দত্তপুকুর, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন । কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করেই উপচে পড়া ভিড় উত্তর 24 পরগনার দত্তপুকুরের ময়নাহাটে । শেষমেশ পুলিশি তৎপরতায় বন্ধ করে দেওয়া হল বাজার ।
কোরোনা সংক্রমণ রুখতে নানা সচেতনতামূলক প্রচার চালাচ্ছে সরকার । জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষকে সতর্ক করছেন । কিন্তু এতকিছুর পরও ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দত্তপুকুরের ময়নাহাটের ছবিটা একটু অন্যরকম। আজ সেখানে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েই চলল কেনাবেচা । প্রথম দিকে ঘণ্টাদুয়েক এভাবেই চলে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ । বন্ধ করে দেওয়া হয় বাজার । পাশাপাশি,মাইকিং করে চলে সতর্কতামূলক প্রচারও।
ঘটনায় মহম্মদ মউন নামে এক সবজি বিক্রেতা বলেন, "হাটে পাঁচজন লোক না আসলে আমরা সবজি ও কাঁচামাল বিক্রি করব কীভাবে ? সরকার জমায়েত করতে বারণ করছে,ঠিক আছে। কিন্তু,এত সবজি ও কাঁচামাল বিক্রি করতে না পারলে তো সব নষ্ট হয়ে যাবে। প্রশাসন এসে এখন হাট ফাঁক করে দিতে বলছে । তাই,সবজি বিক্রি না করেই আমাদের চলে যেতে হচ্ছে । "
দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, লকডাউন চলকালীন ময়নার সবজির হাট আর বসতে দেওয়া হবে না । পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে সেদিকে নজর দেওয়া হবে।