ETV Bharat / state

"সকলের জন্য রেশন চাই", রেড জ়োন বারাসতে বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের

author img

By

Published : May 11, 2020, 4:38 PM IST

রেশন বিলি নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ আসতে শুরু করেছে । কোথাও কারচুপির অভিযোগ আবার কোথাও রেশন সামগ্রী পাচারের অভিযোগ পাওয়া গেছে । কোথাও আবার কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ উঠেছে ।

ration agitation
ration agitation

বারাসত, 11 মে: "সকলের জন্য রেশন চাই, সব রেশন কার্ডে রেশন চাই" । এই দাবিতে আজ উত্তর 24 পরগনার বারাসতে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক । নেতৃত্বে ছিলেন দলের জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় । তবে রেড জ়োন হওয়া সত্ত্বেও বিক্ষোভের সময় কোনও পুলিশ কর্মীকেই সেখানে দেখা যায়নি ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে গরিব মানুষের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । তবে তা বিলি নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে । কোথাও কারচুপির অভিযোগ আবার কোথাও রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে । কোথাও আবার কার্ড থাকা সত্ত্বেও অনেকেই নাকি রেশন সামগ্রী পাননি । অভিযোগ পাওয়ার পর রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিলেও রেশন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কমেনি । বিরোধীরাও রেশন নিয়ে ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে । এবার এই একই ইশুতে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল ফরোয়ার্ড ব্লক ।

এবিষয়ে দলের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের 9 কোটি মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার । অথচ সামগ্রী না পেয়ে বিভিন্ন রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে । আবার অনেকে রেশন কার্ড না পেয়ে লকডাউনের মাঝেই খাদ্য নিয়ামকের দপ্তরে ভিড় করছেন । আজও জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে অনেকে ভিড় করেছেন শুধু রেশন কার্ড পাওয়ার আশায় । ফলে রাজ্য সরকারের দাবির পিছনে কতটা সত্যতা রয়েছে তা বোঝাই যাচ্ছে ।" সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "লকডাউনের মধ্যেও রাজ্যের বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া বন্ধ হয়নি । সরকারি অফিসগুলোতে লাখ লাখ টাকা খরচ করে চলছে নীল-সাদা রঙের কেরামতি । অথচ গরিব মানুষকে রেশন দিতে পারে না এই সরকার । তাই সকলে যাতে রেশন পায় সেই দাবিতে আজ আমরা জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছি । বিষয়টি তুলে ধরা হবে জেলাশাসকের কাছেও ।"

এর আগেও রেশন নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল CPI(M), কংগ্রেস ও BJP-কে । এবার একই ইশুতে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক ।

বারাসত, 11 মে: "সকলের জন্য রেশন চাই, সব রেশন কার্ডে রেশন চাই" । এই দাবিতে আজ উত্তর 24 পরগনার বারাসতে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক । নেতৃত্বে ছিলেন দলের জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় । তবে রেড জ়োন হওয়া সত্ত্বেও বিক্ষোভের সময় কোনও পুলিশ কর্মীকেই সেখানে দেখা যায়নি ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে গরিব মানুষের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । তবে তা বিলি নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে । কোথাও কারচুপির অভিযোগ আবার কোথাও রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে । কোথাও আবার কার্ড থাকা সত্ত্বেও অনেকেই নাকি রেশন সামগ্রী পাননি । অভিযোগ পাওয়ার পর রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিলেও রেশন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কমেনি । বিরোধীরাও রেশন নিয়ে ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে । এবার এই একই ইশুতে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল ফরোয়ার্ড ব্লক ।

এবিষয়ে দলের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের 9 কোটি মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার । অথচ সামগ্রী না পেয়ে বিভিন্ন রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে । আবার অনেকে রেশন কার্ড না পেয়ে লকডাউনের মাঝেই খাদ্য নিয়ামকের দপ্তরে ভিড় করছেন । আজও জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে অনেকে ভিড় করেছেন শুধু রেশন কার্ড পাওয়ার আশায় । ফলে রাজ্য সরকারের দাবির পিছনে কতটা সত্যতা রয়েছে তা বোঝাই যাচ্ছে ।" সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "লকডাউনের মধ্যেও রাজ্যের বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া বন্ধ হয়নি । সরকারি অফিসগুলোতে লাখ লাখ টাকা খরচ করে চলছে নীল-সাদা রঙের কেরামতি । অথচ গরিব মানুষকে রেশন দিতে পারে না এই সরকার । তাই সকলে যাতে রেশন পায় সেই দাবিতে আজ আমরা জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছি । বিষয়টি তুলে ধরা হবে জেলাশাসকের কাছেও ।"

এর আগেও রেশন নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল CPI(M), কংগ্রেস ও BJP-কে । এবার একই ইশুতে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.