ETV Bharat / state

Taking Lakhs Rupees Allegation Against TMC Leader : আসামীকে ছাড়ানোর নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে

কোর্টে তোলার আগে ছাড়িয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে (Taking Lakhs Rupees Allegation Against TMC Leader) ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী ৷

bangaon
অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি
author img

By

Published : Apr 24, 2022, 12:58 PM IST

বনগাঁ, 24 এপ্রিল : জেল থেকে ছাড়িয়ে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তাঁর সাগরেদ নাসির বিশ্বাসের বিরুদ্ধে (Allegation of Taking Lakhs of Rupees Against TMC Leader for Releasing Accused) । যদিও একথা অস্বীকার করেছেন অভিযুক্ত সভাপতি ৷ এই বিষয়ে বনগাঁ (Bangaon News) সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

জানা গিয়েছে, 17 এপ্রিল মধ্যরাতে আতিয়ার মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাগদা থানার পুলিশ ৷ সকালে বিষয়টি নিয়ে সাহায্যের জন্য স্থানীয় নাসির বিশ্বাস নামে এক যুবকের কাছে যান আতিয়ারের স্ত্রী আজমিরা মণ্ডল ও ছেলে জসিমউদ্দিন মণ্ডল । তখন নাসির তাঁদের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে গেলে তিনি 1 লক্ষ 50 হাজার টাকা নিয়ে আসার জন্য বলেন । এমনকি টাকা না নিয়ে এলে আতিয়ারকে মিথ্যা গাঁজা কেস দেওয়া হবে বলে জানান গোপা রায় ৷ এমনই অভিযোগ ধৃতের পরিবারের ৷

আরও পড়ুন : Naihati Snatching Incident : নৈহাটিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর-সহ 2

এই বিষয়ে আতিয়ার মণ্ডলের ছেলে জসিমউদ্দিন মণ্ডল বলেন, "গোপাদেবীর কথা শুনে নিরুপায় হয়ে বাবাকে বাঁচাতে ধার করে টাকা এনে নাসির বিশ্বাস ও গোপা রায়কে প্রথমে 80 হাজার টাকা দিই । পরে নাসিরের কাছে 20 হাজার টাকা দিলেও পুলিশ আমার বাবাকে ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয় । এখন আবার গোপা রায় রাত 30 হাজার টাকা দাবি করেছেন । কিন্তু আমি টাকা ফেরত চাইতে গেলে ফেরত দিচ্ছে না । উলটে হুমকি দিয়ে নাসির বলছে, পারলে আদায় করে নিস । এই নিয়ে আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি ৷"

টাকা নেওয়ার ঘটনায় যা বললেন ভুক্তভোগী থেকে অভিযুক্ত সভাপতি
অভিযোগের প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ বলেন, "এইরকম একটি চিঠি এসেছে । আমি তদন্ত করবার জন্য সঠিক জায়গায় পাঠিয়েছি । অভিযোগ ঠিক না ভুল সেটা তদন্ত করবার জন্যই চিঠি সঠিক দফতরের কাছে পাঠানো হয়েছে ।"

আরও পড়ুন : Bangaon Teacher Assult : স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় গ্রেফতার প্রধান শিক্ষক

যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই গোপা রায় বলেন, আমি এই সব বিষয়ে কিছুই জানি না ৷ এরকম কাজ আমি কোনওদিন করিনি ৷ আর ভবিষ্যতেও করব না ৷ বাগদাতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই অভিযোগ ৷"

জেলা সভাপতির কাছে তার বিরুদ্ধে চিঠি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "জেলা সভাপতির কাছে চিঠি দিয়েছে কিনা আমার জানা নেই । পুলিশ তদন্ত করে দেখুক যদি দোষী হই সাজা মাথা পেতে নেব । যদি আমার নাম করে কেউ টাকা নিয়ে থাকে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।"

এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "দলটাই হল তোলাবাজদের । আর চোরের সাক্ষী মাতাল । লোক দেখানো একটা চিঠি করে দিয়েছে । তাতে কাজের কিছু হবে না । যে পরিবারের টাকা তারা ভুগবে ।"

আরও পড়ুন : Minor Girl Elope : ফোনে প্রেম করে ভরছিল না মন, বাড়ি থেকে পালিয়েই বিপত্তি; শ্রীঘরে ঠাঁই যুবকের

বনগাঁ, 24 এপ্রিল : জেল থেকে ছাড়িয়ে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তাঁর সাগরেদ নাসির বিশ্বাসের বিরুদ্ধে (Allegation of Taking Lakhs of Rupees Against TMC Leader for Releasing Accused) । যদিও একথা অস্বীকার করেছেন অভিযুক্ত সভাপতি ৷ এই বিষয়ে বনগাঁ (Bangaon News) সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

জানা গিয়েছে, 17 এপ্রিল মধ্যরাতে আতিয়ার মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাগদা থানার পুলিশ ৷ সকালে বিষয়টি নিয়ে সাহায্যের জন্য স্থানীয় নাসির বিশ্বাস নামে এক যুবকের কাছে যান আতিয়ারের স্ত্রী আজমিরা মণ্ডল ও ছেলে জসিমউদ্দিন মণ্ডল । তখন নাসির তাঁদের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে গেলে তিনি 1 লক্ষ 50 হাজার টাকা নিয়ে আসার জন্য বলেন । এমনকি টাকা না নিয়ে এলে আতিয়ারকে মিথ্যা গাঁজা কেস দেওয়া হবে বলে জানান গোপা রায় ৷ এমনই অভিযোগ ধৃতের পরিবারের ৷

আরও পড়ুন : Naihati Snatching Incident : নৈহাটিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর-সহ 2

এই বিষয়ে আতিয়ার মণ্ডলের ছেলে জসিমউদ্দিন মণ্ডল বলেন, "গোপাদেবীর কথা শুনে নিরুপায় হয়ে বাবাকে বাঁচাতে ধার করে টাকা এনে নাসির বিশ্বাস ও গোপা রায়কে প্রথমে 80 হাজার টাকা দিই । পরে নাসিরের কাছে 20 হাজার টাকা দিলেও পুলিশ আমার বাবাকে ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয় । এখন আবার গোপা রায় রাত 30 হাজার টাকা দাবি করেছেন । কিন্তু আমি টাকা ফেরত চাইতে গেলে ফেরত দিচ্ছে না । উলটে হুমকি দিয়ে নাসির বলছে, পারলে আদায় করে নিস । এই নিয়ে আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি ৷"

টাকা নেওয়ার ঘটনায় যা বললেন ভুক্তভোগী থেকে অভিযুক্ত সভাপতি
অভিযোগের প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ বলেন, "এইরকম একটি চিঠি এসেছে । আমি তদন্ত করবার জন্য সঠিক জায়গায় পাঠিয়েছি । অভিযোগ ঠিক না ভুল সেটা তদন্ত করবার জন্যই চিঠি সঠিক দফতরের কাছে পাঠানো হয়েছে ।"

আরও পড়ুন : Bangaon Teacher Assult : স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় গ্রেফতার প্রধান শিক্ষক

যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই গোপা রায় বলেন, আমি এই সব বিষয়ে কিছুই জানি না ৷ এরকম কাজ আমি কোনওদিন করিনি ৷ আর ভবিষ্যতেও করব না ৷ বাগদাতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই অভিযোগ ৷"

জেলা সভাপতির কাছে তার বিরুদ্ধে চিঠি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "জেলা সভাপতির কাছে চিঠি দিয়েছে কিনা আমার জানা নেই । পুলিশ তদন্ত করে দেখুক যদি দোষী হই সাজা মাথা পেতে নেব । যদি আমার নাম করে কেউ টাকা নিয়ে থাকে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।"

এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "দলটাই হল তোলাবাজদের । আর চোরের সাক্ষী মাতাল । লোক দেখানো একটা চিঠি করে দিয়েছে । তাতে কাজের কিছু হবে না । যে পরিবারের টাকা তারা ভুগবে ।"

আরও পড়ুন : Minor Girl Elope : ফোনে প্রেম করে ভরছিল না মন, বাড়ি থেকে পালিয়েই বিপত্তি; শ্রীঘরে ঠাঁই যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.