অশোকনগর, 9 জুলাই : এবার কি 'নাইরোবি ফ্লাই' (Nairobi Fly) অর্থাৎ অ্যাসিড পোকার হানা উত্তর 24 পরগনা জেলাতেও ? প্রশ্নটা উঠছে কারণ শরীরে পোকা বসার পর চামড়া পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে অশোকনগরের এক যুবকের সঙ্গে (Ashoknagar Youth Attacked by Nairobi Fly) । আক্রান্ত যুবকের নাম নীহার বাগচী । সোশ্যাল মিডিয়ায় আবার তিনি পরিচিত 'কনটেন্ট ক্রিয়েটর' (Content Creator) মাঞ্চুদাদা হিসেবে ।
আক্রান্ত যুবকের কথায়, "প্রথমে তিনি না বুঝেই পোকাটিকে মেরে ফেলেন । পরে শরীরের যে যে জায়গায় হাত লেগেছে সেখানেই সংক্রমিত হয়েছে । বিশেষ করে চোখ ও মুখে জ্বালা অনুভব করতে শুরু করেন তিনি । একটা সময় তাঁর মুখ বীভৎস ভাবে ফুলে যায় । পুড়েও যায় মুখের একটা অংশ ৷"
আক্রান্ত ওই যুবকের ধারণা, "এই পোকার নিগ্রহ রস থেকেই এই ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে ৷" ফলে অ্যাসিড পোকার সঙ্গে এই পোকার হুবহু মিল রয়েছে বলেও দাবি নীহারের । তবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি ।
যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবক বাইকে করে হাবড়ার জয়গাছির দিকে যাচ্ছিলেন । তখনই কোনও এক সময় তাঁর চোখের কোণে একটি পোকা বসে । তখনও তিনি জানতেন না পোকাটি আসলে 'নাইরোবি ফ্লাই' অর্থাৎ অ্যাসিড পোকা। ফলে না জেনেই পোকাটিকে মেরে ফেলেন সেই সময় ।
এর কিছুক্ষণ পর থেকেই চোখের কোণে এবং মুখে জ্বালা করতে শুরু করে তাঁর । বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রাতে বাড়ি ফিরে যুবক লক্ষ্য করেন, তাঁর মুখ বীভৎস ভাবে ফুলে গিয়েছে । আরও লক্ষ্মণীয় বিষয়, ফোলার সঙ্গে সঙ্গে মুখের একটা অংশও পুড়ে গিয়েছে যুবকের ।
দেরি না করে পরেরদিন সকালেই স্থানীয় এক চক্ষু চিকিৎসকের কাছে ছুটে যান আক্রান্ত ওই যুবক । চিকিৎসকের দেওয়া ওষুধ এখনও খেয়ে যাচ্ছেন তিনি । তবে আগের থেকে অনেকটাই সুস্থ নীহার । তিনি বলেন, "পোকা মারার পর চোখ ও মুখে জ্বালা অনুভূতি হলেও তাঁর জ্বর কিংবা বমির লক্ষণ দেখা যায়নি । তবে, এখনও খাবারের প্রতি অনীহা রয়েছে ৷"
এদিকে, এই ধরনের পোকা থেকে বাঁচতে সাবধানতা ও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা । কারণ, পোকা থেকে বের হওয়া রস থেকেই শরীরের ক্ষতি হওয়ার সম্ভবনা সবথেকে বেশি । তাই, অজান্তে কেউ এই ধরনের পোকা মারলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহলের একাংশ ।
প্রসঙ্গত, 'নাইরোবি ফ্লাই' অর্থাৎ অ্যাসিড পোকার আতঙ্কে ত্রস্ত উত্তরবঙ্গ । উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ইতিমধ্যে হানা দিয়েছে এই অ্যাসিড পোকা । উত্তরবঙ্গ ছাড়িয়ে এবার দক্ষিণবঙ্গেও কি হানা দিল 'নাইরোবি ফ্লাই' ? প্রশ্নটা উঠে গেল অশোকনগরের ঘটনার পর ৷
আরও পড়ুন : Acid Fly: আতঙ্কের নাম 'অ্যাসিড ফ্লাই', আফ্রিকাজাত পতঙ্গের হানায় ত্রস্ত উত্তরবঙ্গ