ETV Bharat / state

লকডাউন অমান্য করে ভিড়ে ঠাসা বাজার, পুলিশি তৎপরতায় বন্ধ - খিলকাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবদুল মান্নান মউন

লকডাউন অমান্য করেই উপচে পড়া ভিড় উত্তর 24 পরগনার দত্তপুকুরের ময়নাহাটে । ঘণ্টাদুয়েক কেনাবেচা চলার পর শেষমেশ পুলিশি তৎপরতায় বন্ধ হল বাজার ।

image
বন্ধ সবজির হাট
author img

By

Published : Mar 27, 2020, 8:52 PM IST

দত্তপুকুর, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন । কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করেই উপচে পড়া ভিড় উত্তর 24 পরগনার দত্তপুকুরের ময়নাহাটে । শেষমেশ পুলিশি তৎপরতায় বন্ধ করে দেওয়া হল বাজার ।

কোরোনা সংক্রমণ রুখতে নানা সচেতনতামূলক প্রচার চালাচ্ছে সরকার । জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষকে সতর্ক করছেন । কিন্তু এতকিছুর পরও ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দত্তপুকুরের ময়নাহাটের ছবিটা একটু অন্যরকম। আজ সেখানে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েই চলল কেনাবেচা । প্রথম দিকে ঘণ্টাদুয়েক এভাবেই চলে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ । বন্ধ করে দেওয়া হয় বাজার । পাশাপাশি,মাইকিং করে চলে সতর্কতামূলক প্রচারও।

ঘটনায় মহম্মদ মউন নামে এক সবজি বিক্রেতা বলেন, "হাটে পাঁচজন লোক না আসলে আমরা সবজি ও কাঁচামাল বিক্রি করব কীভাবে ? সরকার জমায়েত করতে বারণ করছে,ঠিক আছে। কিন্তু,এত সবজি ও কাঁচামাল বিক্রি করতে না পারলে তো সব নষ্ট হয়ে যাবে। প্রশাসন এসে এখন হাট ফাঁক করে দিতে বলছে । তাই,সবজি বিক্রি না করেই আমাদের চলে যেতে হচ্ছে । "

image
ভিড়ে ঠাসা দত্তপুকুরের ময়নাহাট
এদিকে, স্থানীয় পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবদুল মান্নান মউন বলেন,"আমরা পঞ্চায়েতের তরফে বারবার প্রচার করে বলেছি লকডাউন যতদিন চলবে, ততদিন ময়নাহাট বন্ধ থাকবে। তারপরও আজ দেখি প্রচুর চাষি হাটে ভিড় করেছে। এর বেশিরভাগই আমাদের পঞ্চায়েত এলাকার বাইরের। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হাট খালি করার নির্দেশ দিয়েছি । কেউ আইন ভাঙলে প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে । "

দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, লকডাউন চলকালীন ময়নার সবজির হাট আর বসতে দেওয়া হবে না । পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে সেদিকে নজর দেওয়া হবে।

দত্তপুকুর, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন । কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করেই উপচে পড়া ভিড় উত্তর 24 পরগনার দত্তপুকুরের ময়নাহাটে । শেষমেশ পুলিশি তৎপরতায় বন্ধ করে দেওয়া হল বাজার ।

কোরোনা সংক্রমণ রুখতে নানা সচেতনতামূলক প্রচার চালাচ্ছে সরকার । জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষকে সতর্ক করছেন । কিন্তু এতকিছুর পরও ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দত্তপুকুরের ময়নাহাটের ছবিটা একটু অন্যরকম। আজ সেখানে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েই চলল কেনাবেচা । প্রথম দিকে ঘণ্টাদুয়েক এভাবেই চলে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ । বন্ধ করে দেওয়া হয় বাজার । পাশাপাশি,মাইকিং করে চলে সতর্কতামূলক প্রচারও।

ঘটনায় মহম্মদ মউন নামে এক সবজি বিক্রেতা বলেন, "হাটে পাঁচজন লোক না আসলে আমরা সবজি ও কাঁচামাল বিক্রি করব কীভাবে ? সরকার জমায়েত করতে বারণ করছে,ঠিক আছে। কিন্তু,এত সবজি ও কাঁচামাল বিক্রি করতে না পারলে তো সব নষ্ট হয়ে যাবে। প্রশাসন এসে এখন হাট ফাঁক করে দিতে বলছে । তাই,সবজি বিক্রি না করেই আমাদের চলে যেতে হচ্ছে । "

image
ভিড়ে ঠাসা দত্তপুকুরের ময়নাহাট
এদিকে, স্থানীয় পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবদুল মান্নান মউন বলেন,"আমরা পঞ্চায়েতের তরফে বারবার প্রচার করে বলেছি লকডাউন যতদিন চলবে, ততদিন ময়নাহাট বন্ধ থাকবে। তারপরও আজ দেখি প্রচুর চাষি হাটে ভিড় করেছে। এর বেশিরভাগই আমাদের পঞ্চায়েত এলাকার বাইরের। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হাট খালি করার নির্দেশ দিয়েছি । কেউ আইন ভাঙলে প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে । "

দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, লকডাউন চলকালীন ময়নার সবজির হাট আর বসতে দেওয়া হবে না । পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে সেদিকে নজর দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.