ETV Bharat / state

মধ্যমগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জাতীয় সড়কে পিকনিক - Protesters blocked the national highway

সকাল থেকেই বারাসতের যশোর রোডে হুমাইপুর, আবদালপুরের বাসিন্দারা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে বিক্ষোভ দেখায় । আমডাঙার কামদেবপুরে জাতীয় সড়কে পিকনিক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।

মধ্যমগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
মধ্যমগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
author img

By

Published : Dec 15, 2019, 5:57 PM IST

Updated : Dec 15, 2019, 10:32 PM IST

মধ্যমগ্রাম, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । আজ মধ্যমগ্রামে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জনতা । পাশাপাশি আমডাঙায় পিকনিক করে রাস্তা অবরোধ করে তারা ।

আজ সকাল থেকেই বারাসতের যশোর রোডে হুমাইপুর, আবদালপুরের বাসিন্দারা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় । প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওঠে স্লোগানও । পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিলে ফের অন্য একটি জায়গায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশ এসে পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেয় । এরপর দুপুরের দিকে মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দারা মিছিল করে এসে যশোর রোড অবরোধ করে । পুলিশের সামনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলে । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় যশোর রোড । আমডাঙার কামদেবপুরে জাতীয় সড়কে পিকনিক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।

এবিষয়ে শেখ নাজিমুদ্দিন নামে এক বিক্ষোভকারীর দাবি, "আমরা ভারতবাসী । স্বাধীনতার সময় থেকে আমার পরিবার এখানে রয়েছে । আজ আমরা ধর্ম নির্বিশেষে একজন বাঙালি হিসেবে প্রতিবাদ আন্দোলন করছি । আমরা ভারতবাসী । আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা চলছে । এই আইন প্রত্যাহার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । প্রাণ দিতে হলে তাও দেব ।"

মধ্যমগ্রাম, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । আজ মধ্যমগ্রামে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জনতা । পাশাপাশি আমডাঙায় পিকনিক করে রাস্তা অবরোধ করে তারা ।

আজ সকাল থেকেই বারাসতের যশোর রোডে হুমাইপুর, আবদালপুরের বাসিন্দারা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় । প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওঠে স্লোগানও । পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিলে ফের অন্য একটি জায়গায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশ এসে পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেয় । এরপর দুপুরের দিকে মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দারা মিছিল করে এসে যশোর রোড অবরোধ করে । পুলিশের সামনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলে । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় যশোর রোড । আমডাঙার কামদেবপুরে জাতীয় সড়কে পিকনিক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।

এবিষয়ে শেখ নাজিমুদ্দিন নামে এক বিক্ষোভকারীর দাবি, "আমরা ভারতবাসী । স্বাধীনতার সময় থেকে আমার পরিবার এখানে রয়েছে । আজ আমরা ধর্ম নির্বিশেষে একজন বাঙালি হিসেবে প্রতিবাদ আন্দোলন করছি । আমরা ভারতবাসী । আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা চলছে । এই আইন প্রত্যাহার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । প্রাণ দিতে হলে তাও দেব ।"

Intro:নাগরিকত্ব সংশোধনী আইনের আচ এবার এসে পড়ল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামেও। যশোর রোডে দফায় দফায় অবরোধ বিক্ষোভ ও আগুনে উত্তেজনা ছড়াল।৩৪ নম্বর জাতীয় সড়কে পিকনিকের আয়োজন করে অভিনব পদ্ধতিতে আন্দোলনে সামিল হলেন বিক্ষোভকারীরা।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামেও অবরোধ,বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারীরা।যশোর রোডে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে এই আইন বাতিলের দাবিতে সরব হন তারা।আজ সকালে মধ্যমগ্রামের চৌমাথায় আব্দালপুরের বাসিন্দারা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে এই বিলের প্রতিবাদে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা।বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় সেখান থেকে।এর কিছুক্ষণ বাদেই হুমাইপুরের বাসিন্দারা ওই একই ইস্যুতে যশোর রোডে অবরোধ,বিক্ষোভ ও আগুন জ্বালিয়ে প্রতিবাদে সোচ্চার হোন। যদিও পুলিশের হস্তক্ষেপে সেই আন্দোলন বেশিক্ষণ দানা বাঁধতে পারেনি।তাদের হটিয়ে দিতেই দুপুরের দিকে মধ্যমগ্রামের রোহন্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করে চৌমাথার যশোর রোড অবরোধ করেন।পুলিশের সামনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।ওঠে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।প্রায় দু-ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় যশোর রোড।যার জেরে যানচলাচল স্তব্ধ হয়ে যায়।পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে আন্দোলন তুলে দেন।শেখ নাজিমউদ্দিন নামে এক বিক্ষোভকারী বলেন" আমরা বংশপরম্পরায় এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছি। অথচ, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আইনের মধ্যে দিয়ে বিভাজনের রাজনীতি করতে চাইছে।মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। এই আইন আমরা কিছুতেই মেনে নেব না। আইনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে রক্ত দিয়ে আমরা এই আইন রুখব"।অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ দুপুরে আমডাঙার কামদেবপুরে এক অভিনব পদ্ধতিতে আন্দোলনে সামিল হলেন বিক্ষোভকারীরা।রীতিমতো,৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর পিকনিকের আয়োজন করা হয়। আগুন জ্বালিয়ে চলে রান্নার কাজও।খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আয়োজকদের সঙ্গে বচসা বেঁধে যায়।পরে, বিশাল পুলিশবাহিনী এসে সেই পিকনিক বন্ধ করে দেয়।Conclusion:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যেভাবে জেলার বিভিন্ন জায়গায় আগুন দ্রুত ছড়াচ্ছে, তার মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।
Last Updated : Dec 15, 2019, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.