ETV Bharat / state

Attack on TMC Leader: কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতাকে চপারের কোপ, অভিযুক্ত দলীয় কাউন্সিলরের ছেলে - কামারহাটিতে চপারের কোপ তৃণমূল নেতাকে

কামারহাটিতে তৃণমূল নেতাকে চপারের কোপ ৷ অভিযোগ কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে (Attack on kamarhati TMC Leader) ৷

ETV Bharat
Attack on kamarhati TMC Leader
author img

By

Published : Dec 11, 2022, 11:03 PM IST

কামারহাটি, 11 ডিসেম্বর: কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এক তৃণমূল নেতাকে চপারের কোপ মারার অভিযোগ উঠল দলেরই এক কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । আক্রান্ত তৃণমূল নেতা কে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে (Attack on TMC Leader) ।

জানা গিয়েছে, রবিবার এলাকার এক রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কামারহাটির তৃণমূল নেতা আলি রাজা । কামারহাটির পাঁচ মাথার মোড় পার করার পর স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দার চপার দিয়ে তাঁকে আক্রমণ করে । ধারালো চপার দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই তৃণমূল নেতাকে (Attack on kamarhati TMC Leader) ।

আরও পড়ুন: ভাষণে বেফাঁস মনোজ তিওয়ারি, চাইলেন ক্ষমা

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় । আহত তৃণমূল নেতাকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযোগ, ঘটনার পর থেকে কাউন্সিলরের ছেলে পলাতক । আহত তৃণমুল নেতা আলি রাজা ও তার পরিবারের অভিযোগ ওই কাউন্সিলরের স্বামী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ । আফসানা খাতুন কামারহাটি পৌরসভার 2 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর । তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ (TMC inner clash in Kamarhati)।

কামারহাটি, 11 ডিসেম্বর: কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এক তৃণমূল নেতাকে চপারের কোপ মারার অভিযোগ উঠল দলেরই এক কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । আক্রান্ত তৃণমূল নেতা কে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে (Attack on TMC Leader) ।

জানা গিয়েছে, রবিবার এলাকার এক রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কামারহাটির তৃণমূল নেতা আলি রাজা । কামারহাটির পাঁচ মাথার মোড় পার করার পর স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দার চপার দিয়ে তাঁকে আক্রমণ করে । ধারালো চপার দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই তৃণমূল নেতাকে (Attack on kamarhati TMC Leader) ।

আরও পড়ুন: ভাষণে বেফাঁস মনোজ তিওয়ারি, চাইলেন ক্ষমা

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় । আহত তৃণমূল নেতাকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযোগ, ঘটনার পর থেকে কাউন্সিলরের ছেলে পলাতক । আহত তৃণমুল নেতা আলি রাজা ও তার পরিবারের অভিযোগ ওই কাউন্সিলরের স্বামী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ । আফসানা খাতুন কামারহাটি পৌরসভার 2 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর । তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ (TMC inner clash in Kamarhati)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.