ETV Bharat / state

দুই পড়শির বিবাদ মিটাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের - baduria

জমি নিয়ে আঞ্জুয়ারা বিবির সঙ্গে পড়শি সুনীতা হালদারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । সেই বিবাদ মটাতে গিয়েছিলেন বছর 65-এর অর্ধেন্দু দাস ৷ কিন্তু অভিযোগ, আঞ্জুয়ারা বিবি নামে এক মহিলার লাঠির আঘাতে মৃত্যু হয় বৃদ্ধের ৷ ঘটনাটি বাদুড়িয়ার ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 12, 2020, 10:45 AM IST

বসিরহাট, 12 অক্টোবর : দুই পড়শির জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মহিলার মারে মৃত্যু হল এক প্রৌঢ়ের । ঘটনাটি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা গ্রামের । মৃতের নাম অর্ধেন্দু দাস (65)। অভিযুক্ত মহিলার নাম আঞ্জুয়ারা বিবি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, জমি নিয়ে আঞ্জুয়ারা বিবির সঙ্গে পড়শি সুনীতা হালদারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । মাঝেমধ্যেই দুই পরিবারের মধ্যে অশান্তি হত । এই বিষয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসেছে । কিন্তু সমাধান হয়নি। রবিবার দুপুরে জমি মাপতে গেলে ফের ওই দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে । অর্ধেন্দুবাবু সেই গোলমাল মেটাতে গিয়েছিলেন । অভিযোগ, সেই সময় বাঁশ, লাঠি দিয়ে আঞ্জুয়ারা ও তার মেয়ে লায়লা মিলে ওই প্রৌঢ়কে বেধড়ক পেটান । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ । অভিযুক্ত মহিলা অঞ্জুয়ারা বিবিকে গ্রেপ্তার করে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

বসিরহাট, 12 অক্টোবর : দুই পড়শির জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মহিলার মারে মৃত্যু হল এক প্রৌঢ়ের । ঘটনাটি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা গ্রামের । মৃতের নাম অর্ধেন্দু দাস (65)। অভিযুক্ত মহিলার নাম আঞ্জুয়ারা বিবি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, জমি নিয়ে আঞ্জুয়ারা বিবির সঙ্গে পড়শি সুনীতা হালদারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । মাঝেমধ্যেই দুই পরিবারের মধ্যে অশান্তি হত । এই বিষয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসেছে । কিন্তু সমাধান হয়নি। রবিবার দুপুরে জমি মাপতে গেলে ফের ওই দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে । অর্ধেন্দুবাবু সেই গোলমাল মেটাতে গিয়েছিলেন । অভিযোগ, সেই সময় বাঁশ, লাঠি দিয়ে আঞ্জুয়ারা ও তার মেয়ে লায়লা মিলে ওই প্রৌঢ়কে বেধড়ক পেটান । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ । অভিযুক্ত মহিলা অঞ্জুয়ারা বিবিকে গ্রেপ্তার করে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.