ETV Bharat / state

বারাসতে হতে পারে সম্পূর্ণ লকডাউন, ইঙ্গিত পৌরসভার প্রশাসক বোর্ডের - Barasat municipality

আগামী বুধবার পৌরসভায় একটি সর্বদলীয় বৈঠক আয়োজিত হওয়ার কথা ৷ সেই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা প্রশাসক বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সহমত হলে তাতে সিলমোহর পড়বে ৷ সংক্রমণ প্রতিরোধে বারাসতে এই মুহূর্তে আংশিক ও সময়ভিত্তিক লকডাউন চলছে ৷ সাতদিনের সেই লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে ৷ শেষ হবে আগামী বুধবার ৷ আংশিক লকডাউনে সুফল না মেলায় তাই এবার বারাসতে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা শুরু করেছে পৌরসভার প্রশাসক বোর্ড ৷

Ashani mupadhyay said, a complete lockdown can be implemented in barasat
বারাসতে হতে পারে সম্পূর্ণ লকডাউন ; অশনি মুখোপাধ্যায়
author img

By

Published : Jul 20, 2020, 8:30 PM IST

বারাসত, 20 জুলাই : হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ আংশিক লকডাউনে সংক্রমণে লাগাম টানা যায়নি ৷ রাজ্যের কয়েকটি জায়গায় শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ ৷ তাই এবার সংক্রমণ প্রতিরোধে বারাসতে সম্পূর্ণ লকডাউনের ভাবনা পৌরসভার প্রশাসক বোর্ডের ৷ আজ পৌরসভায় প্রশাসক বোর্ডের মিটিংয়ে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ৷ সেখানে প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায়, চম্পক দাস, অরুণ ভৌমিক, পান্নালাল বসু ও তাপস দাশগুপ্তরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন ৷ বারাসতে যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে তাতে সংক্রমণ মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনের পথে যাওয়া হবে ৷ তবে, তার আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে আলোচনা করা হবে ৷

আগামী বুধবার পৌরসভায় একটি সর্বদলীয় বৈঠক আয়োজিত হওয়ার কথা ৷ সেই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা প্রশাসক বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সহমত হলে তাতে সিলমোহর পড়বে ৷ সংক্রমণ প্রতিরোধে বারাসতে এই মুহূর্তে আংশিক ও সময়ভিত্তিক লকডাউন চলছে ৷ সাতদিনের সেই লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে ৷ শেষ হবে আগামী বুধবার ৷ আংশিক লকডাউনে সুফল না মেলায় তাই এবার বারাসতে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা শুরু করেছে পৌরসভার প্রশাসক বোর্ড ৷

পৌরসভা সূত্রে খবর, সম্পূর্ণ লকডাউন হবে সাত থেকে দশদিনের জন্য ৷ তখন সমস্ত বাজার দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে ৷ শুধু সচল থাকবে একমাত্র জরুরি পরিষেবা ৷ যান চলাচল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে কি না সেই বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হবে ৷ জেলাশাসক বিষয়টি রাজ্য সরকারের নজরে আনবেন ৷ জেলা প্রশাসনের সবুজ সঙ্কেত পাওয়া গেলেই লকডাউনের আওতায় আসবে যানবাহনও ৷ কোরোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে উত্তর 24 পরগনায় ৷ আক্রান্তের নিরিখে এই মুহুর্তে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে ৷ সংক্রমণ ও মৃত্যুর তালিকা ক্রমশ লম্বা হচ্ছে এখানে ৷ পরিস্থিতি জটিল হওয়ায় সংক্রমণ রোধে বারাসতে আংশিক ও সময়ভিত্তিক লকডাউনের পথে হেঁটেছে পৌরসভার প্রশাসক বোর্ড । সাতদিনের সেই লকডাউনে বাজার দোকানপাট খোলার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ৷ সকাল 7 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকার বলা হলেও বেনিয়মও সামনে এসেছে ৷ নিয়মভঙ্গ করে যেমন লকডাউনের মধ্যে দোকান খোলার অভিযোগ সামনে এসেছে তেমনই অভিযোগ উঠেছে স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় ভিড় করার ৷ যা রীতিমত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর কর্তৃপক্ষের কাছে ৷ একদিকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ অন্যদিকে, লকডাউনের মধ্যেও একশ্রেণির মানুষের সচেতনতার অভাব ৷ এই দু’য়ের জেরে সংক্রমণ মোকাবিলায় কড়া লকডাউনই অস্ত্র হতে চলেছে পৌরসভার প্রশাসক বোর্ডের ৷

বারাসতে হতে পারে সম্পূর্ণ লকডাউন ; অশনি মুখোপাধ্যায়

এদিকে,সংক্রমণ ঠেকাতে পৌরসভা যে সম্পূর্ণ লকডাউনের পথে যেতে চাইছে তাঁর ইঙ্গিত মিলেছে প্রশাসন বোর্ডের সদস্য ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়ের কথাতেই ৷ তিনি বলেন, "পৌরসভার প্রশাসক বোর্ডের সকল সদস্য আলোচনায় সম্পূর্ণ লকডাউনের পথে যাওয়া উচিত বলে মত পোষণ করেছেন ৷ এবার সেই সিদ্ধান্ত নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা করা হবে ৷ আগামী বুধবার দুপুর 12 টায় পৌরসভার প্রশাসকের নেতৃত্বে সেই বৈঠকে যদি বিরোধীরাও একমত হয় তাহলে তাতে সিলমোহর পড়বে ৷ তবে সম্পূর্ণ লকডাউনের আগে হাতে কিছুটা সময় নেওয়া হবে ৷ যাতে কারোর কোনও অসুবিধে না হয় ৷ "

বারাসত, 20 জুলাই : হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ আংশিক লকডাউনে সংক্রমণে লাগাম টানা যায়নি ৷ রাজ্যের কয়েকটি জায়গায় শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ ৷ তাই এবার সংক্রমণ প্রতিরোধে বারাসতে সম্পূর্ণ লকডাউনের ভাবনা পৌরসভার প্রশাসক বোর্ডের ৷ আজ পৌরসভায় প্রশাসক বোর্ডের মিটিংয়ে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ৷ সেখানে প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায়, চম্পক দাস, অরুণ ভৌমিক, পান্নালাল বসু ও তাপস দাশগুপ্তরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন ৷ বারাসতে যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে তাতে সংক্রমণ মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনের পথে যাওয়া হবে ৷ তবে, তার আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে আলোচনা করা হবে ৷

আগামী বুধবার পৌরসভায় একটি সর্বদলীয় বৈঠক আয়োজিত হওয়ার কথা ৷ সেই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা প্রশাসক বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সহমত হলে তাতে সিলমোহর পড়বে ৷ সংক্রমণ প্রতিরোধে বারাসতে এই মুহূর্তে আংশিক ও সময়ভিত্তিক লকডাউন চলছে ৷ সাতদিনের সেই লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে ৷ শেষ হবে আগামী বুধবার ৷ আংশিক লকডাউনে সুফল না মেলায় তাই এবার বারাসতে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা শুরু করেছে পৌরসভার প্রশাসক বোর্ড ৷

পৌরসভা সূত্রে খবর, সম্পূর্ণ লকডাউন হবে সাত থেকে দশদিনের জন্য ৷ তখন সমস্ত বাজার দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে ৷ শুধু সচল থাকবে একমাত্র জরুরি পরিষেবা ৷ যান চলাচল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে কি না সেই বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হবে ৷ জেলাশাসক বিষয়টি রাজ্য সরকারের নজরে আনবেন ৷ জেলা প্রশাসনের সবুজ সঙ্কেত পাওয়া গেলেই লকডাউনের আওতায় আসবে যানবাহনও ৷ কোরোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে উত্তর 24 পরগনায় ৷ আক্রান্তের নিরিখে এই মুহুর্তে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে ৷ সংক্রমণ ও মৃত্যুর তালিকা ক্রমশ লম্বা হচ্ছে এখানে ৷ পরিস্থিতি জটিল হওয়ায় সংক্রমণ রোধে বারাসতে আংশিক ও সময়ভিত্তিক লকডাউনের পথে হেঁটেছে পৌরসভার প্রশাসক বোর্ড । সাতদিনের সেই লকডাউনে বাজার দোকানপাট খোলার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ৷ সকাল 7 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকার বলা হলেও বেনিয়মও সামনে এসেছে ৷ নিয়মভঙ্গ করে যেমন লকডাউনের মধ্যে দোকান খোলার অভিযোগ সামনে এসেছে তেমনই অভিযোগ উঠেছে স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় ভিড় করার ৷ যা রীতিমত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর কর্তৃপক্ষের কাছে ৷ একদিকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ অন্যদিকে, লকডাউনের মধ্যেও একশ্রেণির মানুষের সচেতনতার অভাব ৷ এই দু’য়ের জেরে সংক্রমণ মোকাবিলায় কড়া লকডাউনই অস্ত্র হতে চলেছে পৌরসভার প্রশাসক বোর্ডের ৷

বারাসতে হতে পারে সম্পূর্ণ লকডাউন ; অশনি মুখোপাধ্যায়

এদিকে,সংক্রমণ ঠেকাতে পৌরসভা যে সম্পূর্ণ লকডাউনের পথে যেতে চাইছে তাঁর ইঙ্গিত মিলেছে প্রশাসন বোর্ডের সদস্য ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়ের কথাতেই ৷ তিনি বলেন, "পৌরসভার প্রশাসক বোর্ডের সকল সদস্য আলোচনায় সম্পূর্ণ লকডাউনের পথে যাওয়া উচিত বলে মত পোষণ করেছেন ৷ এবার সেই সিদ্ধান্ত নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা করা হবে ৷ আগামী বুধবার দুপুর 12 টায় পৌরসভার প্রশাসকের নেতৃত্বে সেই বৈঠকে যদি বিরোধীরাও একমত হয় তাহলে তাতে সিলমোহর পড়বে ৷ তবে সম্পূর্ণ লকডাউনের আগে হাতে কিছুটা সময় নেওয়া হবে ৷ যাতে কারোর কোনও অসুবিধে না হয় ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.