ETV Bharat / state

বারাসতে BJP-র মিছিলে হামলা, জখম 8 - tmc attack on BJP

বারাসতের BJP-র সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি বলেন, "পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালানো হয় । ওরা (তৃণমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে । কিন্তু, BJP-কে এভাবে দমানো যাবে না ।

রাস্তা আটকে BJP-র প্রতিবাদ
author img

By

Published : Jul 18, 2019, 7:52 PM IST

বারাসত, 18 জুলাই : বারাসতে BJP-র মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হামলার জেরে জখম হন সাত থেকে আট জন BJP কর্মী-সমর্থক । এর প্রতিবাদে মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সর্মথকরা । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কাটমানির তালিকা তৈরিসহ একাধিক ইশুতে আজ রাজ‍্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দেয় BJP । আজ দুপুরে বারাসত 2 নম্বর BDO অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বাদু রোডর কাছে BJP-র মিছিলে হামলা চালানো হয় । বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় BJP কর্মী-সমর্থকদের । হামলার জেরে 7-8 জন দলীয়কর্মী আহত হন । BJP-র অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ।

আরও পড়ুন : বারাসতে প্রিজ়ন ভ্যান থেকে পালাল ধর্ষণের আসামি

এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মধ্যমগ্রাম চৌমাথার যশোর রোড অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশের গার্ডওয়েল ফেলে রাস্তা অবরোধ করা হয় । কয়েকজন গাড়িচালক অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় BJP-র কর্মী-সমর্থকরা ।

বারাসতের BJP-র সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি বলেন, "পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালানো হয় । ওরা (তৃণমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে । কিন্তু, BJP-কে এভাবে দমানো যাবে না । শাসকদল যত হামলা করবে, আমাদের আন্দোলন ততই শক্তিশালী হবে । " যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে বারাসত তৃণমূল নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা কার্যকরী সভাপতি তথা বারাসতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস এই হামলার সঙ্গে জড়িত নয় । BJP-র গোষ্ঠীদ্বন্দ্বই এজন্য দায়ি ।"

বারাসত, 18 জুলাই : বারাসতে BJP-র মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হামলার জেরে জখম হন সাত থেকে আট জন BJP কর্মী-সমর্থক । এর প্রতিবাদে মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সর্মথকরা । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কাটমানির তালিকা তৈরিসহ একাধিক ইশুতে আজ রাজ‍্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দেয় BJP । আজ দুপুরে বারাসত 2 নম্বর BDO অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বাদু রোডর কাছে BJP-র মিছিলে হামলা চালানো হয় । বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় BJP কর্মী-সমর্থকদের । হামলার জেরে 7-8 জন দলীয়কর্মী আহত হন । BJP-র অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ।

আরও পড়ুন : বারাসতে প্রিজ়ন ভ্যান থেকে পালাল ধর্ষণের আসামি

এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মধ্যমগ্রাম চৌমাথার যশোর রোড অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশের গার্ডওয়েল ফেলে রাস্তা অবরোধ করা হয় । কয়েকজন গাড়িচালক অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় BJP-র কর্মী-সমর্থকরা ।

বারাসতের BJP-র সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি বলেন, "পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালানো হয় । ওরা (তৃণমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে । কিন্তু, BJP-কে এভাবে দমানো যাবে না । শাসকদল যত হামলা করবে, আমাদের আন্দোলন ততই শক্তিশালী হবে । " যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে বারাসত তৃণমূল নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা কার্যকরী সভাপতি তথা বারাসতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস এই হামলার সঙ্গে জড়িত নয় । BJP-র গোষ্ঠীদ্বন্দ্বই এজন্য দায়ি ।"

বারাসতে বিজেপির কাটমানি ডেপুটেশনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।আহত ৮ বিজেপি কর্মী। প্রতিবাদে মধ্যমগ্রামের চৌমাথায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সর্মথকরা। অবরোধ ভেঙে গাড়ি চালানোর চেষ্টায় চালকদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি।পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাজু বিশ্বাস,বারাসত:- বিজেপির কাটমানি ডেপুটেশনে হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।ঘটনার জেরে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতের বাদু রোডে।হামলায় বিজেপির ৭-৮ জন কর্মী আহত হয়েছেন বলে খবর।এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর‌ই মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সর্মথকরা। অবরোধ ভেঙে কয়েকজন গাড়ি চালক এগোনোর চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে বচসা বেঁধে যায়। শুরু হয় ধস্তাধস্তিও। যদিও, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ নিয়ন্ত্রনে আনে। হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে।জানা গেছে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া,কাটমানির তালিকা তৈরি সহ একাধিক ইস‍্যুতে আজ রাজ‍্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সেইমতো,আজ দুপুরে মিছিল করে বারাসত ২ নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন মধ্যমগ্রাম পূর্ব ও পশ্চিম মন্ডলের বিজেপির কর্মী-সর্মথকরা। অভিযোগ,মিছিল যখন খামারপাড়া হয়ে বাদু রোড হয়ে বিডিও অফিসের দিকে এগোচ্ছিল,তখন আচমকাই তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। রাস্তায় ফেলে বাঁশ,লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় বিজেপি কর্মী-সমর্থকদের। বাঁশ,লাঠির আঘাতে ৭-৮ জন কর্মী আহত হন।এদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে যায়।হামলার পর পুলিশের সামনে দিয়েই তারা বুক ফুলিয়ে চলে যায় বলে অভিযোগ। এদিকে, হামলার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মীরা।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মধ্যমগ্রাম চৌমাথার যশোর রোড অবরোধ করা হয়।যাতে কোন‌ও যানবাহন না যেতে পারে, তারজন্য পুলিশের গার্ড ওয়েল ফেলে রীতিমত রাস্তা আটকায় অবরোধকারীরা। তারপরেও, কিছু গাড়ি চালক অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বচসা ও ধস্তাধস্তি বেঁধে যায়।অবরোধকারীদের কাউকে কাউকে চালকদের কাছে এগিয়ে মারতে উদ্যত হতে দেখা যায় বলেও অভিযোগ।তবে, পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ এসে আয়ত্তে আনে।এরপর, অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এবিষয়ে বারাসত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শঙ্কর চ্যাটার্জী বলেন,"পরিকল্পনা করেই পুলিশের সামনে হামলা চালায় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।হামলায় আমাদের ৮ জন কর্মী আহত হয়েছেন।ওরা(তৃনমূল) ভয় পেয়ে হামলা চালিয়ে আমাদের দুর্বল করতে চাইছে। কিন্তু, বিজেপিকে এভাবে দমানো যাবেনা।শাসকদল যত হামলা করবে, আমাদের আন্দোলন তত তীব্র হবে"। যদিও, হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা এই ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ি করেছেন জেলা তৃনমূলের কার্যকরী সভাপতি ও বারাসতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ।অন‍্যদিকে,হামলায় আহতদের প্রথমে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু,২-৩ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.