ETV Bharat / state

পানীয় জলের দাবিতে কলসি নিয়ে পথ অবরোধ হিঙ্গলগঞ্জে - North 24 parganas News

গতকাল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ-লেবুখালি সড়ক দশটি গ্রামের শতাধিক মহিলা খালি কলসি নিয়ে বসে পড়েন । স্থানীয়দের অভিযোগ, আমফানের পর প্রায় 40 দিন কেটে গেলেও এখনও নারকেলতলা-সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে পানীয় জল মেলেনি ।

agitation for drinking water in Basirhat
পানীয় জলের দাবিতে কলসি নিয়ে পথ অবরোধ
author img

By

Published : Jul 2, 2020, 3:57 AM IST

বসিরহাট, 2 জুলাই : আমফান আছড়ে পড়ার পর কেটে গেছে 40 দিন । কিন্তু এখনও গ্রামের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ । অবশেষে পানীয় জলের দাবিতে কলসি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা । হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ-লেবুখালি সড়কের নারকেলতলা এলাকার ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, আমফানের পর প্রায় 40 দিন কেটে গেলেও এখনও নারকেলতলা সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে পানীয় জল মিলছে না । গরমে জলের সমস্যা দেখা দিয়েছে । বিশুদ্ধ পানীয় জল না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও প্রবীণরা ৷

গতকাল দশটি গ্রামের শতাধিক মহিলা খালি কলসি নিয়ে হাসনাবাদ-লেবুখালি সড়কের উপর বসে পড়েন । অবরোধকারীদের বক্তব্য, স্থানীয় পঞ্চয়েত অফিস ও ব্লক অফিসে বারবার জানিয়েও কোনও ফল হয়নি । নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে তাঁরা অবরোধ করেছেন । ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশকর্মীরা বাসিন্দাদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায় । ব্লক প্রশাসন সূত্রে খবর, দ্রুত ওই গ্রামগুলোতে পানীয় জলের ব্যবস্থা করা হবে ।

বসিরহাট, 2 জুলাই : আমফান আছড়ে পড়ার পর কেটে গেছে 40 দিন । কিন্তু এখনও গ্রামের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ । অবশেষে পানীয় জলের দাবিতে কলসি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা । হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ-লেবুখালি সড়কের নারকেলতলা এলাকার ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, আমফানের পর প্রায় 40 দিন কেটে গেলেও এখনও নারকেলতলা সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে পানীয় জল মিলছে না । গরমে জলের সমস্যা দেখা দিয়েছে । বিশুদ্ধ পানীয় জল না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও প্রবীণরা ৷

গতকাল দশটি গ্রামের শতাধিক মহিলা খালি কলসি নিয়ে হাসনাবাদ-লেবুখালি সড়কের উপর বসে পড়েন । অবরোধকারীদের বক্তব্য, স্থানীয় পঞ্চয়েত অফিস ও ব্লক অফিসে বারবার জানিয়েও কোনও ফল হয়নি । নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে তাঁরা অবরোধ করেছেন । ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশকর্মীরা বাসিন্দাদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায় । ব্লক প্রশাসন সূত্রে খবর, দ্রুত ওই গ্রামগুলোতে পানীয় জলের ব্যবস্থা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.