ETV Bharat / state

Panihati TMC Party Office Bombing : পানিহাটিতে তৃণমূলের অফিসে বোমাবাজি, গ্রেফতার বিশু কর্মকার - বিশু কর্মকার ওরফে চোরবিশু

জেল থেকে ছাড়া পেয়ে তোলা তুলতে এসেছিল এলাকার দুষ্কৃতী বিশু কর্মকার ওরফে চোর বিশু ৷ ব্যবসায়ী টাকা না দিয়ে উল্টে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে খবর দেয় ৷ পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের খণ্ডযুদ্ধ বাধে ৷ জখম হন এসআই (Bombing in Panihati TMC Party Office) ৷

Panihati TMC Party Office
পানিহাটিতে তৃণমূলের দলীয় কার্যালয়
author img

By

Published : May 29, 2022, 9:50 AM IST

Updated : May 29, 2022, 11:55 AM IST

পানিহাটি, 29 মে : তোলা চেয়ে না পাওয়ায় বোমাবাজি তৃণমূলের দলীয় কার্যালয়ে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর 24 পরগনার পানিহাটিতে ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে খড়দা থানার বিশাল পুলিশবাহিনী (Antisocials allegedly bombed Panihati TMC Party Office in North 24 Parganas) ৷ অভিযুক্ত বিশু কর্মকার, চালক পাপাই সাহা, সাগর দাস-সহ আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে খড়দা পুলিশ ।

ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অ্যাঙ্গেলস নগরে একটি প্লাস্টিক কারখানায় তোলা চাওয়া নিয়ে ৷ এই অঞ্চলে চেনামুখ ক্লাবের কাছে ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানায় গাড়িতে করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোরবিশু ৷ কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে । তার সঙ্গে ছিল গাড়িচালক পাপাই ৷ ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেয় বিশু ৷ এরপর রন্টা মাইতি পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাসকে (গোবিন্দ) ফোনে বিষয়টি জানান ৷ কাউন্সিলরের পর তিনি খড়দা থানার পুলিশকেও খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বিশু ও তার দলবল চম্পট দেয় ৷ পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন খড়দা থানার এসআই প্রণব দেবনাথ । তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এছাড়া দুষ্কৃতীদের গাড়ির আঘাতে আরও দু'জন এলাকাবাসী জখম হন । পালাবার সময় দুষ্কৃতীরা পানিহাটি অ্যাঙ্গেলস নগরে যুগবাণী ক্লাব লক্ষ্য করে আরও দু'টি বোমা ছুড়লে একটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ অন্য বোমাটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

পানিহাটিতে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা

আরও পড়ুন : Bombing at TMC Councilor's House : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গাড়ি নিয়ে পালানোর সময় পানিহাটি ধানকল মোড়ে বিটি রোডের উপর পানিহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । এখানেও চারটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থল থেকে একটি কৌটো বোম উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ । বোমার আঘাতে এক যুবক জখম হয়েছেন । মোট 7টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । ঘটনায় ব্যাপক উত্তেজনার পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে । দুষ্কৃতীদের দৌরাত্ম্যে প্রশাসন যথেষ্টই উদ্বিগ্ন বলে জানা গিয়েছে ৷

জিজ্ঞাসাবাদের জন্য খড়দা থানার পুলিশ ব্যাবসায়ী রন্টা মাইতি ও পন্টাই নামের এক দুষ্কৃতীকে আটক করেছে । পুলিশ সূত্রে খবর, পন্টাই চোরবিশুর শাগরেদ হিসেবেই পরিচিত । আটক করার সময় অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার স্থানীয় ক্ষিপ্ত জনতা ৷

আজ অভিযুক্ত বিশু কর্মকার-সহ চারজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশি হেফাজতের আবাদেন জানাবে খড়দা পুলিশ ৷

পানিহাটি, 29 মে : তোলা চেয়ে না পাওয়ায় বোমাবাজি তৃণমূলের দলীয় কার্যালয়ে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর 24 পরগনার পানিহাটিতে ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে খড়দা থানার বিশাল পুলিশবাহিনী (Antisocials allegedly bombed Panihati TMC Party Office in North 24 Parganas) ৷ অভিযুক্ত বিশু কর্মকার, চালক পাপাই সাহা, সাগর দাস-সহ আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে খড়দা পুলিশ ।

ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অ্যাঙ্গেলস নগরে একটি প্লাস্টিক কারখানায় তোলা চাওয়া নিয়ে ৷ এই অঞ্চলে চেনামুখ ক্লাবের কাছে ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানায় গাড়িতে করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোরবিশু ৷ কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে । তার সঙ্গে ছিল গাড়িচালক পাপাই ৷ ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেয় বিশু ৷ এরপর রন্টা মাইতি পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাসকে (গোবিন্দ) ফোনে বিষয়টি জানান ৷ কাউন্সিলরের পর তিনি খড়দা থানার পুলিশকেও খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বিশু ও তার দলবল চম্পট দেয় ৷ পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন খড়দা থানার এসআই প্রণব দেবনাথ । তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এছাড়া দুষ্কৃতীদের গাড়ির আঘাতে আরও দু'জন এলাকাবাসী জখম হন । পালাবার সময় দুষ্কৃতীরা পানিহাটি অ্যাঙ্গেলস নগরে যুগবাণী ক্লাব লক্ষ্য করে আরও দু'টি বোমা ছুড়লে একটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ অন্য বোমাটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

পানিহাটিতে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা

আরও পড়ুন : Bombing at TMC Councilor's House : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গাড়ি নিয়ে পালানোর সময় পানিহাটি ধানকল মোড়ে বিটি রোডের উপর পানিহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । এখানেও চারটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থল থেকে একটি কৌটো বোম উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ । বোমার আঘাতে এক যুবক জখম হয়েছেন । মোট 7টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । ঘটনায় ব্যাপক উত্তেজনার পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে । দুষ্কৃতীদের দৌরাত্ম্যে প্রশাসন যথেষ্টই উদ্বিগ্ন বলে জানা গিয়েছে ৷

জিজ্ঞাসাবাদের জন্য খড়দা থানার পুলিশ ব্যাবসায়ী রন্টা মাইতি ও পন্টাই নামের এক দুষ্কৃতীকে আটক করেছে । পুলিশ সূত্রে খবর, পন্টাই চোরবিশুর শাগরেদ হিসেবেই পরিচিত । আটক করার সময় অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার স্থানীয় ক্ষিপ্ত জনতা ৷

আজ অভিযুক্ত বিশু কর্মকার-সহ চারজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশি হেফাজতের আবাদেন জানাবে খড়দা পুলিশ ৷

Last Updated : May 29, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.