ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিক

author img

By

Published : May 4, 2020, 11:50 AM IST

রেড জ়োন উত্তর 24 পরগনায় প্রশাসনিক আধিকারিকের রিপোর্টে মিলল কোরোনা পজ়িটিভ । বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই আধিকারিক ।

District Administrtaion of North 24 Pargana
উত্তর 24 পরগনা জেলা প্রশাসন

বারাসত, 4 মে : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আগেই রেড জ়োন ঘোষণা করা হয়েছে উত্তর 24 পরগনাকে । এবার এই জেলারই এক প্রশাসনিক আধিকারিক কোরোনায় আক্রান্ত । শনিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

বৃহস্পতিবার দপ্তর থেকে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন ওই আধিকারিক । কোরোনার উপসর্গ থাকায় দেরি না করে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শনিবার তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপরেই আর দেরি না করে সেদিনই তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

জেলা প্রশাসনের গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক পদে কর্মরত ওই আধিকারিক । বারাসত জেলা পরিষদের ঠিক উলটোদিকেই তাঁর দপ্তর । নিউটাউনের NBCC কোয়ারানটিন সেন্টারের দায়িত্বেও ছিলেন তিনি । তাই সেখানেও প্রায়শই তাঁকে যেতে হত । পাশাপাশি কোরোনা প্রতিরোধে দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও নিয়মিত বৈঠক করতেন তিনি । এমনকী, জেলা প্রশাসনের ডাকা বৈঠকেও হাজির ছিলেন । ফলে উদ্বেগ ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে । ইতিমধ্যে তাঁর সংস্পর্শে আসা গাড়ি চালক ও এক পুলিশকর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । বারাসতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোয়ারানিটন সেন্টারে রয়েছেন তাঁরা । পাশাপাশি ওই আধিকারিকের দপ্তরের সাত কর্মীকেও হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । একইসঙ্গে কোরোনা আক্রান্ত ওই আধিকারিকের সংস্পর্শে আর কারা এসেছিলেন তাঁরা তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে ।

ওই আধিকারিকের কোরোনা আক্রান্তের খবরের সত্যতা স্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল । তিনি বলেন,"জেলা প্রশাসনের এক আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই নিয়ে উদ্বেগের কিছু নেই । জেলা প্রশাসন কোরোনা প্রতিরোধে সব রকমের চেষ্টা করছে ।"

বারাসত, 4 মে : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আগেই রেড জ়োন ঘোষণা করা হয়েছে উত্তর 24 পরগনাকে । এবার এই জেলারই এক প্রশাসনিক আধিকারিক কোরোনায় আক্রান্ত । শনিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

বৃহস্পতিবার দপ্তর থেকে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন ওই আধিকারিক । কোরোনার উপসর্গ থাকায় দেরি না করে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শনিবার তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপরেই আর দেরি না করে সেদিনই তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

জেলা প্রশাসনের গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক পদে কর্মরত ওই আধিকারিক । বারাসত জেলা পরিষদের ঠিক উলটোদিকেই তাঁর দপ্তর । নিউটাউনের NBCC কোয়ারানটিন সেন্টারের দায়িত্বেও ছিলেন তিনি । তাই সেখানেও প্রায়শই তাঁকে যেতে হত । পাশাপাশি কোরোনা প্রতিরোধে দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও নিয়মিত বৈঠক করতেন তিনি । এমনকী, জেলা প্রশাসনের ডাকা বৈঠকেও হাজির ছিলেন । ফলে উদ্বেগ ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে । ইতিমধ্যে তাঁর সংস্পর্শে আসা গাড়ি চালক ও এক পুলিশকর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । বারাসতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোয়ারানিটন সেন্টারে রয়েছেন তাঁরা । পাশাপাশি ওই আধিকারিকের দপ্তরের সাত কর্মীকেও হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । একইসঙ্গে কোরোনা আক্রান্ত ওই আধিকারিকের সংস্পর্শে আর কারা এসেছিলেন তাঁরা তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে ।

ওই আধিকারিকের কোরোনা আক্রান্তের খবরের সত্যতা স্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল । তিনি বলেন,"জেলা প্রশাসনের এক আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই নিয়ে উদ্বেগের কিছু নেই । জেলা প্রশাসন কোরোনা প্রতিরোধে সব রকমের চেষ্টা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.