ETV Bharat / state

বাগদার স্কুলে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ - শিক্ষা দপ্তর

স্কুল পরিচালন সমিতির সভাপতির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন অঘোরচন্দ্র হালদার স্কুল উন্নয়ন তহবিলের 18 লাখ টাকা স্কুল কমিটিকে না জানিয়ে তুলেছেন । যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ৷

helencha high school
হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়
author img

By

Published : Oct 20, 2020, 8:38 PM IST

Updated : Oct 20, 2020, 11:07 PM IST

বাগদা, 20 অক্টোবর : স্কুল তহবিলের 18 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বাগদার ঘটনা ৷ শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুল পরিচালন সমিতির তরফে বাগদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

অভিযুক্ত প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের নাম অঘোরচন্দ্র হালদার । সম্প্রতি তিনি বাগদার হেলেঞ্চা হাইস্কুল থেকে অবসর নিয়েছেন । বর্তমান স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দন সরকার রবিবার থানায় অভিযোগ জানিয়েছেন, দায়িত্বে থাকাকালীন অঘোরবাবু স্কুল উন্নয়ন তহবিলের 18 লাখ টাকা স্কুল কমিটিকে না জানিয়ে তুলেছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ৷

2016 থেকে 2019 সাল পর্যন্ত হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ছিলেন অঘোরচন্দ্র হালদার । 2019 সালের জুনে স্কুলে নতুন প্রধান শিক্ষক আসেন । তারপর থেকে অঘোরবাবুকে হিসেব-নিকেশ বুঝিয়ে দিতে বলা হয়েছে । কয়েকবার তাঁকে পরিচালন সমিতির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তিনি কোনও হিসাব দেননি । শেষে পরিচালন সমিতির তরফে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

বাগদার স্কুলে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

পরিচালন সমিতির সভাপতি চন্দন সরকার বলেন, "অঘোরবাবুকে বারবার বলা সত্ত্বেও তিনি প্রায় 18 লাখ টাকার কোনও হিসাব দিচ্ছেন না । উলটে আমাকে হুমকি দিচ্ছেন ।" ঘটনা লিখিত আকারে স্কুল শিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে ।

স্কুলের বর্তমান প্রধানশিক্ষক শুভেন্দু বিশ্বাস বলেন, "কত টাকার কী হয়েছে সেটা আমি বলতে পারব না ৷ তবে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের কাছ থেকে কোনও হিসাব পাইনি ৷ অভিযোগ এটাই যে উনি এখনও পর্যন্ত সম্পূর্ণ হিসাব দিতে পারেননি ৷"

যদিও টাকা তছরুপের অভিযোগ অস্বীকার করেন অঘোরবাবু ৷ বলেন, "সাত মাস আগে আমি সমস্ত হিসাব প্রধান শিক্ষককে বুঝিয়ে দিয়েছি । হিসাবে কোনও গরমিল থাকলে তখন আমাকে কেন বলা হয়নি ? আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে ।"

বাগদা, 20 অক্টোবর : স্কুল তহবিলের 18 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বাগদার ঘটনা ৷ শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুল পরিচালন সমিতির তরফে বাগদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

অভিযুক্ত প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের নাম অঘোরচন্দ্র হালদার । সম্প্রতি তিনি বাগদার হেলেঞ্চা হাইস্কুল থেকে অবসর নিয়েছেন । বর্তমান স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দন সরকার রবিবার থানায় অভিযোগ জানিয়েছেন, দায়িত্বে থাকাকালীন অঘোরবাবু স্কুল উন্নয়ন তহবিলের 18 লাখ টাকা স্কুল কমিটিকে না জানিয়ে তুলেছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ৷

2016 থেকে 2019 সাল পর্যন্ত হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ছিলেন অঘোরচন্দ্র হালদার । 2019 সালের জুনে স্কুলে নতুন প্রধান শিক্ষক আসেন । তারপর থেকে অঘোরবাবুকে হিসেব-নিকেশ বুঝিয়ে দিতে বলা হয়েছে । কয়েকবার তাঁকে পরিচালন সমিতির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তিনি কোনও হিসাব দেননি । শেষে পরিচালন সমিতির তরফে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

বাগদার স্কুলে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

পরিচালন সমিতির সভাপতি চন্দন সরকার বলেন, "অঘোরবাবুকে বারবার বলা সত্ত্বেও তিনি প্রায় 18 লাখ টাকার কোনও হিসাব দিচ্ছেন না । উলটে আমাকে হুমকি দিচ্ছেন ।" ঘটনা লিখিত আকারে স্কুল শিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে ।

স্কুলের বর্তমান প্রধানশিক্ষক শুভেন্দু বিশ্বাস বলেন, "কত টাকার কী হয়েছে সেটা আমি বলতে পারব না ৷ তবে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের কাছ থেকে কোনও হিসাব পাইনি ৷ অভিযোগ এটাই যে উনি এখনও পর্যন্ত সম্পূর্ণ হিসাব দিতে পারেননি ৷"

যদিও টাকা তছরুপের অভিযোগ অস্বীকার করেন অঘোরবাবু ৷ বলেন, "সাত মাস আগে আমি সমস্ত হিসাব প্রধান শিক্ষককে বুঝিয়ে দিয়েছি । হিসাবে কোনও গরমিল থাকলে তখন আমাকে কেন বলা হয়নি ? আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে ।"

Last Updated : Oct 20, 2020, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.