ETV Bharat / state

কাল ভরা কোটাল, আতঙ্কে ইছামতীর তিরের বাসিন্দারা

author img

By

Published : Jun 2, 2020, 11:12 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটিন্ডা ফেরিঘাট থেকে পানিতর পর্যন্ত ইচ্ছামতী নদীর প্রায় তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ আমফানের জেরে বিক্ষিপ্তভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে । ডুবেছে মৎস্যজীবীদের ৩০০ নৌকা। বিপন্ন ৪০০০ মৎস্যজীবী পরিবারের ২০০০০ সদস্য। লকডাউনের জন্য মজুদ করা হয়েছিল চাল, ডাল। ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র, বই ও নদীতে মাছ ধরার ছাড়পত্র। সেইসবই তলিয়ে গিয়েছে ।

Basirhat
Basirhat

বসিরহাট, 29 মে : আমফানে ভেঙেছে ইছামতীর নদীবাঁধ। আগামীকাল ভরা কোটাল। ফলে আতঙ্কে রয়েছেনবসিরহাটের ইটিন্ডা-পানিতর গ্রামের কয়েক হাজার বাসিন্দা । নদীর জল গ্রামে ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটিন্ডা ফেরিঘাট থেকে পানিতর পর্যন্ত ইচ্ছামতী নদীর প্রায় তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ আমফানের জেরে বিক্ষিপ্তভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে । ডুবেছে মৎস্যজীবীদের ৩০০ নৌকা। বিপন্ন ৪০০০ মৎস্যজীবী পরিবারের ২০,০০০ সদস্য। লকডাউনের জন্য মজুদ করা হয়েছিল চাল, ডাল। ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র, বই ও নদীতে মাছ ধরার ছাড়পত্র। সেইসবই তলিয়ে গিয়েছে ।

আগামীকাল ভরা কোটাল। তাই আবার সিঁদুরে মেঘ দেখছেন ইছামতীর দু'পারের বাসিন্দারা । তাঁদের অনেকেই এখনও ত্রাণ শিবিরে রয়েছেন । বুধবার ভরা কোটালের আগে নদীর দিকে তাকিয়ে রাত পাহারায় বসেছেন ইছামতী পারের বাসিন্দারা । তাঁদের অভিযোগ, নদীগর্ভে চলে যাওয়া তিন কিলোমিটার বাঁধের ভেঙে যাওয়া অংশ অবিলম্বে মেরামতি না হলে আরও বড় বিপদের সম্ভাবনা রয়েছে ।

ইতিমধ্যে ইছামতী নদীর জলে ঢুকে রয়েছে ইটিন্ডা, পানিতর ও নাগরাজপাড়া গ্রামে । ভরা কোটালে আবার নতুন বিপর্যয়ের মধ্যে পড়তে হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা রাবেয়া বিবি বলেন, "ঝড়ে আমদের সব কিছু শেষ হয়ে গিয়েছে । আসছে ভরা কোটাল । কী হবে জানি না ।" অন্য এক স্থানীয় বাসিন্দা শরিফুল মণ্ডল বলেন, "আমফান ঘূর্ণিঝড়ে আমাদের তিনটি গ্রাম সংলগ্ন ইছামতীর তিন কিলোমিটার নদীবাঁধ জলে তলিয়ে গিয়েছে । বাসিন্দারা এখনও অনেকে ত্রাণ শিবিরে রয়েছেন । ভরা কোটালের আগে বাঁধ মেরামত করতে না পারলে বড় বিপদ হবে। " বাঁধ মেরামতের উদ্যোগ চলছে বলে জানিয়েছে বসিরহাট এক নম্বর ব্লক প্রশাসন।

বসিরহাট, 29 মে : আমফানে ভেঙেছে ইছামতীর নদীবাঁধ। আগামীকাল ভরা কোটাল। ফলে আতঙ্কে রয়েছেনবসিরহাটের ইটিন্ডা-পানিতর গ্রামের কয়েক হাজার বাসিন্দা । নদীর জল গ্রামে ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটিন্ডা ফেরিঘাট থেকে পানিতর পর্যন্ত ইচ্ছামতী নদীর প্রায় তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ আমফানের জেরে বিক্ষিপ্তভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে । ডুবেছে মৎস্যজীবীদের ৩০০ নৌকা। বিপন্ন ৪০০০ মৎস্যজীবী পরিবারের ২০,০০০ সদস্য। লকডাউনের জন্য মজুদ করা হয়েছিল চাল, ডাল। ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র, বই ও নদীতে মাছ ধরার ছাড়পত্র। সেইসবই তলিয়ে গিয়েছে ।

আগামীকাল ভরা কোটাল। তাই আবার সিঁদুরে মেঘ দেখছেন ইছামতীর দু'পারের বাসিন্দারা । তাঁদের অনেকেই এখনও ত্রাণ শিবিরে রয়েছেন । বুধবার ভরা কোটালের আগে নদীর দিকে তাকিয়ে রাত পাহারায় বসেছেন ইছামতী পারের বাসিন্দারা । তাঁদের অভিযোগ, নদীগর্ভে চলে যাওয়া তিন কিলোমিটার বাঁধের ভেঙে যাওয়া অংশ অবিলম্বে মেরামতি না হলে আরও বড় বিপদের সম্ভাবনা রয়েছে ।

ইতিমধ্যে ইছামতী নদীর জলে ঢুকে রয়েছে ইটিন্ডা, পানিতর ও নাগরাজপাড়া গ্রামে । ভরা কোটালে আবার নতুন বিপর্যয়ের মধ্যে পড়তে হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা রাবেয়া বিবি বলেন, "ঝড়ে আমদের সব কিছু শেষ হয়ে গিয়েছে । আসছে ভরা কোটাল । কী হবে জানি না ।" অন্য এক স্থানীয় বাসিন্দা শরিফুল মণ্ডল বলেন, "আমফান ঘূর্ণিঝড়ে আমাদের তিনটি গ্রাম সংলগ্ন ইছামতীর তিন কিলোমিটার নদীবাঁধ জলে তলিয়ে গিয়েছে । বাসিন্দারা এখনও অনেকে ত্রাণ শিবিরে রয়েছেন । ভরা কোটালের আগে বাঁধ মেরামত করতে না পারলে বড় বিপদ হবে। " বাঁধ মেরামতের উদ্যোগ চলছে বলে জানিয়েছে বসিরহাট এক নম্বর ব্লক প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.