ETV Bharat / state

আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, অধরা দুষ্কৃতীরা - অধরা দুষ্কৃতীরা

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বারাসত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তথা বারাসত আদালতের আইনজীবী।মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় তাঁকে। অধরা দুষ্কৃতীরা।

বারাসত
বারাসত
author img

By

Published : Sep 30, 2020, 7:32 PM IST

বারাসত, 30 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তথা বারাসত আদালতের আইনজীবী সুশোভন মিত্র । বাঁশ দিয়ে ওই আইনজীবীকে বেধড়ক পেটায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ । তাঁর পিঠে, ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে । ঘটনাটি ঘটেছে বারাসতের রামকৃষ্ণপুর এলাকায় । আক্রান্ত ওই আইনজীবীকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া হয় ৷ ইতিমধ্যেই বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল সন্ধেয় বাগুইআটি থানা থেকে ফেরার সময় বারাসত আদালতের সামনে গাড়ি থেকে নামেন আইনজীবী সুশোভন মিত্র । তখন রাত পৌনে 11টা । সেই সময় তাঁর এক মক্কেল ফোন করেন । ফোন পেয়ে মিনিট দশেকের মধ্যেই তাঁর এক সহকর্মীর বাইকে চেপে রামকৃষ্ণপুরে ওই মক্কেলের সঙ্গে কথা বলতে যান সুশোভন । বাইক থেকে নামতেই আচমকাই পিছন থেকে তিন-চারজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । প্রথমে হেনস্থা করা হয় পরে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । আক্রান্ত আইনজীবী ও তাঁর সঙ্গে থাকা সহকর্মীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা ।

আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

জখম সুশোভন ও তার সরকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে । এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে আইনজীবী মহলে । এবিষয়ে আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র বলেন,"মক্কেলের সঙ্গে দেখা করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারেনি । হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছি । তার মধ্যে প্রদীপ পাল বলে একজন রয়েছে । তাঁর হয়ে একটি মামলায় লড়াইয়ের সময় হেরে যায় ৷ সম্ভবত সেই কারণেই হামলা চালানো হয়েছে । আশেপাশের লোকজন ও চেনা পরিচিত মক্কেলরা ছুটে না আসলে বড় কোনও ঘটনাও ঘটতে পারত ৷"

বারাসত আদালতের আইনজীবী মণিশংকর মিস্ত্রি বলেন,"ঘটনাটি অনভিপ্রেত । ভাবাই যায় না । পুলিশ আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার ।" যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বারাসত আদালত বয়কট করারও হুশিয়ারি দিয়েছেনি তিনি । গতকাল রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র । পুলিশ জানিয়েছে,"ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুষ্কৃতীদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে । আশা করা যায় দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।"

বারাসত, 30 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তথা বারাসত আদালতের আইনজীবী সুশোভন মিত্র । বাঁশ দিয়ে ওই আইনজীবীকে বেধড়ক পেটায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ । তাঁর পিঠে, ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে । ঘটনাটি ঘটেছে বারাসতের রামকৃষ্ণপুর এলাকায় । আক্রান্ত ওই আইনজীবীকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া হয় ৷ ইতিমধ্যেই বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল সন্ধেয় বাগুইআটি থানা থেকে ফেরার সময় বারাসত আদালতের সামনে গাড়ি থেকে নামেন আইনজীবী সুশোভন মিত্র । তখন রাত পৌনে 11টা । সেই সময় তাঁর এক মক্কেল ফোন করেন । ফোন পেয়ে মিনিট দশেকের মধ্যেই তাঁর এক সহকর্মীর বাইকে চেপে রামকৃষ্ণপুরে ওই মক্কেলের সঙ্গে কথা বলতে যান সুশোভন । বাইক থেকে নামতেই আচমকাই পিছন থেকে তিন-চারজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । প্রথমে হেনস্থা করা হয় পরে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । আক্রান্ত আইনজীবী ও তাঁর সঙ্গে থাকা সহকর্মীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা ।

আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

জখম সুশোভন ও তার সরকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে । এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে আইনজীবী মহলে । এবিষয়ে আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র বলেন,"মক্কেলের সঙ্গে দেখা করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারেনি । হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছি । তার মধ্যে প্রদীপ পাল বলে একজন রয়েছে । তাঁর হয়ে একটি মামলায় লড়াইয়ের সময় হেরে যায় ৷ সম্ভবত সেই কারণেই হামলা চালানো হয়েছে । আশেপাশের লোকজন ও চেনা পরিচিত মক্কেলরা ছুটে না আসলে বড় কোনও ঘটনাও ঘটতে পারত ৷"

বারাসত আদালতের আইনজীবী মণিশংকর মিস্ত্রি বলেন,"ঘটনাটি অনভিপ্রেত । ভাবাই যায় না । পুলিশ আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার ।" যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বারাসত আদালত বয়কট করারও হুশিয়ারি দিয়েছেনি তিনি । গতকাল রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবী সুশোভন মিত্র । পুলিশ জানিয়েছে,"ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুষ্কৃতীদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে । আশা করা যায় দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.