুনের কিনারা করতে চায় পুলিশ

প্রায় 15 দিন পর জানা যায় যে বসিরহাট হাসপাতালের মর্গে রয়েছে অতনু ও অভিষেকের দেহ ৷ দশদিন আগেই দেহ উদ্ধার হয়েছিল ৷ কিন্তু পুলিশি সমন্বয়তার অভাবে পরিবারের কাছে খবর আসেনি ৷ তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায় এলাকায় ৷

এই নিয়ে তোলপাড় শুরু হতেই কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার ৷ সাসপেন্ড করা হয় বাগুইআটি থানার আইসিকে ৷ তদন্তভার দেওয়া হয় সিআইডির (CID) হাতে ৷ প্রাথমিক তদন্তে সত্যেন্দ্র চৌধুরীর নাম উঠে আসে ৷ অভিযোগ, অপহরণ করে খুন করা হয় ওই ছাত্রকে ৷ যে গাড়িতে খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ, সেটিও উদ্ধার হয়েছে ৷

কিন্তু সত্যেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে ধরে পুলিশ ৷ এবার তাঁকে হেফাজতে নিয়ে খুনের কিনারা করতে চান তদন্তকারীরা ৷ তাঁরা জানতে চান, কীভাবে খুন ? কী কারণে খুন করা হল ওই দুই ছাত্রকে ৷

আরও পড়ুন : বাগুইআটি কাণ্ডে ব্য়বহৃত গাড়ি থেকে নমুনা সংগ্রহে ফরেনসিক দল

Last Updated : Sep 9, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.