ETV Bharat / state

Karunamayi Temple Theft: আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া গয়না কর্তৃপক্ষের হাতে তুলে দিল পুলিশ - চুরি যাওয়া গয়না উদ্ধার

আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না (Karunamayi Temple Theft) আগেই উদ্ধার করেছে পুলিশ ৷ এ বার তা তুলে দেওয়া হল মন্দির কর্তৃপক্ষের হাতে (North 24 Parganas news)৷

Amdanga Karunamayi Temple's gold-silver jewelery recovered 10 months after theft
চুরি যাওয়ার 10 মাস পর উদ্ধার হল আমডাঙা করুণাময়ী মন্দিরের সোনা-রুপোর গয়না
author img

By

Published : Oct 28, 2022, 5:38 PM IST

Updated : Oct 28, 2022, 7:33 PM IST

আমডাঙা, 28 অক্টোবর: আদালতের নির্দেশে চুরি যাওয়ার দশ মাস পর আমডাঙার করুণাময়ী মন্দিরের (Karunamayi Temple Theft) সোনা ও রুপোর গয়না ফিরে পেলেন মন্দির কর্তৃপক্ষ । খোয়া যাওয়া বিপুল পরিমাণে গয়না উদ্ধারের (Gold-Silver Jewelery Recovered) পর শুক্রবার তা মন্দির কমিটির হাতে তুলে দিলেন আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত । আমডাঙা (North 24 Parganas news) থানাতে শুক্রবার মন্দির কমিটির সদস্যদের ডেকে উদ্বার হওয়া করুণাময়ী মন্দিরের গয়না তুলে দেওয়া হয়েছে । পুলিশ ও প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেছে মন্দির কর্তৃপক্ষ ।

তবে সোনা ও রুপোর গয়না হাতে পেলেও এ দিনই তা দেবীর গায়ে পরানো হবে না বলে খবর মন্দির কমিটি সূত্রে । এ বিষয়ে ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

আজ থেকে দশ মাস আগে অর্থাৎ গত বছরের 19 ডিসেম্বর আমডাঙার করুণময়ী মন্দিরে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটে । সেদিন ভোররাতে ছ'জনের এক দুষ্কৃতী দল মন্দিরের পিছনের আমগাছ বেয়ে প্রবেশ করে মন্দিরের ভিতরে । এরপর মন্দিরের কোলাপসিবল গেট ভেঙে দেবীর গায়ের সমস্ত সোনা ও রুপোর গয়না ও বাসনপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

Amdanga Karunamayi Temple's gold-silver jewelery recovered 10 months after theft
আমডাঙা করুণাময়ী মন্দির

প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো করুণাময়ী মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় । পুলিশের নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে দুষ্কৃতীরা চুরি করে পালাল, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হন এলাকাবাসী । পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের স্থানীয় বিধায়ক রফিকার রহমানও । এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দারা । লাগাতার অবরোধ-বিক্ষোভে সেই সময় উত্তাল হয়ে ওঠে এলাকা । চাপে পড়ে বারাসত জেলা পুলিশ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্তে নামে । তদন্তে করতে গিয়ে বেদেদের একটি দলের উপর সন্দেহ গিয়ে পড়ে তদন্তকারীদের ।

আরও পড়ুন: কন্যাহারা পিতার আর্তিতে সাড়া দিয়েছিলেন মা করুণাময়ী !

এরপর গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, বাঁকুড়ার রায়পুর এবং হীরাবাঁধ থানা এলাকা থেকে একে একে বেদেদের সেই দলটিকে পাকড়াও করে পুলিশ । আমডাঙা থানা সূত্রে খবর, তাদের কাছ থেকে ধাপে ধাপে চুরির 720 গ্রাম সোনার গয়না এবং প্রায় চার কেজি রুপোর গয়না উদ্ধার করা হয়েছে ।

তবে দেবীর খোয়া যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার হলেও এখনও সাড়ে তিন কেজির মতো রুপোর গয়না উদ্ধার বাকি রয়েছে । পুলিশের দাবি, বাকি রুপোর গয়না উদ্ধারের চেষ্টা চলছে । উদ্ধার হওয়া গয়না এ দিন তুলে দেওয়া হয় মন্দির কমিটির হাতে ।

উদ্ধার আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া গয়না

এ দিকে মন্দির কমিটির হাতে তুলে দেওয়ার পর উদ্ধার হওয়া সোনা ও রুপোর গয়না পুলিশি নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয় আমডাঙার করুণাময়ী মন্দিরে । সেখানে নথিতে স্বাক্ষর করে সোনা এবং রুপোর গয়নার দায়িত্ব বুঝে নেন মন্দির কর্তৃপক্ষ ।

আমডাঙা, 28 অক্টোবর: আদালতের নির্দেশে চুরি যাওয়ার দশ মাস পর আমডাঙার করুণাময়ী মন্দিরের (Karunamayi Temple Theft) সোনা ও রুপোর গয়না ফিরে পেলেন মন্দির কর্তৃপক্ষ । খোয়া যাওয়া বিপুল পরিমাণে গয়না উদ্ধারের (Gold-Silver Jewelery Recovered) পর শুক্রবার তা মন্দির কমিটির হাতে তুলে দিলেন আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত । আমডাঙা (North 24 Parganas news) থানাতে শুক্রবার মন্দির কমিটির সদস্যদের ডেকে উদ্বার হওয়া করুণাময়ী মন্দিরের গয়না তুলে দেওয়া হয়েছে । পুলিশ ও প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেছে মন্দির কর্তৃপক্ষ ।

তবে সোনা ও রুপোর গয়না হাতে পেলেও এ দিনই তা দেবীর গায়ে পরানো হবে না বলে খবর মন্দির কমিটি সূত্রে । এ বিষয়ে ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

আজ থেকে দশ মাস আগে অর্থাৎ গত বছরের 19 ডিসেম্বর আমডাঙার করুণময়ী মন্দিরে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটে । সেদিন ভোররাতে ছ'জনের এক দুষ্কৃতী দল মন্দিরের পিছনের আমগাছ বেয়ে প্রবেশ করে মন্দিরের ভিতরে । এরপর মন্দিরের কোলাপসিবল গেট ভেঙে দেবীর গায়ের সমস্ত সোনা ও রুপোর গয়না ও বাসনপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

Amdanga Karunamayi Temple's gold-silver jewelery recovered 10 months after theft
আমডাঙা করুণাময়ী মন্দির

প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো করুণাময়ী মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় । পুলিশের নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে দুষ্কৃতীরা চুরি করে পালাল, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হন এলাকাবাসী । পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের স্থানীয় বিধায়ক রফিকার রহমানও । এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দারা । লাগাতার অবরোধ-বিক্ষোভে সেই সময় উত্তাল হয়ে ওঠে এলাকা । চাপে পড়ে বারাসত জেলা পুলিশ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্তে নামে । তদন্তে করতে গিয়ে বেদেদের একটি দলের উপর সন্দেহ গিয়ে পড়ে তদন্তকারীদের ।

আরও পড়ুন: কন্যাহারা পিতার আর্তিতে সাড়া দিয়েছিলেন মা করুণাময়ী !

এরপর গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, বাঁকুড়ার রায়পুর এবং হীরাবাঁধ থানা এলাকা থেকে একে একে বেদেদের সেই দলটিকে পাকড়াও করে পুলিশ । আমডাঙা থানা সূত্রে খবর, তাদের কাছ থেকে ধাপে ধাপে চুরির 720 গ্রাম সোনার গয়না এবং প্রায় চার কেজি রুপোর গয়না উদ্ধার করা হয়েছে ।

তবে দেবীর খোয়া যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার হলেও এখনও সাড়ে তিন কেজির মতো রুপোর গয়না উদ্ধার বাকি রয়েছে । পুলিশের দাবি, বাকি রুপোর গয়না উদ্ধারের চেষ্টা চলছে । উদ্ধার হওয়া গয়না এ দিন তুলে দেওয়া হয় মন্দির কমিটির হাতে ।

উদ্ধার আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া গয়না

এ দিকে মন্দির কমিটির হাতে তুলে দেওয়ার পর উদ্ধার হওয়া সোনা ও রুপোর গয়না পুলিশি নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয় আমডাঙার করুণাময়ী মন্দিরে । সেখানে নথিতে স্বাক্ষর করে সোনা এবং রুপোর গয়নার দায়িত্ব বুঝে নেন মন্দির কর্তৃপক্ষ ।

Last Updated : Oct 28, 2022, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.