সন্দেশখালি, 14 জানুয়ারি: সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ আরও দুই অভিযুক্ত। ধৃতদের নাম সঞ্জয় মণ্ডল ও আলি হোসেন ঘরামী। সূত্রের খবর, ধৃত দু'জনেই 'ফেরার' তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত এলাকায়। ইডি আধিকারিকদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় এই দু'জন সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের। হামলার ভিড়িয়ো ফুটেজ দেখে ঘটনাস্থলে তাদের উপস্থিতির সত্যতাও মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো ফুটেজ দেখেই শনাক্ত করা হয় ওই দু'জনকে। এরপরই রবিবার ন্যাজাট থানা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় শাহজাহান ঘনিষ্ঠ এই দুই অভিযুক্তকে। এর দু'দিন আগেই সন্দেশখালিকাণ্ডে শাহজাহান ঘনিষ্ঠ দুই অভিযুক্ত মেহবুর মোল্লা এবং সুকমল সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকেও ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজ দেখে শনাক্ত করেছিল পুলিশ। এক্ষেত্রেও সেই ভিডিয়ো ফুটেজ দেখে আরও দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হল তাদের। সবমিলিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। বাকিদের খোঁজ পেতে পুলিশের তরফে চিরুনি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
তবে, ন'দিন পরেও ইডি আধিকারিকদের ওপর হামলার মাস্টারমাইন্ড সন্দেশখালির 'বাহুবলী' তৃণমূল নেতা শেখ শাহজাহানের হদিস এখনও মেলেনি। তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে পুলিশের। 'নিখোঁজ' শাহজাহান কোথায় আত্মগোপন করে রয়েছেন! তাঁর পিছনে কারও মদত রয়েছে কিনা। তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। যদিও পুলিশের 'সেফ কাস্টডিতে' তৃণমূলের এই 'বাহুবলী' নেতা রয়েছেন বলে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এমনকি, সবকিছু জেনেও রাজ্য পুলিশ শাহজাহান-কে ধরতে গড়িমসি করছে বলে দাবি তাঁদের। কিন্তু প্রশ্ন এখন একটাই, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কেন পুলিশ ন'দিন পরেও শেখ শাহজাহানের হদিস পেল না! কেনই বা ভিডিয়ো ফুটেজ দেখে হামলার ঘটনায় আরেক অভিযুক্ত শাহজাহানের ডানহাত হিসাবে পরিচিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াসউদ্দিন মোল্লার এখনও খোঁজ মিলল না ?নাকি শুধুমাত্র সমালোচনার মুখে পড়ে মুখ বাঁচাতে চার হামলাকারীকে গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও কোনও প্রশ্নের উত্তরই মেলেনি এখনও পর্যন্ত। কারণ, হামলার ঘটনার পর থেকে এনিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে বসিরহাট জেলার পুলিশ কর্তারা।
এসবের মধ্যেই সন্দেশখালি কাণ্ডে যখন পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র, তখনই ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করে সাফল্য পেল পুলিশ। অন্যদিকে, ধৃত সঞ্জয় মণ্ডল এবং আলি হোসেন ঘরামীকে নিজেদের হেফাজতে নিতে রবিবার দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে ন্যাজাট থানার পুলিশ।
আরও পড়ুন
অসম পার্বত্য কাউন্সিল নির্বাচনে পরাজয়ে কংগ্রেসকে নিশানা অভিষেকের
55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়
'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'