ETV Bharat / state

PMAY Cut Money: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে - Bagdah in North 24 Parganas

কাটমানি নেওয়ার অভিযোগ উত্তর 24 পরগনার বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে । অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন তিনি (Allegations of Corruption in Pradhan Mantri Awas Yojana) ৷

PMAY Cut Money
কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে
author img

By

Published : Nov 15, 2022, 2:26 PM IST

বাগদা, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের যুবনেতার (Allegations of Corruption in Pradhan Mantri Awas Yojana) । টাকা ফেরত চেয়ে বিডিও-র দ্বারস্থ হলেন বাসিন্দারা । অভিযুক্তের নাম গিয়াসউদ্দিন মণ্ডল । তিনি উত্তর 24 পরগনার বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি । তাঁর স্ত্রী আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের সদস্য । তাঁর বিরুদ্ধে কারও কাছ থেকে 15 হাজার তো কারও কাছ থেকে 20 হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি । অভিযোগ সত্যি হলে গ্রেফতার করতে নির্দেশ জেলা তৃণমূল সভাপতির ।

বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য কাগজপত্র জমা দিয়েছিল । বার বার বিভিন্ন যায়গায় ঘুরেও ঘর পাননি । তাঁদের অভিযোগ, যুব নেতা গিয়াসউদ্দিনকে টাকা দেওয়ার পর তাঁরা ঘর পেয়েছেন । স্থানীয়দের আরও অভিযোগ, গিয়াসউদ্দিন ঘর দেওয়ার জন্য কারও কাছ থেকে 15 হাজার তো কারও কাছ থেকে 20 হাজার টাকা নিয়েছেন ।

সম্প্রতি তাঁরা টাকা ফেরত পেতে বাগদা ব্লক অফিসারের দ্বারস্থ হয়েছেন । গিয়াসউদ্দিনের নামে স্থানীয়রা ব্লক অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে । তবে এই বিষয়ে বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি । জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাগদায় যারাই ঘর পেয়েছে তাঁদের কাছ থেকে কাটমানি নিয়েছেন তৃণমূলের নেতা, প্রধান ও পঞ্চায়েত সদস্যরা । সবেমাত্র চারজন তৃণমূলের যুব নেতার নামে অভিযোগ করেছেন । আগামিদিনে দেখেন এমন অভিযোগ নিয়ে গণ আন্দোলন হবে ।

আরও পড়ুন: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

যদিও গিয়াসউদ্দিন মণ্ডলের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হয়েছে । বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে । আগামী পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে ওই এলাকা তার নাম প্রাথমিক তালিকায় আছে বলেও দাবি করেছেন তিনি । সেই কারণে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে দাবি করেন গিয়াসউদ্দিন ।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, বর্তমানে বনগাঁ সাংগঠনিক জেলায় যুব তৃণমূলের কোনও কমিটি নেই । তবে বিষয়টি তিনি শুনেছে । বিশ্বজিৎ বলেন, "বিডিও-র সঙ্গে কথা হয়েছে । অভিযোগ খতিয়ে দেখবার জন্য বলেছি । যদি অভিযোগ সত্যি হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করতে বলেছি । অভিযোগ সত্যি হয় তাহলে অভিযুক্ত গ্রেফতার হবেন ।"

বাগদা, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের যুবনেতার (Allegations of Corruption in Pradhan Mantri Awas Yojana) । টাকা ফেরত চেয়ে বিডিও-র দ্বারস্থ হলেন বাসিন্দারা । অভিযুক্তের নাম গিয়াসউদ্দিন মণ্ডল । তিনি উত্তর 24 পরগনার বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি । তাঁর স্ত্রী আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের সদস্য । তাঁর বিরুদ্ধে কারও কাছ থেকে 15 হাজার তো কারও কাছ থেকে 20 হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি । অভিযোগ সত্যি হলে গ্রেফতার করতে নির্দেশ জেলা তৃণমূল সভাপতির ।

বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য কাগজপত্র জমা দিয়েছিল । বার বার বিভিন্ন যায়গায় ঘুরেও ঘর পাননি । তাঁদের অভিযোগ, যুব নেতা গিয়াসউদ্দিনকে টাকা দেওয়ার পর তাঁরা ঘর পেয়েছেন । স্থানীয়দের আরও অভিযোগ, গিয়াসউদ্দিন ঘর দেওয়ার জন্য কারও কাছ থেকে 15 হাজার তো কারও কাছ থেকে 20 হাজার টাকা নিয়েছেন ।

সম্প্রতি তাঁরা টাকা ফেরত পেতে বাগদা ব্লক অফিসারের দ্বারস্থ হয়েছেন । গিয়াসউদ্দিনের নামে স্থানীয়রা ব্লক অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে । তবে এই বিষয়ে বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি । জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাগদায় যারাই ঘর পেয়েছে তাঁদের কাছ থেকে কাটমানি নিয়েছেন তৃণমূলের নেতা, প্রধান ও পঞ্চায়েত সদস্যরা । সবেমাত্র চারজন তৃণমূলের যুব নেতার নামে অভিযোগ করেছেন । আগামিদিনে দেখেন এমন অভিযোগ নিয়ে গণ আন্দোলন হবে ।

আরও পড়ুন: হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

যদিও গিয়াসউদ্দিন মণ্ডলের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হয়েছে । বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে । আগামী পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে ওই এলাকা তার নাম প্রাথমিক তালিকায় আছে বলেও দাবি করেছেন তিনি । সেই কারণে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে দাবি করেন গিয়াসউদ্দিন ।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, বর্তমানে বনগাঁ সাংগঠনিক জেলায় যুব তৃণমূলের কোনও কমিটি নেই । তবে বিষয়টি তিনি শুনেছে । বিশ্বজিৎ বলেন, "বিডিও-র সঙ্গে কথা হয়েছে । অভিযোগ খতিয়ে দেখবার জন্য বলেছি । যদি অভিযোগ সত্যি হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করতে বলেছি । অভিযোগ সত্যি হয় তাহলে অভিযুক্ত গ্রেফতার হবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.