ETV Bharat / state

Agnipath Scheme Protest : অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে - agitation before Shantanu Thakurs house

অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ করলেন বিক্ষোভকারীরা (Agnipath Scheme Protest)৷ তাঁদের দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা (Rail blocked in Thakurnagar station)৷

agneepath-scheme-protest-rail-blocked-in-thakurnagar-station-agitation-before-shantanu-thakurs-house
অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে
author img

By

Published : Jun 17, 2022, 11:56 AM IST

Updated : Jun 17, 2022, 1:09 PM IST

ঠাকুরনগর, 17 জুন: কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ বাতিলের দাবিতে আজও বিক্ষোভের আঁচ রাজ্যে(Agneepath Scheme Protest) ৷ শুক্রবার সকালে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগরে রেল অবরোধ করেন চাকরি প্রার্থীরা । প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধ চলার পর যাত্রীদের অসুবিধার কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা (Rail blocked in Thakurnagar station)।

পরবর্তীতে তাঁরা ঠাকুরনগর বাজার থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসেন (agitation before Shantanu Thakurs house) এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন এই অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে এবং পুরনো পদ্ধতিতে নিয়োগ করতে হবে । এই নিয়ে তাঁরা শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চান ।

agneepath-scheme-protest-rail-blocked-in-thakurnagar-station-agitation-before-shantanu-thakurs-house
অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ

প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁদের সঙ্গে শান্তনু ঠাকুর দেখা না করায় এখনও বিক্ষোভ চলছে । শান্তনু ঠাকুর যতক্ষণ না পর্যন্ত তাঁদের সঙ্গে এসে কথা বলবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ৷

ঠাকুরনগরের রেল অবরোধ করলেন বিক্ষোভকারীরা

আরও পড়ুন: Agnipath Scheme Protest in Bihar : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

ঘটনাস্থলে গিয়েছে গাইঘাটা থানার পুলিশ । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলকে তাঁর সঙ্গে দেখা করার জন্য বার্তা পাঠানো হয়েছিল । কিন্তু বিক্ষোভকারীরা তা মানতে রাজি হননি । তাঁদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁদের কাছে আসতে হবে এবং কথা বলতে হবে ৷

ঠাকুরনগর, 17 জুন: কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ বাতিলের দাবিতে আজও বিক্ষোভের আঁচ রাজ্যে(Agneepath Scheme Protest) ৷ শুক্রবার সকালে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগরে রেল অবরোধ করেন চাকরি প্রার্থীরা । প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধ চলার পর যাত্রীদের অসুবিধার কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা (Rail blocked in Thakurnagar station)।

পরবর্তীতে তাঁরা ঠাকুরনগর বাজার থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসেন (agitation before Shantanu Thakurs house) এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন এই অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে এবং পুরনো পদ্ধতিতে নিয়োগ করতে হবে । এই নিয়ে তাঁরা শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চান ।

agneepath-scheme-protest-rail-blocked-in-thakurnagar-station-agitation-before-shantanu-thakurs-house
অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ

প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁদের সঙ্গে শান্তনু ঠাকুর দেখা না করায় এখনও বিক্ষোভ চলছে । শান্তনু ঠাকুর যতক্ষণ না পর্যন্ত তাঁদের সঙ্গে এসে কথা বলবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ৷

ঠাকুরনগরের রেল অবরোধ করলেন বিক্ষোভকারীরা

আরও পড়ুন: Agnipath Scheme Protest in Bihar : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

ঘটনাস্থলে গিয়েছে গাইঘাটা থানার পুলিশ । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলকে তাঁর সঙ্গে দেখা করার জন্য বার্তা পাঠানো হয়েছিল । কিন্তু বিক্ষোভকারীরা তা মানতে রাজি হননি । তাঁদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁদের কাছে আসতে হবে এবং কথা বলতে হবে ৷

Last Updated : Jun 17, 2022, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.